বিপুল জনপ্রিয়তা পাওয়া Vivo Y200 5G স্মার্টফোন লঞ্চ হচ্ছে মহানবমীর দিন, ফাঁস হয়ে গেল ফিচার থেকে দাম

Vivo Y200 5G Offers: কোম্পানির তরফে জানানো হয়েছে, ফোনে অরা লাইট সাপোর্ট করা হবে। এর আগে Vivo V29-এ Aura Light দেওয়া হয়েছিল, যা সাধারণ ফ্ল্যাশ লাইটের থেকে অনেক বেশি উজ্জ্বল, যার কারণে রাতে খুব ভাল ছবি ওঠে। এছাড়াও এই লাইটটি রঙ পরিবর্তন করতে পারে। এতেও তাই আছে।

বিপুল জনপ্রিয়তা পাওয়া Vivo Y200 5G স্মার্টফোন লঞ্চ হচ্ছে মহানবমীর দিন, ফাঁস হয়ে গেল ফিচার থেকে দাম
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 1:42 PM

Vivo শীঘ্রই একটি নতুন ফোন ভারতীয় বাজারে আনতে চলেছে। তা ইতিমধ্যেই বলিউল অভিনেত্রী সারা আলী খানের হাতে দেখা যাচ্ছে। আর সেই থেকেই বিভিন্ন রিপোর্ট প্রকাশ পেয়েছে। তা থেকে জানা যাচ্ছে, Vivo একটি শক্তিশালী ক্যামেরা ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ফোনটির নাম হবে Vivo Y200। ফোনটি 23 অক্টোবর 2023 দুপুর 12 টায় লঞ্চ হবে। এটি একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট হবে। যদিও কোম্পানি অফিসিয়ালি এই ফোনটার বাজারে আসা নিয়ে মুখ খুলেছে। কোম্পানির দাবি, এটি স্টাইলিশ ফোন হতে চলেছে। এর ডিজাইনের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এতে শক্তিশালী ক্যামেরা সেটআপ দেওয়া হবে।

দাম কত হতে পারে এই আসন্ন ফোনের?

কোম্পানির তরফে জানানো হয়েছে, ফোনে অরা লাইট সাপোর্ট করা হবে। এর আগে Vivo V29-এ Aura Light দেওয়া হয়েছিল, যা সাধারণ ফ্ল্যাশ লাইটের থেকে অনেক বেশি উজ্জ্বল, যার কারণে রাতে খুব ভাল ছবি ওঠে। এছাড়াও এই লাইটটি রঙ পরিবর্তন করতে পারে। এই লাইট ব্যবহার করার ফলে আপনি ডিস্কো আলোর মতো ফটো এবং ভিডিয়ো তৈরি করতে পারবেন। কোম্পানির দাবি অনুযায়ী, Vivo Y200-এ একটি দুর্দান্ত ক্যামেরা রয়েছে। ফোনটি আপনি গোল্ড এবং সবুজ এই দুটি রঙে কিনতে পারবেন। ফোনটি ভারতে 24,000 টাকা থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজে পেয়ে যাবেন।

এতে আর কী কী ফিচার থাকবে?

ফোনটিতে একটি 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ফোনে Snapdragon 4 Gen 1 চিপসেট দেওয়া হবে। ফোনটি Android 13 ভিত্তিক Funtouch OS সাপোর্ট করে। ফোনটি 64 মেগাপিক্সেল সাপোর্ট সহ আসবে। এছাড়াও একটি 2 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে। ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি 4800mAh ব্যাটারি সহ আসবে। ফোনটি 44W চার্জ সাপোর্ট করবে বলেই মনে করা হচ্ছে। এর ওজন হবে 190 গ্রাম এবং পুরুত্ব হবে 7.69 মিমি।