Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Android 13 আপডেট পেয়ে গেল জনপ্রিয় Oppo স্মার্টফোন, কী সুবিধা?

Android 13 ভিত্তিক ColorOS 13 আপডেট পেয়ে গেল জনপ্রিয় একটি Oppo স্মার্টফোন। সেটি কোন মডেল এবং এই আপডেটের ফলে কী-কী সুবিধা পাবেন জেনে নিন।

Android 13 আপডেট পেয়ে গেল জনপ্রিয় Oppo স্মার্টফোন, কী সুবিধা?
এই ফোনের নাম কী জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 5:31 PM

Oppo তার একটি জনপ্রিয় স্মার্টফোনের জন্য Android 13 ভিত্তিক ColorOS 13 আপডেট রোলআউট করেছে। সেই ফোনের নাম Oppo Reno 7 Pro 5G। ভারতে এই ফোনের ব্যবহারকারীরা ইতিমধ্যেই আপডেটটি পেতে শুরু করেছেন। যদিও এটি স্টেবল আপডেট নয়, বিটা আপডেট। অর্থাৎ আপাতত গুটিকয়েক এই ফোনের ব্যবহারকারীই আপডেটটির নাগাল পাবেন। কিছু ব্যবহারকারী আবার আপডেটটি ইনস্টল করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন।

একটি কমিউনিটি পোস্টে এই লেটেস্ট সফটওয়্যার আপডেটের ঘোষণা করতে গিয়ে Oppo বলছে, “ভারতে Reno7 Pro 5G ব্যবহারকারীদের জন্য Android 13 ভিত্তিক ColorOS 13 অফিসিয়াল ভার্সন রোলআউটের প্রক্রিয়াটি শুরু হয়ে গিয়েছে।” কোম্পানির তরফে তার ব্যবহারকারীদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে, Reno 7 Pro 5G যাঁদের কাছে রয়েছে এবং যাঁরা আপডেটটি করবেন, তাঁরা আপডেট করার আগে ফোনের জরুরি তথ্য ব্যাকআপ করে নিন। এই ফোনের ব্যবহারকারীরা যাতে আপডেটের পরে কোনও সমস্যার সম্মুখীন না হন, সেই জন্যই এই সতর্কীকরণ বার্তাটি দিয়েছে ওপ্পো।

ওই পোস্টে Oppo আরও বলছে, “লেটেস্ট আপডেটটি করার পরে অপারেটিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইস অপ্টিমাইজ করার জন্য বেশ কয়েকটি কাজ করবে। এর ফলে আপনার ডিভাইস গরম হতে পারে, স্লো হয়ে যেতে পারে এমনকি ব্যাটারিও দ্রুত শেষ হয়ে যেতে পারে। সফলভাবে আপডেট করার পর আমরা আপনাকে স্ক্রিন বন্ধ করে সারা রাত ডিভাইস চার্জ করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি ডিভাইসটি ব্যবহার করতে থাকেন, তবে এটি কয়েক দিনের মধ্যেই আবার স্বাভাবিক কার্যকারিতা শুরু করবে।”

Oppo Reno 7 Pro 5G ফোনে কীভাবে ColorOS 13 আপডেট করবেন

1) প্রথমেই আপনার স্মার্টফোনের সেটিংস অপশনে চলে যান এবং তারপরে About Device অপশনে ট্যাপ করুন।

2) পেজের এক্কেবারে উপরে ট্যাপ করুন। তারপরে ডানদিকের আইকনে ট্যাপ করুন।

3) এবার বিটা প্রোগ্রামে ট্যাপ করে Official > Apply Now অপশনে ক্লিক করুন।

4) এবার আপনার সামনে Update অপশনটি হাজির হলে সেটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

ColorOS 13: কী কী নতুন ফিচার পাবেন

1) Oppo ColorOS 13 আপডেট অ্যাকোয়ামর্ফিক ডিজ়াইন এবং কার্ড স্টাইল এলিমেন্টে আপনার ফোনের ভিজ়ুয়াল ডিজ়াইনের দিক থেকে একাধিক পরিবর্তন করবে।

2) নতুন ডিজ়াইনটি পেবেলের মতো একাধিক রাউন্ডেড শেপ নিয়ে আসবে আপনার জন্য। সেই সঙ্গেই আবার আপনি সফ্ট লাইন, স্মুধ ট্রান্জ়িশন এবং ওয়াটার মোশন দ্বারা অনুপ্রাণিত একাধিক অ্যানিমেশন দেখতেও সক্ষম হবেন।

3) অ্যানিমেটেড এফেক্টস, ইম্প্রুভড্ অলওয়েজ় অন ডিসপ্লে, স্পেশ্যাল প্লেব্যাক কন্ট্রোল ফর স্পটিফাই-এর মতো একাধিক ফিচার থাকছে।

4) ব্যবহারকারীর প্রাইভেসির উপর নজর রাখবে এই OS আপডেট।

5) উইন্ডোজ় ডিভাইস এবং Oppo Air ট্যাবলেটের মতো ডিভাইসের সঙ্গে ক্রস-ডিভাইস কোলাবরেশন আগের থেকে অনেক ভাল হবে।