এখন PAN Card-এর ভুল ঠিকানা বদলাতে পারবেন Aadhaar-এর সাহায্যে , বাড়ি বসে 5 মিনিটের কাজ

PAN Card Address Change: এখন আপনি Aadhaar কার্ডের সাহায্যে প্যান কার্ডের ঠিকানা বদলাতে পারেন। খুব সহজে বাড়িতে বসেই কাজটি কীভাবে করবেন, জেনে নিন।

এখন PAN Card-এর ভুল ঠিকানা বদলাতে পারবেন Aadhaar-এর সাহায্যে , বাড়ি বসে 5 মিনিটের কাজ
প্যান কার্ডের সাহায্যে কীভাবে আধার কার্ডের ঠিকানা বদলাবেন?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 4:51 PM

PAN Card ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট। দশ ডিজিটের এই আলফানিউমেরিক নম্বরটিকে একটি ল্যামিনেটেড কার্ডের আকারে দেশবাসীকে দেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। যিনি অ্যাপ্লাই করবেন, তিনিই পেয়ে যাবেন কার্ডটি, যাতে থাকবে দশ ডিজিটের PAN Number। কোনও ব্যক্তির যে কোনও লেনদেনের সঙ্গে আয়কর বিভাগকে লিঙ্ক করতে দেয় PAN Card। সেই সব লেনদেনের মধ্যে রয়েছে ট্যাক্স পেমেন্ট, TDS/TCS ক্রেডিট, ইনকাম রিটার্ন, নির্দিষ্ট কিছু ট্রানজ়াকশন, করেসপনডেন্স-সহ আরও অনেক কিছু। এই সব কিছুর মধ্যে দিয়েই আয়কর বিভাগের সঙ্গে কোনও ব্যক্তির জন্য শনাক্তকারীর ভূমিকা পালন করে।

অন্য দিকে Aadhaar হল একটি 12 সংখ্যার নম্বর, যা সরকারের তরফে ভারতীয়দের কাছে পৌঁছে দেয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। 12 সংখ্যার Aadhaar Number হল একজন ভারতীয়ের পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র, যা ভারতের যে কোনও জায়গায় দেখানো যাবে। এখন PAN ও Aadhaar লিঙ্কিং যে বাধ্যতামূলক, তা নিশ্চয়ই জেনে গিয়েছেন। যাঁরা এখনও পর্যন্ত এই দুই পরিচয়পত্রের সংযুক্তিকরণ করেননি, তাঁদের এই কাজটি করার শেষ দিন হল 31 মার্চ, 2023। এই সময়ের মধ্যে PAN Aadhaar Linking না করলে প্যান কার্ডটি অকেজো হয়ে যেতে পারে। ওই সময় কালের মধ্যে লিঙ্কিংয়ের কাজটি না করলে 1,000 টাকা জরিমানাও দিতে হতে পারে।

PAN Card এখন যেখানে খুবই গুরুত্বপূর্ণ, সেখানে এই পরিচয়পত্রে যদি কোনও ভুলচুক থাকে, তাহলে আপনাকে তা করিয়ে নিতে হবে। কারণ, চলতি বছরের বাজেটে ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনও ডিজিটাল লেনদেনের জন্য PAN কার্ডকে একমাত্র মান্যতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখন আপনার PAN Card-এ যদি ঠিকানা ভুল থাকে, তাহলে আপনি তা Aadhaar-এর মাধ্যমেও বদলাতে পারেন। কীভাবে তা সম্ভব, সেই প্রক্রিয়াটিই আজ আমরা দেখে নেব।

Aadhaar-এর মাধ্যমে PAN কার্ডের ঠিকানা বদলাবেন কীভাবে?

1) PAN Card-এর ঠিকানা পরিবর্তন করতে আপনাকে যেতে হবে UTI ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের অফিসিয়াল পোর্টালে।

2) সেখানে আপনাকে PAN নম্বর, Aadhaar নম্বর, ইমেল আইডি এবং মোবাইল নম্বর-সহ যাবতীয় তথ্যগুলি দিয়ে দিতে হবে।

3) আধার কার্ডের মাধ্যমে প্যান কার্ডের ঠিকানা বদলাতে আপনাকে ‘Aadhaar Base e-KYC Address Update’ অপশনে ক্লিক করতে হবে।

4) এবার ক্যাপচা কোড দিয়ে শর্তাদি মেনে নিতে হবে।

5) ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।

6) আধারের সঙ্গে আপনার যে মোবাইল নম্বর বা ইমেল আইডি লিঙ্ক করা রয়েছে, সেখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP পাঠানো হবে।

7) এই সবকটা পদ্ধতি যদি আপনি ঠিকঠাক ভাবে মানতে পারেন, তাহলে Aadhaar-এর ঠিকানা অনুযায়ী আপনার PAN Card-এর ঠিকানাও আপডেটেড হয়ে যাবে।

8) Aadhaar অনুযায়ী আপনার PAN-এর ঠিকানাও যে আপডেটেড হয়েছে, তা নিশ্চিত করে আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বরে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে।