Vivo X80 Pro: কী কী ফিচার থাকতে পারে ভিভো এক্স৮০ প্রো ফোনে? লঞ্চের আগে দেখে নিন একনজরে

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Apr 25, 2022 | 9:29 AM

Vivo X80 Pro: কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে ভিভো এক্স৮০ প্রো ফোনে। এছাড়াও এই ফোনের পিছনের অংশে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা গিয়েছে।

Vivo X80 Pro: কী কী ফিচার থাকতে পারে ভিভো এক্স৮০ প্রো ফোনে? লঞ্চের আগে দেখে নিন একনজরে
ভিভো এক্স৮০ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো দেখে নিন।

Follow Us

ভিভো এক্স৮০ প্রো (Vivo X80 Pro) ফোন চিনে লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার্স এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। শোনা যাচ্ছে ভিভো এক্স৮০ (Vivo X80) এবং ভিভো এক্স৮০ প্রো প্লাস (Vivo X80 Pro+)— এই দুই ফোনের সঙ্গে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৮০ প্রো ফোন। ২৫ এপ্রিল চিনে এই ফোন লঞ্চ হবে। শোনা যাচ্ছে এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১ থাকতে পারে। এছাড়াও এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। সেখানে আবার ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে ভিভো এক্স৮০ প্রো ফোনে। শোনা যাচ্ছে, তিনটি রঙে এই ফোন লঞ্চ হতে পারে।

ভিভো এক্স৮০ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো দেখে নিন

  • বিভিন্ন রিপোর্ট সূত্রে শোনা গিয়েছে ভিভো এক্স৮০ প্রো ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১২- র সাহায্যে।
  • এই ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে।
  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে ভিভো এক্স৮০ প্রো ফোনে।
  • এই ফোনের পিছনের অংশে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা গিয়েছে।
  • ভিভো এক্স৮০ প্রো ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, একটি ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, একটি ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স (৫এক্স অপটিকাল এবং ৬০এক্স ডিজিটাল জুম) থাকতে পারে।
  • এছাড়াও এই ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে/
  • ভিভো এক্স৮০ প্রো ফোনে একটি আলট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। এর সঙ্গে ডিসপ্লের কোণগুলি কার্ভড এবং ফ্রন্ট ডিসপ্লের মাঝ বরাবর পাঞ্চ হোল ডিজাইন থাকতে পারে। এখানেই সেলফি ক্যামেরা সেট থাকার সম্ভাবনা রয়েছে।
  • ভিভো এক্স৮০ প্রো ফোন ২৫৬ জিবি এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোনের ওজন হতে পারে ২২০ গ্রাম।

আরও পড়ুন- iPhone Without Charger: চার্জার ছাড়া ফোন বিক্রি অবৈধ ও অপমানজনক, অ্যাপলকে তীব্র ভর্ৎসনা বিচারকের, ৮৩,০০০ টাকা জরিমানাও

আরও পড়ুন- Smartphones and Gadgets: এপ্রিলের শেষে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন এবং অন্যান্য গ্যাজেট, রইল তালিকা

আরও পড়ুন- iPhone 13 Amazing Features: আইফোন ১৩-র অজানা এই ফিচারগুলি সম্পর্কে জানেন? স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে দিতে পারে

Next Article