ভয়ঙ্কর QR Code কেলেঙ্কারি! সর্বস্বান্ত হতে পারেন, বাঁচার উপায়?

QR Code Scam: এখানেই লুকিয়ে রয়েছে বিপদ। পেমেন্টের সময় আপনারা যে QR কোড স্ক্যান (QR Code Scan) করেন, এবার তাতেও চলছে কেলেঙ্কারি। তাই জেনে নেওয়া যাক এই QR কোড স্ক্যাম আসলে কী-

ভয়ঙ্কর QR Code কেলেঙ্কারি! সর্বস্বান্ত হতে পারেন, বাঁচার উপায়?
এখানেই লুকিয়ে অর্থহানির ঝুঁকি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2022 | 1:52 PM

QR Code Scam: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন পেমেন্টের (Online Payment) চাহিদা। এখন পকেটে টাকাপয়সা থাকলেও চলে না। কোনও পণ্য বা পরিষেবার মূল্য সেকেন্ডে অনলাইনে মিটিয়ে দেন গ্রাহকরা। আর এখানেই লুকিয়ে রয়েছে বিপদ। পেমেন্টের সময় আপনারা যে QR কোড স্ক্যান (QR Code Scan) করেন, এবার তাতেও চলছে কেলেঙ্কারি। সম্প্রতি এই স্ক্যামের ঘটনাগুলি সামনে আসতে শুরু করেছে। এক্ষেত্রে, আপনি QR কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনার টাকা চলে যাচ্ছে স্ক্যামারদের অ্যাকাউন্টে।

প্রথনেই জানুন QR কোড কি?

QR কোড একটি মেশিন-পাঠযোগ্য অপটিক্যাল বারকোড। যার মধ্যে একটি নির্দিষ্ট আইটেম সম্পর্কিত তথ্যযুক্ত করা হয়। এই তথ্য ‘হাইপারটেক্সট’ আকারে হয়। QR কোডের পুরো নাম হল কুইক রেসপন্স কোড এবং এটি স্ট্যান্ডার্ড UPC বারকোডের চেয়ে দ্রুত পঠনযোগ্য। এটি অন্যান্য বারকোডের চেয়ে বেশি জনপ্রিয়।

এতেই চলছে কেলেঙ্কারি

কীভাবে হয় এই QR কোড স্ক্যাম (QR Code Scam)?

এই QR কোড নিয়ে কেলেঙ্কারি নতুন নয়। এর আগেও অনেক সময় মানুষ এই প্রতারণার শিকার হয়েছে। তাই জেনে নেওয়া যাক এই QR কোড স্ক্যাম আসলে কী অর্থাৎ ধরুন কেউ আপনার থেকে কিছু কিনল, সেই বাবদ তার আপনাকে টাকা দেওয়ার কথা। কিন্তু সে বলল, আপনি তার থেকে যত টাকা পাবেন, সেটা QR কোড স্ক্যান করে, তাকে OTP দিয়ে দিন, তাহলে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং তা আপনার কাছে চলে আসবে। কিন্তু ঘটবে এর ঠিক উল্টোটা। টাকা কাটবে আপনার অ্যাকাউন্ট থেকেই। এভাবেই প্রতারকরা QR কোড এর মাধ্যমে প্রতারণা করছে। প্রতারকরা এই ক্ষেত্রে ভান করেন যে, তাঁরা আপনাকে QR কোড এর মাধ্যমে টাকা পাঠাচ্ছে।

প্রতারণার হাত থেকে বাঁচতে কী-কী করবেন?

যাঁকে আপনি চেনেন না তাঁকে কখনও নিজের UPI ID বা ব্যাংক ডিটেলস দেবেন না। কারও সঙ্গে কোনও OTP শেয়ার করবেন না। অনলাইনে কারও থেকে কিছু কেনার আগে সেই ব্যক্তির পরিচয় যাচাই করুন। পারলে ক্যাশ টাকায় লেনদেন করুন, কাউকে টাকা পাঠানোর আগে QR কোড স্ক্যানার দিয়ে যাঁকে টাকা পাঠাচ্ছেন তাঁর পরিচয় যাচাই করে নিন। দরকার না পড়লে ফোন নম্বর শেয়ার করবেন না। একটি QR কোড স্ক্যান করার পর যদি আপনাকে কোনও অজানা ওয়েবসাইটে ফের যেতে বলা হয় তাহলে সতর্ক থাকুন।