Tecno Phantom V Flip লঞ্চ হয়ে গেল, 256GB স্টোরেজ; 64MP ক্যামেরা- কী নেই ফোনে…
Tecno Phantom V Flip Price: এতে প্রচুর ফিচার দেওয়া হয়েছে। এমনকি আপনি কবে থেকে এই ফোন কিনতে পারবেন, তার তারিখও ঘোষণা করা হয়েছে। এই ফোনটি দামের দিক থেকে অনেক ফোল্ডেবল স্মার্টফোনকেই টেক্কা দিতে পারে।
বাজারে ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা তুঙ্গে। ফলে বিভিন্ন কোম্পানি ফোল্ডেবল ফোন আনতে ব্যস্ত। এবার আবারও একটি নতুন ফোল্ডেবল ফোন বাজারে আনল Tecno। কোম্পানিটি ভারতে Tecno Phantom V Flip 5G লঞ্চ করেছে। এই ফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এটি 50 হাজার টাকার কম দামে কেনা যাবে। এতে প্রচুর ফিচার দেওয়া হয়েছে। এমনকি আপনি কবে থেকে এই ফোন কিনতে পারবেন, তার তারিখও ঘোষণা করা হয়েছে। এই ফোনটি দামের দিক থেকে অনেক ফোল্ডেবল স্মার্টফোনকেই টেক্কা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক Tecno Phantom V Flip 5G-এর দাম কত এবং কী কী ফিচার দেওয়া হয়েছে।
Tecno Phantom V Flip 5G-এর দাম:
এই ফোনের 8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা। এটি আইকনিক ব্ল্যাক এবং মিস্টিক ডন রঙে কেনা কিনতে পারবেন। তবে তার জন্য আপনাকে এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এই ফোল্ডেবল ফোনটি 1 অক্টোবর দুপুর 12টা থেকে অ্যামাজনে পাওয়া যাবে।
Tecno Phantom V Flip 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন:
এতে রয়েছে একটি 6.9 ইঞ্চি ফুল-এইচডি + AMOLED ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন 2400 x 1080। এর সর্বোচ্চ উজ্জ্বলতা 1000 নিট। এই নতুন ফোনের বাঁকা AMOLED কভার প্যানেলটি 1.32 ইঞ্চির। এই ফোনটি MediaTek Dimension 8050 SoC সহ বাজারে এসেছে। এতে রয়েছে 8GB LPDDR4X RAM। এটি 16 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটি Android 13.5-এ কাজ করে।
ক্যামেরার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। আপনি Tecno Phantom V Flip 5G-তে একটি 64-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 13-মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর পেয়ে যাবেন। তাও আবার একটি ওয়াইড-এঙ্গেল লেন্স সহ। এর সাথে একটি কোয়াড ফ্ল্যাশলাইট ইউনিটও দেওয়া হয়েছে। এতে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে 5G, Wi-Fi 6, NFC এবং ব্লুটুথ 5.1 এর মত ফিচার দেওয়া হয়েছে। এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 4000mAh ব্যাটারি রয়েছে।