500 টাকা সস্তা হল Redmi Note 11 SE, সদ্য লঞ্চ হওয়া ফোনের এখন দাম কত?

গত অগস্টে Redmi Note 11 SE ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল 13,499 টাকায়। ফোনের একমাত্র ভ্যারিয়েন্টে 6GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম ছিল এটি। এখন দাম কমানোর ফলে এই নতুন Redmi ফোনটি পাওয়া যাবে মাত্র 12,999 টাকায়।

500 টাকা সস্তা হল Redmi Note 11 SE, সদ্য লঞ্চ হওয়া ফোনের এখন দাম কত?
নতুন ফোনের দামও কমিয়ে দিল শাওমি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2022 | 3:09 PM

Redmi Note 11 SE Price Cut: চিনা টেক জায়ান্ট Xiaomi ভারতে তাদের সদ্য লঞ্চ করা একটি ফোনের দাম কমাল। জনপ্রিয় সেই ফোনের নাম Redmi Note 11 SE। চলতি বছরের অগস্টে সেই ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। এখন সেই ফোনই এক ধাক্কায় অনেকটা সস্তা হল। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা DCI-P3 কালার গ্যামুট সাপোর্ট করছে। এই ডিভাইসটি পারফরম্যান্সের দিক থেকে চালিত হচ্ছে একটি মিডিয়াটেক হেলিও G95 প্রসেসরের সাহায্যে, যা গ্রাফিক্সের জন্য পেয়ার করা রয়েছে Mali-G76 MC4 GPU এর সঙ্গে।

Redmi Note 11 SE কত টাকা সস্তা হল

গত অগস্টে Redmi Note 11 SE ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল 13,499 টাকায়। ফোনের একমাত্র ভ্যারিয়েন্টে 6GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম ছিল এটি। এখন দাম কমানোর ফলে এই নতুন Redmi ফোনটি পাওয়া যাবে মাত্র 12,999 টাকায়। অর্থাৎ কোম্পানি এই ফোনের দাম 500 টাকা কমিয়েছে।

Redmi Note 11 SE আরও সস্তা: ব্যাঙ্কের অফার

Xiaomi এই Redmi Note 11 SE ফোনের দাম যদি 500 টাকা কমায়, তাহলে তারপরেও সংস্থাটি একাধিক ব্যাঙ্কের গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফারও দিচ্ছে। ব্যাঙ্ক অফ বরোদা-র গ্রাহকরা এই ফোনটি ক্রয় করলে পেয়ে যাবেন 10% পর্যন্ত ছাড়। আবার কারও কাছে যদি HDFC এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে তাঁরা পেয়ে যাবেন 7.5 শতাংশ পর্যন্ত ছাড়। প্রসঙ্গত, এই ফোনের সঙ্গে একটি চার্জার অফার করছে Xiaomi। বাইফ্রস্ট ব্লু, কসমিক হোয়াইট, স্পেস ব্ল্যাক এবং থান্ডার পার্পল— এই কয়েকটি রঙে পাওয়া যাবে Redmi Note 11 SE।

Redmi Note 11 SE: স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়াল সিম সাপোর্টেড এই হ্যান্ডসেটটি সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ভিত্তিক সংস্থার নিজস্ব MIUI 12.5 কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। 6.45 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রেজ়োলিউশন 1080X2400 পিক্সেল। এটি আবার DCI-P3 কালার গ্যামুটও সাপোর্ট করে। ডিভাইসটিতে রয়েছে রিডিং মোড 3.0, সানলাইট মোড 2.0 এবং 409ppi পিক্সেল ডেন্সিটি। রেডমির তরফ থেকে ফোনটি লঞ্চের সময় জানানো হয়েছিল, এই ডিসপ্লেটি 1,100 নিটস পিক ব্রাইটনেস দিতে সক্ষম। পাশাপাশি ফোনের ডট ডিসপ্লেটি লো ব্লু লাইট সার্টিফিকেশন পেয়েছে SGS থেকে।

পারফরম্যান্সের দিক থেকে Redmi Note 11SE চালিত হচ্ছে মিডিয়াটেক হেলিও G95 প্রসেসরের সাহায্যে, যা গ্রাফিক্সের জন্য পেয়ার করা রয়েছে Mali-G76 MC4 GPU-র সঙ্গে। এই ডিভাইসের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে Redmi Note 11 সিরিজ়ের এই মডেলটিতে।

চারটে ক্যামেরা রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 64MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে একটি 2MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2MP ম্যাক্রো লেন্স এবং আর একটি 2MP ডেপথ সেন্সর। Redmi Note 11SE-র প্রাইমারি ক্যামেরায় রয়েছে নাইট মোড, AI বিউটিফাই, AI পোর্ট্রেইট মোড ও তার সঙ্গে বোকে এবং ডেপথ কন্ট্রোল। এই ফোনটি 30fps-এ 4K রেজ়োলিউশন ভিডিয়ো রেকর্ড করতে পারে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে রয়েছে একটি 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর।