Smartphone Tips: আপনার ফোনটি 5G সাপোর্ট করে? এই সহজ উপায়ে এখনই জেনে নিন
5G In India: আপনার হাতে এই মুহূর্তে যে ফোনটি রয়েছে, সেটা কি 5G সাপোর্ট করে? তা আপনাকে বুঝে নিতেই হবে, না হলে আবার মোটা টাকা দিয়ে 5G হ্যান্ডসেট কিনতে হবে। তাই, ফোন কেনার আগে জেনে নিন যে ফোনটি হাতে রয়েছে, সেটা 5G সাপোর্ট করে কি না।
Phone Supports 5G: দেশের তিন নামজাদা টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের 5G নেটওয়ার্ক চালু করতে চলেছে শীঘ্রই। এর আগে বেশ কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছিল, অগস্টেই জিও এবং এয়ারটেল তাদের 5G নেটওয়ার্ক চালু করবে। পাশাপাশি আবার কিছু রিপোর্টে এমনও জানা গিয়েছে, বছরের শেষ দিকে সংস্থাগুলি দেশে তাদের 5G পরিষেবা চালু করতে পারে। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, দেশে 5G চালু স্রেফ সময়ের অপেক্ষা এবং 4G-র থেকে তার ইন্টারনেট স্পিড অন্তত 10 গুণ বেশি হবে।
সব মিলিয়ে এখন বলা যেতেই পারে যে, দেশে যে কোনও মুহূর্তে 5G চালু হতে পারে। আর সেই 5G একবার চালু হলে আপনি যা চাক্ষুষ করবেন, তা হল আপনার 5G-সাপোর্টেড স্মার্টফোনে হাই-স্পিড ইন্টারনেট। এখন আপনার ফোন 5G নেটওয়ার্ক সাপোর্ট করছে কি না, তা আপনি বুঝবেন কীভাবে? সেই বিষয়টিই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা। আগেভাগেই জেনে রাখুন যে, আপনার ফোন যদি 5G সাপোর্ট না করে, তাহলে আপনাকে 4G-র তুলনায় 10X বেশি গতি পেতে আপনাকে একটা নতুন ফোন ক্রয় করতে হবে।
আপনার ফোন 5G সাপোর্ট করে কি না, যে ভাবে বুঝবেন
1) প্রথমেই চলে যান আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে।
2) সেখানে ‘ওয়াই-ফাই অ্যান্ড নেটওয়ার্ক’ অপশনে ক্লিক করুন।
3) তারপরে ‘সিম অ্যান্ড নেটওয়ার্ক’ অপশনে আপনাকে ক্লিক করতে হবে।
4) এবার আপনাকে ‘প্রেফার্ড নেটওয়ার্ক টাইপে’ সমস্ত টেকনোলজির তালিকা দেখানো হবে।
5) এখন আপনার ফোন যদি 5G সাপোর্ট করে, তাহলে তা 2G/3G/4G/5G হিসেবে তালিকাভুক্ত করা হবে এবং আপনাকে সেগুলিই দেখানো হবে।
কিন্তু এই অপশন যদি আপনাকে না দেখানো হয়, অর্থাৎ টেকনোলজির তালিকা যদি 4G-তেই সীমাবদ্ধ থাকে, তাহলে হাই-স্পিড ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে একটা 5G এনাবলড স্মার্টফোন কিনে ফেলতে হবে। এই মুহূর্তে মার্কেটে রিয়েলমি থেকে শুরু করে শাওমি-সহ আরও একাধিক ব্র্যান্ড রয়েছে, যারা বেশ কম দামে 5G স্মার্টফোন বিক্রি করে। আপনি এই মুহূর্তে 15,000 টাকারও কম দামে 5G স্মার্টফোন পেয়ে যাবেন।
এমনকি কয়েক দিন পর হয়তো আপনি 10,000 টাকারও কম দামে 5G হ্যান্ডসেট ক্রয় করতে পারবেন। সম্প্রতি বিজ়নেস স্ট্যান্ডার্ড-এর একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, কোয়ালকম শীঘ্রই 10,000 টাকারও কম দামে ফোন লঞ্চ করবে। আবার একাধিক রিপোর্ট থেকে এমনও জানা গিয়েছে যে, রিলায়েন্স জিও তার JioPhone 5G ফোনটি 10,000 টাকার মধ্যেই লঞ্চ করবে।
এখন আপনি বাজার থেকে একটা 5G স্মার্টফোন কেনার আগে অবশ্যই নিশ্চিত করুন যে, আপনার নেটওয়ার্ক দেশে 5G চালু করেছে। ধরা যাক, আপনি একটা ফোন কিনে ফেললেন, কিন্তু আপনার নেটওয়ার্ক প্রোভাইডার এয়ারটেল বা রিলায়েন্স জিও এখনও 5G রোলআউট করেনি। তাই, টেলিকম সংস্থাগুলি 5G রোলআউট করার পরই আপনি একটা 5G এনাবলড স্মার্টফোন কিনুন।