Samsung Galaxy F13 লঞ্চ হল ভারতে, 11,999 টাকায় 50MP ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি
Galaxy F13 Price, Specs, Features: স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। এই ফোনের দাম কত, কী-কী ফিচার্স রয়েছে, সব তথ্য জেনে নিন।
Samsung Galaxy F13 ফোনটি ভারতের মার্কেটে লঞ্চ হয়ে গেল। বাজেট সেগমেন্টের এই ফোনটি টক্কর দিতে চলেছে Poco M4 5G, Redmi 10, Realme C35 এই তিনটি ফোনের সঙ্গে। লেটেস্ট Galaxy F13 ফোনটি ভারতে 11,999 টাকা দামে নিয়ে আসা হয়এছে। তার উপরে আবার থাকছে একাধিক ব্যাঙ্কের অফার, যেগুলির সাহায্যে বাজেট সেগমেন্টের এই ফোনটি আপনি আরও সস্তায় পেয়ে যাবেন।
Samsung Galaxy F13 স্পেসিফিকেশনস
ডিসপ্লে – এই গ্যালাক্সি স্মার্টফোনে একটি 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়ছে, যাতে পাতলা বেজ়েল রয়েছে এবং তার রিফ্রেশ রেট 60Hz।
প্রসেসর – পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে Samsung-এর নিজস্ব Exynos 850 প্রসেসরের সাহায্যে।
RAM – একটাই মাত্র RAM ভার্সন রয়েছে ফোনটির, সেটি 4GB।
স্টোরেজ – মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির – 64GB ও 128GB। এছাড়াও রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।
ব্যাটারি – অত্যন্ত শক্তিশালী একটি 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সফ্টওয়্যার – এই Galaxy F13 ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে Android 12 ভিত্তিক OneUI কাস্টম স্কিন আউট অফ দ্য বক্স দ্বারা চালিত।
ফ্রন্ট ক্যামেরা – সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
রিয়ার ক্যামেরা – একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই স্মার্টফোনে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং আর একটি 2MP ডেপথ সেন্সর।
Samsung Galaxy F13 ফিচার্স
- এই ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল তার ব্যাটারি। শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি রয়েছে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- Samsung Galaxy F13 ফোনে রয়েছে একটি অটো ডেটা সুইচিং ফিচার যা স্বয়ংক্রিয় ভাবে একটি গৌণ সিম বা নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে পারে, যদি প্রাথমিক সিম তার কানেকশন হারিয়ে ফেলে।
- Galaxy F13 ফোনটি অ্যাডাপ্টিভ পাওয়ার সেভিং এবং AI পাওয়ার ম্যানেজমেন্ট সাপোর্ট করে, যা অ্যাপগুলিকে স্লিপ মোডে তিন দিন অব্যবহৃত করে রাখে। পাশাপাশি অ্যাপগুলিকে এক মাসের জন্য ডিপ স্লিপ মোডেও রেখে দিতে পারে অ্যববহৃত হিসেবে।
- এক্সপ্যান্ডেবল স্টোরেজ সাপোর্ট করে ফোনটি। 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে এই ফোনের স্টোরেজ।
Samsung Galaxy F13 ভারতে দাম ও উপলব্ধতা
Samsung Galaxy F13 ফোনটির মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে – 4GB RAM + 64GB এবং 4GB RAM + 128GB। এদের মধ্যে 64GB মডেলটির দাম 11,999 টাকা এবং 128GB স্টোরেজ মডেলটির দাম 12,999 টাকা। এই ফোনের জন্য ICICI ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে Samsung। এর ফলে সরাসরি ক্রেতারা 1,000 টাকা ছাড় পেয়ে যাবেন। ফলে ফোন দুটির দাম হয়ে যাবে যথাক্রমে 10,999 টাকা ও 11,999 টাকা।