WhatsApp Language Translation: হোয়াটসঅ্যাপে এবার চ্যাট করুন নিজের ভাষায়, শিখতে হবে না নতুন ভাষা
WhatsApp Language Translation Features: হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য সময়ে সময়ে আনেক আপডেট আনতে থাকে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে, যার মাধ্যমে আপনি আপনার নিজের ভাষায় কথা বলতে পারবেন।

WhatsApp Latest Features: আজকের বিশ্বে হোয়াটসঅ্যাপ ব্য়বহার করেন না, বা স্মার্টফোন ব্য়বহার করেন অথচ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। হোয়াটসঅ্যাপ একটি ইন্সট্য়ান্ট মেসেজিং অ্যাপ, যার মাধ্যমে সহজেই দূর দেশে বসে থাকা মানুষের সঙ্গে কথা বলা যায়। তাও আবার কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই। আপনি সহজেই কল করা, মেসেজ পাঠানো, ডকুমেন্ট পাঠানো এবং এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর মতো কাজগুলিও করতে পারেন ৷ আপনাকে হোয়াটসঅ্যাপের এমন একটি ফিচার সম্পর্কে জানেনো হবে, যা হয়তো এখনও পর্যন্ত আপনি জানেন না। হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য সময়ে সময়ে আনেক আপডেট আনতে থাকে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে, যার মাধ্যমে আপনি আপনার মাতৃ ভাষায় কথা বলতে পারবেন। এর বাইরে যদি আপনার বন্ধুরা বিদেশে থাকে তাহলে হোয়াটসঅ্যাপের এই ফিচারটি আপনার জন্য খুবই উপযোগী হবে। এর জন্য আপনাকে নতুন কোনও ভাষা শেখার দরকার নেই। তবে চলুন জেনে নিন আপনি এই ফিচারটি কীভাবে ব্যবহার করবেন।
হোয়াটসঅ্যাপে যেকোনও বার্তাকে এভাবে অনুবাদ করুন:
প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ খুলতে হবে এবং তারপরে আপনি যাকে মাসেজ পাঠাতে চান তার চ্যাট খুলতে হবে।
তারপর আপনি যে মেসেজটি পাঠাতে চান তা লিখতে হবে।
এখন সম্পূর্ণ মেসেজটি সিলেক্ট করুন। এরপর একটি মেনু আসবে যেখানে আপনাকে More অপশনটি ক্লিক করতে হবে।
এরপর Translate অপশনটি ক্লিক করুন।
তারপর একটি পপ-আপ উইন্ডো আসবে যেখানে মেসেজটি অনুবাদ করা হবে। আপনি আপনার মতো করে অনুবাদের ভাষা পরিবর্তন করতে পারেন।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হোয়াটসঅ্যাপে মোট 11টি ভারতীয় ভাষা পাওয়া যাচ্ছে। ইংরেজি ছাড়াও হিন্দি, গুজরাটি, তামিল, পাঞ্জাবি, তেলেগু, উর্দু, হিন্দি, বাংলা, কন্নড় এবং মালায়ালাম ভাষা হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছে। আপনি এই ভাষাগুলির যেকোনও একটি সিলেক্ট করতে পারেন। তবে এই ফিচারটি শুধুমাত্র WhatsApp ভার্সন 2.20.206.24 এবং তার উপরে Android এবং 2.20.70 এবং iPhone-এ পাবেন।
