AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reliance Jio-র কাছে জোর ধাক্কা খেল Airtel, 2 লাখেরও বেশি 5G টাওয়ার বসিয়ে শীর্ষে

Jio 5G BTS Tower: এখনও পর্যন্ত দেশে 2.81 লক্ষ BTS অর্থাৎ 'বেস ট্রান্সসিভার স্টেশন' (Base Transceiver Station) টাওয়ার ইনস্টল করেছে। তার মধ্যে Jio একাই 2.28 লক্ষ BTS টাওয়ার স্থাপন করেছে, যা ভারতে স্থাপিত মোট 5G টাওয়ারের 81 শতাংশ। এই তালিকায় অনেকটাই পিছিয়ে রয়েছে এয়ারটেল।

Reliance Jio-র কাছে জোর ধাক্কা খেল Airtel, 2 লাখেরও বেশি 5G টাওয়ার বসিয়ে শীর্ষে
রেকর্ড সংখ্যক 5G টাওয়ার বসিয়ে তাক লাগাল JIO।
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 8:51 PM
Share

5G নেটওয়ার্ক চালু করার দিক থেকে Airtel-কে টপকে গেল Reliance Jio। এখনও পর্যন্ত দেশে 2.81 লক্ষ BTS অর্থাৎ ‘বেস ট্রান্সসিভার স্টেশন’ (Base Transceiver Station) টাওয়ার ইনস্টল করেছে। তার মধ্যে Jio একাই 2.28 লক্ষ BTS টাওয়ার স্থাপন করেছে, যা ভারতে স্থাপিত মোট 5G টাওয়ারের 81 শতাংশ। এই তালিকায় অনেকটাই পিছিয়ে রয়েছে এয়ারটেল। টেলিকম সংস্থাটি এখনও পর্যন্ত দেশে 52,223টি BTS টাওয়ার স্থাপন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, কি এই বেস ট্রান্সসিভার স্টেশন বা BTS টাওয়ার।

বেস ট্রান্সসিভার রিসিভার কী?

বেস ট্রান্সসিভার রিসিভার হল একটি রেডিও ট্রান্সমিটার। এর মাধ্যমে মোবাইল টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে অ্যান্টেনা ব্যবহার করা হয়। রেডিও লিঙ্ক নেটওয়ার্ক এবং মোবাইল ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ বজায় রাখতে সাহায্য করে একটি বেস স্টেশন।

সংসদে সরকারের পক্ষ থেকে 5G বেস ট্রান্সসিভার স্টেশনগুলির বিষয়ে একটি উত্তর দেওয়া হয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে, Airtel দিল্লিতে মাত্র 2310 বিটিএস ইনস্টল করেছে। সেই জায়গায় Jio 8,204 BTS টাওয়ার ইনস্টল করেছে রাজধানীতে। এদিকে মুম্বইতে 5G BTS টাওয়ারের সংখ্যা যেখানে 5167, তার মধ্যে Jio 3953টি এবং Airtel 1214টি BTS টাওয়ার ইনস্টল করেছে।

এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে 28,876টি BTS টাওয়ারের মধ্যে 23,527টি Reliance Jio-র নেটওয়ার্কের অন্তর্গত। এয়ারটেল সেখানে 5,349টি বিটিএস টাওয়ার স্থাপন করেছে। লখনউতে 2,500টি 5G বিটিএস টাওয়ারের মধ্যে 2 হাজারটি রিলায়েন্স জিওর।

এখনও পর্যন্ত হরিয়ানায় 5G নেটওয়ার্ক চালু করার ক্ষেত্রে মোট 11660 BTS টাওয়ার ইনস্টল করা হয়েছে। তার মধ্যে Reliance Jio একাই 9480টি বিটিএস টাওয়ার ইনস্টল করেছে। অন্য দিকে এয়ারটেল 2180টি BTS টাওয়ার স্থাপন করতে পেরেছে সেখানে। এছাড়া Airtel এখনও পর্যন্ত উত্তরাখণ্ডের আলমোড়া বাগেশ্বর এবং চম্পাওয়াতে 5G BTS টাওয়ার ইনস্টল করতে পারেনি। সেই দিক থেকে দেখতে গেলে এই দুটি জায়গাতেই বিটিএস টাওয়ার ইনস্টল করার নিরিখে অনেকটাই এগিয়ে রিলায়েন্স জিও।