Realme GT Master Edition: রিয়েলমির নতুন ফোনে থাকতে পারে ম্যাগডার্টের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং

Realme GT Master Edition ভারতে ১৮ অগাস্ট চালু হচ্ছে। ফোনটি Realme GT 5G ফ্ল্যাগশিপ ফোন এবং Realme Book Slim Notebook-এর সাথে বাজারে আসবে।

Realme GT Master Edition: রিয়েলমির নতুন ফোনে থাকতে পারে ম্যাগডার্টের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2021 | 7:54 AM

Realme GT Master Edition কোম্পানি MagDart-এর ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহার করতে পারে। যদিও চিনের এই কোম্পানি এখনও এই বিষয়ে কিছু নিশ্চিত করেনি, তবে এই ফোনের প্রটোটাইপের কিছু ছবি দেখা গেছে যেখানে MagDart-এর  ওয়্যারলেস চার্জিং-এর ব্যবহার করা হয়েছে। ছবিগুলিতে ১৫ ওয়াটের MagDart চার্জার এবং MagDart পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে ফোনটিকে দেখতে পাওয়া যায়। রিয়েলমে এই মাসের শুরুতে অ্যাপলের MagSafe-এর উত্তর দিতেই MagDart প্রযুক্তি সামনে এনেছে। এটি ৫০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সরবরাহ করতে পারবে বলে দাবি করা হচ্ছে।

রিয়েলমে এই মাসের শুরুর দিকে Realme Flash নামে একটি কনসেপ্ট ফোন লঞ্চ করে। এতে তারা MagDart অ্যাকসেসরিজগুলির চার্জিং ক্ষমতা দেখিয়েছে। যদিও কোম্পানির তরফ থেকে এটা জানানো হয়নি যে MagDart-এর চার্জিং প্রযুক্তি অবিলম্বে তাদের কোনো ডিভাইসে পাওয়া যাবে কিনা।

ফাঁস হওয়া ছবিগুলিতে বোঝা যাচ্ছে, রিয়েলমি বর্তমানে তাদের Realme GT Master Edition-এর সাথেই MagDart চার্জিং পরীক্ষা শুরু করেছে। যদিও ফোনের লঞ্চের সময় ফাস্ট ওয়্যারলেস চার্জিং সম্বন্ধে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Realme GT Master Edition জুলাই মাসে Realme GT Explorer Master Edition-এর পাশাপাশি লঞ্চ করা হয়েছিল। সেই সময়ে, Realme উল্লেখ করেছিল যে Realme GT Master Edition এবং Realme GT Explorer Master Edition দুটোই ৬৫ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সমর্থন করে। দুটি মডেলের মধ্যে কোনটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে কিনা সে বিষয়ে কোম্পানি কোনো বিবৃতি দেয়নি।

Realme GT Master Edition ভারতে ১৮ অগাস্ট চালু হচ্ছে। ফোনটি Realme GT 5G ফ্ল্যাগশিপ ফোন এবং Realme Book Slim Notebook-এর সাথে বাজারে আসবে।

আরও পড়ুন: মোটোরোলা এজ ২০ ফিউশন ফোনে কী কী ফিচার থাকবে? প্রকাশ করল ফ্লিপকার্ট