Holi Special Offers: হোলি উপলক্ষ্যে ভিভো ভি২৩ সিরিজের ফোনে দারুণ অফার, ৩৫০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে ক্যাশব্যাক
Holi Special Offer on Vivo V23 Series: ভিভো ভি২৩ সিরিজের (Vivo V23 Series) তিনটি ফোন যথাক্রমে- ভিভো ভি২৩ (Vivo V23), ভিভো ভি২৩ প্রো (Vivo V23 Pro) এবং ভিভো ভি২৩ই (Vivo V23e)--- এই তিনটি ফোনের দামেই থাকছে ক্যাশব্যাক অফার।
হোলি (Holi 2022) উপলক্ষ্যে ভিভো ভি২৩ সিরিজের (Vivo V23 Series Smartphone) ফোনের উপর ছাড় দিচ্ছে চিনের টেক জায়ান্ট ভিভো (Vivo)। এই সংস্থা জানিয়েছে, ৩৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক (Cashback Offer) পাওয়ার সুযোগ রয়েছে। গত ১১ মার্চ এই অফার শুরু হয়েছে। চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ভিভো ভি২৩ সিরিজের তিনটি ফোন যথাক্রমে- ভিভো ভি২৩, ভিভো ভি২৩ প্রো এবং ভিভো ভি২৩ই— এই তিনটি ফোনের দামেই থাকছে বিশেষ আকর্ষণীয় ছাড়। ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং পার্টনার রিটেল স্টোরে এই ছাড় এবং ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেই ভিভো ভি২৩ সিরিজের উক্ত তিনটি ফোন লঞ্চ হয়েছে। এদের দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ টাকা থেকে।
জানা গিয়েছে, ভিভো ভি২৩, ভিভো ভি২৩ প্রো এবং ভিভো ভি২৩ই ৫জি ফোনের দামের ক্ষেত্রে ৩৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাওয়া যাবে নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে। অর্থাৎ ক্রেতারা যদি ওইসব নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ভিভো ভি২৩ সিরিজের এই ফোনগুলি কেনেন, তাহলে ৩৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে। এবার দেখে নেওয়া যাক কোন কোন ব্যাঙ্কের কার্ডে এই ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। এই তালিকায় রয়েছে- আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং ওয়ান কার্ড ও এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি। এর সঙ্গে ক্রেতার এক বারের জন্য স্ক্রিন রিপ্লেমেন্ট পরিষেবা বিনামূল্যে বা ফ্রিতে পাবেন।
ভ্যানিলা মডেল অর্থাৎ ভিভো ভি২৩ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৯,৯৯০ টাকা। এই ফোনেরই ১ ২জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯০ টাকা। স্টারডাস্ট ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। অন্যদিকে ভিভো ভি২৩ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৮,৯৯০ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯০ টাকা। ভারতে সানশাইন গোল্ড কালার অপশনে পাওয়া যায় এই ফোন। এছাড়া ভিভো ভি২৩ই ৫জি ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯০ টাকা। সানশাই গোল্ড এবং মিডনাইট ব্লু, এই দুই রঙে ভারতে পাওয়া যাচ্ছে ভিভো ভি২৩ই ৫জি ফোন।
আরও পড়ুন- OnePlus Nord 2T First Look: অনবদ্য লুকের ওয়ানপ্লাস নর্ড ২টি আসছে, দাম হতে পারে বেশ কম
আরও পড়ুন- iQoo Z6 5G: ভারতে কবে লঞ্চ হবে আইকিউওও জেড৬ ৫জি ফোন? দাম কত হতে পারে, জেনে নিন