AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivo V29e 5G স্মার্টফোন লঞ্চ করবে খুব শীঘ্রই, দাম আর লুক দেখেই উৎসাহ বাড়ছে ক্রেতাদের

Vivo V29e 5G Features: রিপোর্ট অনুসারে, Vivo V29e 5G এর পিছনে একটি 64MP মেন ক্যামেরা দেওয়া হবে। সেই ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সাপোর্ট থাকবে। সামনে, অটোফোকাস ক্ষমতা সহ একটি 50MP ক্যামেরা রয়েছে।

Vivo V29e 5G স্মার্টফোন লঞ্চ করবে খুব শীঘ্রই, দাম আর লুক দেখেই উৎসাহ বাড়ছে ক্রেতাদের
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 4:44 PM
Share

বছর শুরু থেকেই একের পর এক নতুন নতুন ফোন এনে হাজির করছে Vivo। ভারতীয়দের জন্য আবারও একটি বড় চমক দিল কোম্পানিটি। খুব শীঘ্রই তাদের Vivo V29e 5G নামে একটি ফোন লঞ্চ হতে চলেছে। Vivo V29e হবে ভারতে লঞ্চ হওয়া প্রথম V29 সিরিজের ফোন। Vivo V29e-এর রেন্ডারগুলি ইতিমধ্যে চলতি সপ্তাহে ফাঁস হয়েছে। ফোনটিতে একটি 50MP ফ্রন্ট ক্যামেরা এবং Snapdragon 480 চিপসেট থাকতে পারে। ফোনের টিজারও প্রকাশ পেয়েছে। তাতে ফোনটিকে এক ঝলক দেখা যাচ্ছে। সেই ঝলক দেখে মনে হচ্ছে, ফোনটির ডিজাইনে কোম্পানি বিশেষ নজর দিয়েছে। টিজারটি অফিসিয়াল Vivo India ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।

টিজারে ফোনের পিছনের ডিজাইন দেখানো হয়েছে, যাতে দেখা যাচ্ছে ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরায় OIS স্টেবিলাইজেশন ফিচার থাকবে। চলুন Vivo V29e 5G-এর স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo V29e 5G-এর ক্যামেরা:

রিপোর্ট অনুসারে, Vivo V29e 5G এর পিছনে একটি 64MP মেন ক্যামেরা দেওয়া হবে। সেই ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সাপোর্ট থাকবে। সামনে, অটোফোকাস ক্ষমতা সহ একটি 50MP ক্যামেরা রয়েছে। Vivo V29e 5G-এর সামনে উপরের দিকে মাঝে একটি পাঞ্চ হোল থাকবে। যেখানে সেলফি ক্যামেরাকে রাখা হবে। তবে সামনের ক্যামেরাটি কত MP-এর হবে, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। V29e 5G-তে Snapdragon 480 5G বা Snapdragon 480+ 5G চিপসেট থাকতে পারে।

Vivo V29e 5G প্রত্যাশিত দাম:

এক রিপোর্ট অনুযায়ী, V29e-এর প্রত্যাশিত দাম প্রায় 30,000 টাকা। ফোনটি দু’টি ভেরিয়েন্টে আসবে বলে আশা করা হচ্ছে (একটি 8GB RAM + 128GB স্টোরেজ সহ এবং অন্যটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ)।