Calcutta High Court: ‘এই শেষবারের জন্য অনুমতি দিচ্ছি…’, শুভেন্দুকে কেন বললেন বিচারপতি?

Calcutta High Court: হাওড়ার শ্যামপুরে কামারপুর রোড। দেউলি বাজার জংশন এলাকায় বুধবার সভা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু যে মাঠে সভা হবে সেখানে যাওয়ার জন্য রাস্তা অত্যন্ত সরু। ফলে সেখানে Z ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে বিরোধী দলনেতার কনভয় ঢোকা-বেরনো কষ্টকর।

Calcutta High Court: 'এই শেষবারের জন্য অনুমতি দিচ্ছি...', শুভেন্দুকে কেন বললেন বিচারপতি?
শুভেন্দু অধিকারীকে নির্দেশ বিচারপতিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2024 | 12:31 PM

কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় পুলিশি অনুমতি না মেলার বিষয়টি নতুন নয়। বিভিন্ন ক্ষেত্রেই সভার অনুমতি মেলে না। ঠিক তেমনই, সেই জনসভা করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়টিও শুভেন্দুর ক্ষেত্রে নতুন নয়। এবার হাওড়ার শ্যামপুরে জনসভা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। সভার অনুমতি দিলেও সতর্ক হতে নির্দেশ কোর্টের। “মুচলেকা দিলে জীবন বাঁচানো যায় না।” মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

হাওড়ার শ্যামপুরে কামারপুর রোড। দেউলি বাজার জংশন এলাকায় বুধবার সভা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু যে মাঠে সভা হবে সেখানে যাওয়ার জন্য রাস্তা অত্যন্ত সরু। ফলে সেখানে Z ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে বিরোধী দলনেতার কনভয় ঢোকা-বেরনো কষ্টকর। আদালতে এমন যুক্তি দেয় পুলিশ। পাল্টা আদালতে বিজেপির আইনজীবী সওয়াল করেন, নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না। এমনকী, মুচলেকা দেওয়ারও দাবি করেন তিনি।

এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “মুচলেকা দেওয়ার পরও যদি কোনও ঘটনা ঘটে যায়, তারপরও জীবন বাঁচানো যায় না। ওই মাঠে হাজার দেড়েক লোক নিয়ে সভা করতে পারবে বিজেপি। শুধু বিরোধী নেতা ছাড়া আর কেউ গাড়ি নিয়ে মাঠের কাছাকাছি যেতে পারবেন না। সবাইকে হেঁটে যেতে হবে বড় রাস্তা থেকে।” একই সঙ্গে বিচারপতির মন্তব্য, “এই শেষবারের জন্য অনুমতি দিচ্ছি। জাতীয় সড়কের ধারে সভা করলেও আমি অনুমতি দেব। কিন্তু এরপরে সভার জন্য অন্তত ২০ মিটারের কম চওড়া রাস্তা হলে, সেখানে সভার অনুমতি দেওয়া হবে না।” কারণ বিচারপতির যুক্তি,  জেড ক্যাটাগরি ভিআইপি-র কোন ঘটনা ঘটে গেলে পুলিশের কিছু করার থাকবে না।