AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ChatGPT Prompt Engineer: একটু মাথা খাটাতে হবে! ChatGPT-র এই স্কিল শিখে নিলেই বছরে 2 কোটি টাকার বেশি উপার্জন

Prompt Engineering ChatGPT Skill: এখন চ্যাটজিপিটির প্রাথমিক কয়েকটা স্কিল জেনে রাখলে আপনি বছরে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করতে পারবেন। তার মধ্যেই অন্যতম হল Prompt Engineering। কীভাবে এটি শিখবেন, কীভাবে এখান থেকে টাকা রোজগার করবেন, জেনে নিন সব তথ্য।

ChatGPT Prompt Engineer: একটু মাথা খাটাতে হবে! ChatGPT-র এই স্কিল শিখে নিলেই বছরে 2 কোটি টাকার বেশি উপার্জন
প্রম্পট ইঞ্জিনিয়ার হতে কী করতে হবে, জেনে নিন।
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 11:57 AM
Share

Earn Money Online: ChatGPT মানুষের রোজগারের পথ সুগম করেছে। পথ উপার্জনের সেই রাস্তা থেকে আপনিই বা বঞ্চিত থাকবেন কেন? ChatGPT থেকে যেখানে অনেক মানুষই রোজগার করছেন। তবে সেই রোজগারের রাস্তা এক একজনের জন্য এক একরকম। এহেন চ্যাটজিপিটি-ই আপনাকে দিয়ে একটি বিরল কাজ করাতে পারে। আর তার পরিবর্তে আপনি বছরে 335,000 মার্কিন ডলার বা 2,74,57,069 টাকা পর্যন্ত রোজগার করতে পারেন! ইয়ার্কিং নয়, সত্যিই পারেন। কিন্তু তার আগে আপনাকে একটা বিশেষ কাজ শিখতে হবে। Prompt Engineering-এর বিষয়ে জানেন? নামটা শুনে আপনার বিরাট কিছু মনে হলেও আদতে তা কিন্তু নয়। প্রম্পট ইঞ্জিনিয়ার হতে আপনাকে জাস্ট মাথাটা একটু খাটাতে হবে!

আসলে, AI মডেল থেকে পছন্দসই রেজ়াল্ট পেতে আপনাকে প্রম্পট তৈরি করতে হবে। আর সেই প্রম্পট তৈরি করার কাজটা আপনাকে শিখতে হবে। সম্প্রতি Anthropic নামের একটি সংস্থা নতুন এক রোল সম্পর্কে বিজ্ঞাপন দিয়েছে। Prompt Engineer And Librarian-এর সেই কাজের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সংস্থাটি তার কর্মীদের 1,43,43,612 টাকা থেকে 2,74,57,069 টাকা পর্যন্ত প্রতি বছরে বেতন দিচ্ছে। এখন এই পরিমাণ বেতনই হল মার্কিন যুক্তরাষ্ট্রের একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের থেকেও বেশি। এক্কেবারে নতুন ফিল্ড, এই ফিল্ডে কীভাবে আপনি কাজ শিখবেন, কীভাবেই বা অর্থ উপার্জন করবেন, সেই বিষয়গুলি নিয়ে জানার আগ্রহ হবে যে কারও।

একজন প্রম্পট ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে বিভিন্ন পদ্ধতি এবং কৌশল ব্যবহার করে AI মডেলের কার্যকারিতা বাড়াতে হবে। মূল যে কাজটি আপনাকে শিখতে হবে, তা হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রাথমিক জ্ঞানার্জন। তারপরে বিভিন্ন নতুন ল্যাঙ্গুয়েজ মডেলগুলি যেমন, ChatGPT 3 এবং ChatGPT 4 সম্পর্কেও সম্যক ধারণা থাকতে হবে। একজন প্রম্পট ইঞ্জিনিয়ার-কে কী-কী কাজ করতে হয়, কীভাবে আপনি একজন প্রম্পট ইঞ্জিনিয়ার হবেন, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

Prompt Engineerদের কী-কী কাজ করতে হয়?

* স্পিচ প্যাটার্ন এবং ট্রেন্ড সনাক্ত করতে ডেটা অ্যানালাইজ় করা। সেই সব ডেটার সেট ব্যবহার করে নতুন প্রম্পট তৈরি করা।

* পূর্বনির্ধারিত সরঞ্জাম এবং কৌশল ব্যবহার করে নতুন ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করা।

* বিভিন্ন উদাহরণ, সেরার সেরা অনুশীলন এবং নির্দেশিকা ব্যবহার করে নতুন ল্যাঙ্গুয়েজ মডেলগুলির ডকুমেন্টেশন তৈরি করা।

* বাগ এবং হিডেন এবিলিটিজ় খোঁজার জন্য AI সিস্টেমের পরীক্ষা করতে গদ্য লেখা।

* নতুন ল্যাঙ্গুয়েজ মডেলের ইন্টিগ্রেশন নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করা।

* পরবর্তীতে সেই সব মডেলগুলির পারফরম্যান্স মনিটর করা এবং যে যে জায়গায় উন্নতির প্রয়োজন, সেগুলি খুঁজে বের করা।

Prompt Engineer হবেন কীভাবে?

* একজন প্রম্পট ইঞ্জিনিয়ারকে অতি অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কোডিং সম্পর্কে জানতে হবে। তার মানে এই নয় যে, আপনাকে বড়সড়, জটিল কোড লিখতে হবে। তার জন্য সফটওয়্যার এক্সপার্টরা আছেন। আপনাকে কিছু টেকনিক জেনে রাখতে হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কাজগুলি করায়ত্ত করতে।

* ডেটা ইঞ্জিনিয়ারদের সহযোগিতা করার জন্য একজন প্রম্পট ইঞ্জিনিয়ারের প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণাগুলি থাকতে হবে। এদিকে কেরিয়ার গড়তে পাইথন সম্পর্কিত বেসিক বিষয়গুলি শিখতে হবে।

* টেক্সট প্রসেসিং, মডেল ট্রেনিং অ্যান্ড অপটিমাইজ়েশন, ফিচার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি মেশিন লার্নিং এবং ন্যাচেরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সংক্রান্ত বিষয়গুলি শিখতে হবে।

* সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মডেল থেকে ইউজ়ার-সেন্ট্রিক আউটপুট পেতে কী করণীয়, সেই বিষয়টি শিখতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রম্পট শিখতে হবে এবং তা অনুশীলনও করতে হবে। পারফরম্যান্স উন্নত করতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মডেল কীভাবে ফাইন টিউন করা যায়, তা-ও শিখতে হবে।

* আর একটা বিষয় মাথায় রাখতে হবে। তা হল, একজন প্রম্পট ইঞ্জিনিয়ারকে আকর্ষণীয় একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, যা তা অভিজ্ঞতা এবং দক্ষতা তুলে ধরতে পারে। তাঁর কমিউনিকেশন স্কিলও খুব ভাল হতে হবে, যা সবথেকে বেশি পরিমাণে দরকার। ইন্ডাস্ট্রির ট্রেন্ড এবং লেটেস্ট AI রিসার্চ সম্পর্কেও অবগত থাকতে হবে প্রতি মুহূর্তে।