Sunil Narine: লখনউয়ে ক্যারিবিয়ান ক্যালিপসো! ওয়েস্ট ইন্ডিজের আপশোস বাড়াচ্ছেন নারিন?

IPL 2024, LSG vs KKR: লখনউয়ের মাঠে আরও একবার ক্যারিবিয়ান ক্যালিপসো দেখা গেল। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন নারিন। ক্রমশ তিন অঙ্কের দিকে এগোচ্ছিলেন। ৭২ ও ৭৮ রানে পরপর ক্যাচ মিস করেন দেবদত্ত ও মহসিন। সুনীল নারিনের ক্যাচ ফসকানো মানে! তাও আবার পরপর দু-বলে। তবে প্রথম ক্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বাউন্ডারি লাইনে দেবদত্ত পাড়িক্কাল ক্যাচ নিলেও ভারসাম্য রাখতে পারেননি। আউট দূর অস্ত, ছয় হয়ে যায়।

Sunil Narine: লখনউয়ে ক্যারিবিয়ান ক্যালিপসো! ওয়েস্ট ইন্ডিজের আপশোস বাড়াচ্ছেন নারিন?
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 05, 2024 | 8:55 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ যেন নতুন সুনীল নারিন! এ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। এরপর থেকে নিয়মিত ওপেনিংয়ে পাঠানো হচ্ছে সুনীল নারিনকে। অতীতেও ইনিংস ওপেন করেছেন। কিন্তু এক ম্যাচ ব্যর্থ হলেই তাঁকে ব্যাটিং অর্ডারে নামিয়ে দেওয়া হয়েছে। গত কয়েক মরসুমে কেকেআরের মূল সমস্যা ছিল ওপেনিং জুটি। বারবার জুটি ভাঙা হয়েছে। গম্ভীর এসে সেই ট্রেন্ড বদলে দিয়েছেন।

এ মরসুমে ফিল সল্ট-সুনীল নারিন ওপেনিং জুটি সুপার হিট। গম্ভীরের সিদ্ধান্তকে মর্যাদা দিয়েছেন সুনীল। প্রায় প্রতি ম্যাচেই বিধ্বংসী পারফর্ম করছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আরও একটা বিধ্বংসী ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের আপশোস যেন অনেকটা বাড়িয়ে দিচ্ছেন সুনীল নারিন। তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। খোদ অধিনায়ক রোভম্যান পাওয়েলও অনুরোধ করেছিলেন। পুরনো অভিমানের জেরেই সিদ্ধান্ত বদলাননি নারিন। পরিষ্কার জানিয়েছেন তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেখান থেকে সরবেন না।

লখনউয়ের মাঠে আরও একবার ক্যারিবিয়ান ক্যালিপসো দেখা গেল। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন নারিন। ক্রমশ তিন অঙ্কের দিকে এগোচ্ছিলেন। ৭২ ও ৭৮ রানে পরপর ক্যাচ মিস করেন দেবদত্ত ও মহসিন। সুনীল নারিনের ক্যাচ ফসকানো মানে! তাও আবার পরপর দু-বলে। তবে প্রথম ক্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বাউন্ডারি লাইনে দেবদত্ত পাড়িক্কাল ক্যাচ নিলেও ভারসাম্য রাখতে পারেননি। আউট দূর অস্ত, ছয় হয়ে যায়।

সেঞ্চুরির সম্ভাবনা বাড়ছিল। কেরিয়ারে ৫০০-র বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর অবশেষে সেঞ্চুরির স্বপ্ন পূরণ হয়েছিল সুনীল নারিনের। এ বারের আইপিএলেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। আরও একটা সেঞ্চুরি আসা সময়ের অপেক্ষা ছিল। যদিও সেই অপেক্ষা মিটল না। রবি বিষ্ণোইয়ের গুগলি ধরতে পারেননি। স্ট্রেট বাউন্ডারিতে আরও একটা ছয় মারতে গিয়ে সেই দেবদত্ত পাড়িক্কালের ক্যাচেই ফেরেন সুনীল। ৩৯ বলে ৮১ রান। ৬টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি।