Tecno Camon 20 সিরিজ় লঞ্চ হল ভারতে, পাবেন মাত্র 14,999 টাকায়
Tecno Camon 20 Series Price: এই সিরিজের দাম 15,000 টাকা। এর সবথেকে বড় বিশেষত্ব হল এতে ম্যাজিক স্কিন ব্য়বহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে AMOLED ডিসপ্লে এবং বড় ব্যাটারি রয়েছে।
Tecno Camon 20 Price In India: Tecno Mobile ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ Tecno Camon 20 সিরিজ লঞ্চ করেছে। Camon 20, Camon 20 Pro 5G, এবং Camon 20 5G প্রিমিয়ার সিরিজের অধীনেই চালু করা হয়েছে। কোম্পানিটি অনেক কমে দুর্দান্ত ফিচার সহ স্মার্টফোন বাজারে আনে। এই সিরিজের দাম 15,000 টাকা। এর সবথেকে বড় বিশেষত্ব হল এতে ম্যাজিক স্কিন ব্য়বহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে AMOLED ডিসপ্লে এবং বড় ব্যাটারি রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন।
Tecno Camon 20 সিরিজের দাম:
TECNO ভারতে তার বাজেট স্মার্টফোন Camon 20-এর দাম 14,999 টাকা রেখেছে। স্মার্টফোনটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল মেমরি রয়েছে। আপনি এটি প্রেডন ব্ল্যাক, সেরেনিটি ব্লু এবং গ্লেসিয়ার গ্লো কালার অপশনে কিনতে পারবেন। Camon 20 Pro 5G দু’টি ভ্যারিয়েন্ট 8GB RAM, 128GB ইন্টারনাল মেমরি এবং 8GB RAM, 256GB মেমরির অপশন পাবেন। উভয় ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা। Camon 20 Pro 5G সেরেনিটি ব্লু এবং ডার্ক ওয়েলকিন কালার অপশনে কিনতে পারবেন। কোম্পানি এখনও Tecno Camon 5G প্রিমিয়ারের দাম ঘোষণা করেনি। তবে চলতি বছরের জুনের তৃতীয় সপ্তাহে দামগুলি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। 5G প্রিমিয়ার এবং সেরেনিটি ব্লু এবং ডার্ক ওয়েলকিন রঙে কিনে নিতে পারবেন। Tecno Camon 20 চলতি বছরের 29 মে Amazon India-তে বিক্রি শুরু হবে।
Tecno Camon 20 সিরিজের স্পেসিফিকেশন:
Tecno Camon 20 Series-এ 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেয় 500 নিটের ব্রাইটনেস পেয়ে যাবেন। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সিরিজটিতে IP53 রেটিং রয়েছে। Tecno Camon 20 সিরিজে MediaTek Helio G85 প্রসেসর এবং VC লিকুইড কুলিং এর পাশাপাশি হাই পলিমার জেল ব্যবহার করা হয়েছে। সিরিজের সমস্ত স্মার্টফোনে 8GB রRAM পেয়ে যাবেন।
ক্যামেরা সেটআপ হিসেবে এই ফোনে, Tecno Camon 20 এবং Camon 20 Pro-এ 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2-মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং ম্যাক্রো ক্যামেরা সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও Tecno Camon 20 Premier 5G-তে রয়েছে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সামনে একটি 32-মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন। Tecno Camon 20 এবং Camon 20 5G-তে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে। Tecno Camon 20 Premier 5G-তে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট। অর্থাৎ বুঝতেই পারছেন বার বার চার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাবেন।