LSG vs KKR: হতাশ করলেন রিঙ্কুও, লখনউকে ২৩৬ রানের টার্গেট দিল KKR
IPL 2024, LSG vs KKR: ওপেনারদের রানের গতি বজায় রাখতে চেয়েছিল কেকেআর। ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয় আন্দ্রে রাসেলকে। চারে নামেন তিনি। ৮ বলে ১২ রানেই ইতি রাসেলের ইনিংস। অঙ্গকৃশ রঘুবংশী ৩২ রান করলেও স্ট্রাইকরেট মাত্র ১২৩। রিঙ্কু সিং ১১ বলে ১৬ রানেই ফেরেন। সুনীল নারিন ফেরেন ইনিংসের দ্বাদশতম ওভারের শেষ বলে। সে সময় কেকেআরের স্কোর ১৪০! সেখান থেকে অন্তত ২৫০ প্রত্যাশিত ছিল।
ওপেনিং জুটি দুর্দান্ত। এরপর! লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২৫০ প্লাস স্কোরের সম্ভাবনা উজ্জ্বল ছিল কলকাতা নাইট রাইডার্সের। শুরুটা হয়েছিল বিধ্বংসী। যদিও খেই হারাল মাঝপথে। হতাশ করলেন রিঙ্কু সিং। এ মরসুমে সেই অর্থে ব্যাটিংয়ের সুযোগই পাচ্ছিলেন না ভবিষ্যৎ তারকা। এ বার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না। গত ম্যাচে পাওয়ার প্লে-তেই ব্যাটিংয়ে নেমেছিলেন। ইনিংস গড়া এবং বড় রানের সুযোগ ছিল। লখনউয়ের বিরুদ্ধে স্লগ ওভারে একটা ক্যামিও ইনিংস খেলার সুযোগ ছিল।
টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। লখনউয়ের একানা স্টেডিয়ামে বড় স্কোর দেখা যায় না। সেই রেকর্ড ভেঙে দিল কেকেআর। এর জন্য় বড় কৃতিত্ব প্রাপ্য ফিল সল্ট-সুনীল নারিন ওপেনিং জুটির। দুই ওপেনারই ২০০ প্লাস স্ট্রাইকরেটে রান করেন। সল্ট মাত্র ১৪ বলে ৩২ রানে ফেরেন। সুনীল নারিন করেন ৩৯ বলে ৮১।
ওপেনারদের রানের গতি বজায় রাখতে চেয়েছিল কেকেআর। ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয় আন্দ্রে রাসেলকে। চারে নামেন তিনি। ৮ বলে ১২ রানেই ইতি রাসেলের ইনিংস। অঙ্গকৃশ রঘুবংশী ৩২ রান করলেও স্ট্রাইকরেট মাত্র ১২৩। রিঙ্কু সিং ১১ বলে ১৬ রানেই ফেরেন। সুনীল নারিন ফেরেন ইনিংসের দ্বাদশতম ওভারের শেষ বলে। সে সময় কেকেআরের স্কোর ১৪০! সেখান থেকে অন্তত ২৫০ প্রত্যাশিত ছিল।
শেষ দিকে রমনদীপ সিং কিছুক্ষণের ঝড় তোলেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৩৫ রান করে কেকেআর। রমনদীপ ৬ বলে ২৫ রান করেন। কেকেআরের করা ২৩৫-৬ লখনউয়ের মাঠে সর্বাধিক স্কোর।