আগের ভার্সনের থেকেও সস্তা দামে আসছে Nothing Phone 2a, গুগলে চলছে দেদার সার্চ
Nothing Phone 2a Price: নতুন ফোনের নাম হবে Nothing Phone 2a, যেটি Nothing এর স্কোয়াডের তৃতীয় স্মার্টফোন হতে চলেছে। যদিও কোম্পানি তার পরবর্তী স্মার্টফোন সম্পর্কে বেশি তথ্য দেয়নি, তবুও এই ফোনের ফাঁস হওয়া অনেক স্পেসিফিকেশন নিয়ে অনলাইন মিডিয়ায় আলোচনা তুঙ্গে।

নাথিং (Nothing) কোম্পানি খুব শীঘ্রই তাদের তৃতীয় স্মার্টফোনও লঞ্চ করতে চলেছে। এর নতুন ফোনের নাম হবে Nothing Phone 2a, যেটি Nothing এর স্কোয়াডের তৃতীয় স্মার্টফোন হতে চলেছে। যদিও কোম্পানি তার পরবর্তী স্মার্টফোন সম্পর্কে বেশি তথ্য দেয়নি, তবুও এই ফোনের ফাঁস হওয়া অনেক স্পেসিফিকেশন নিয়ে অনলাইন মিডিয়ায় আলোচনা তুঙ্গে।
Nothing Phone 2a-এর আগের ফোন হল Nothing Phone 2। এবার এই Nothing Phone 2-এর থেকে একটু বেশি বাজেট ফ্রেন্ডলি হতে পারে। রিপোর্ট অনুযায়ী, ভারতে এই ফোনের দাম প্রায় 35,000 টাকা হতে পারে। তবে এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম প্রায় 32,000 টাকা হতে পারে। কোম্পানি এই ফোনটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অর্থাৎ MWC 2024 ইভেন্টের সময় লঞ্চ করতে পারে, যা ফেব্রুয়ারির শেষে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ কী থাকবে এই ফোনে?
ফাঁস হয়ে যাওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে একটি 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, যার রিফ্রেশ রেট হবে 120Hz। ফোনে প্রসেসরের জন্য MediaTek Dimensity 7200 SoC চিপসেট ব্যবহার করা যেতে পারে। এই ফোনটি 8GB RAM + 128GB এবং 12GB RAM + 256GB এই দু’টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনটি কালো এবং সাদা দুটি রঙে লঞ্চ হতে পারে।
ক্যামেরা কেমন হবে?
এছাড়াও এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রথম ক্যামেরাটি 50MP Samsung ISOCELL S5KGN9 সেন্সর সহ লঞ্চ করা যেতে পারে এবং দ্বিতীয় ক্যামেরাটি 50MP ISOCELL JN1 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে হতে পারে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই ফোনে 4290 mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এই ফোনের মাইক্রোসাইট ইতিমধ্যেই Flipkart-এ দেখা যাচ্ছে। ফলে সেখান থেকে এটা আশা করা যেতেই পারে, এই ফোনটি Flipkart-এ বিক্রি হবে।
