iQoo Z6 5G: ভারতে কবে লঞ্চ হবে আইকিউওও জেড৬ ৫জি ফোন? দাম কত হতে পারে, জেনে নিন

iQoo Z6 5G: শোনা গিয়েছে, দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও জেড৬ ৫জি ফোন (iQoo Z6 5G Phone)। দাম হতে পারে ১৫ থেকে ১৮ হাজার টাকার মধ্যে।

iQoo Z6 5G: ভারতে কবে লঞ্চ হবে আইকিউওও জেড৬ ৫জি ফোন? দাম কত হতে পারে, জেনে নিন
ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2022 | 12:05 PM

আইকিউওও জেড৬ ৫জি (iQoo Z6 5G) ফোন ভারতে লঞ্চ হবে একথা আগেই জানা গিয়েছে। এবার জানা গেল যে এই ফোন কবে ভারতে লঞ্চ হবে। অ্যামাজন স্পেশ্যালসের (Amazon Specials) একটি ডেডিকেটেড মাইক্রোসাইটের ওয়েবপেজে বলা হয়েছে আগামী ১৬ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৬ ৫জি (iQoo Z6 5G Phone) ফোন। অর্থাৎ এর থেকে এও অনুমান করা যাচ্ছে যে, আইকিউওও জেড৬ ৫জি ফোন ভারতে লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর মানে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল আইকিউওও জেড৫ ৫জি ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে এবার লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৬ ৫জি ফোন। প্রাথমিক ভাবে এই ফোন লঞ্চের যে টিজার প্রকাশ্যে এসেছিল, সেখানে একটি ‘কামিং সুন’ ট্যাগ ছিল। কোনও নির্দিষ্ট তারিখ বলা হয়নি। তবে এই ‘কামিং সুন’ ট্যাগ দেখেই বোঝা গিয়েছিল যে আইকিউওও জেড৬ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে বেশি দেরি নেই।

শোনা গিয়েছে, দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও জেড৬ ৫জি ফোন। দাম হতে পারে ১৫ থেকে ১৮ হাজার টাকার মধ্যে। তবে আইকিউওও সংস্থার তরফে এখনও এই ফোনের দাম ঘোষণা করা হয়নি। তাই এটি সম্ভাব্য দাম হিসেবে ধরে নেওয়া হয়েছে। এই ফোনের বেশ কয়েকটি সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচারও প্রকাশ্যে এসেছে। যেমন- শোনা যাচ্ছে আইকিউওও জেড৬ ৫জি ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোনে ৮ জিবি র‍্যাম থাকতে পারে বলে শোনা যাচ্ছে। সেই সঙ্গে থাকতে পারে লিকুইড কুলিং টেকনোলজি। আইকিউওও ইন্ডিয়ার ওয়েবসাইটে একটি ওয়েবপেজে আইকিউওও জেড৬ ৫জি ফোন লঞ্চের কথা প্রথম বলা হয়েছিল।

শোনা গিয়েছে, এই ফোনের দামের ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি অফার, ক্যাশব্যাক অফার এবং অন্যান্য ছাড় থাকতে পারে। তবে ভিভোর সংস্থার সাবব্র্যান্ড আইকিউওও- এর তরফে একথা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। অন্যদিকে আবার শোনে গিয়েছে, আইকিউওও জেড৬ ৫জি ফোনের পিছনের অংশে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। এছাড়াও এই ফোনে এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। আর ৮ জিবি র‍্যামের সঙ্গে থাকতে পারে ৪ জিবি ভার্চুয়াল এক্সটেনডেড র‍্যাম। বিশেষজ্ঞদের অনুমান ফোন লঞ্চের দিন এগিয়ে এলে আইকিউওও সংস্থা তাদের আসন্ন ৫জি ফোন প্রসঙ্গে আরও তথ্য আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে।

আরও পড়ুন- Redmi 10: রেডমি ১০সি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১০, দেখুন সম্ভাব্য স্পেসিফিকেশন