Acer Predator Helios 500 (PH517-52): ভারতে দুর্দান্ত গেমিং ল্যাপটপ নিয়ে এল এসার, ১১তম জেনারেশনের ইনটেল কোর আই৯ প্রসেসর, ৪কে মিনি এলইডি ডিসপ্লে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 06, 2021 | 5:34 PM

Acer New Laptop In India: ভারতে নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করল এসার। কোম্পানির সেই লেটেস্ট ল্যাপটপের দাম ও ফিচার্স জেনে নিন।

Acer Predator Helios 500 (PH517-52): ভারতে দুর্দান্ত গেমিং ল্যাপটপ নিয়ে এল এসার, ১১তম জেনারেশনের ইনটেল কোর আই৯ প্রসেসর, ৪কে মিনি এলইডি ডিসপ্লে
এসার-এর নতুন ল্যাপটপ

Follow Us

সোমবার ভারতে একটি দুর্ধর্ষ ল্যাপটপ লঞ্চ করল এসার। কোম্পানির সেই লেটেস্ট ল্যাপটপের নাম এসার প্রিডেটর হেলিওজ় ৫০০ (পিএইচ৫১৭-৫২) (Acer Predator Helios 500 PH517-52)। এই লেটেস্ট ল্যাপটপে রয়েছে ১১ জেনারেশন ইনটেল কোর আই৯। এই গেমিং ল্যাপটপে ১২০Hz মিনি-LED ডিসপ্লে দেওয়া হয়েছে। থান্ডারবোল্ট ৪ পোর্ট এবং DTS:X Ultra সাউন্ড থাকছে। ইউজারদের কাস্টোমাইজড পারফরম্যান্সের অভিজ্ঞতা দিতে এই ল্যাপটপে রয়েছে একাধিক প্রিলোডেড মোডস। আমেরিকায় সর্ব প্রথম এই ল্যাপটপ লঞচ করা হয়েছিল। তার পরে তা এল ভারতে।

এসার প্রিডেটর হেলিওজ় ৫০০ (পিএইচ৫১৭-৫২) ল্যাপটপের দাম ও উপলব্ধতা

ভারতে এই এসার প্রিডেটর হেলিওজ় ৫০০ (পিএইচ৫১৭-৫২) (Acer Predator Helios 500 PH517-52) ল্যাপটপ লঞ্চ করা হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকায়। আপাতত দেশের সমস্ত এসার অনলাইন স্টোর, এসার এক্সক্লিউসিভ স্টোর্স এবং অন্যান্য অথোরাইজড রিটেল স্টোর্স থেকে এই ল্যাপটপ কিনতে পারবেন কাস্টোমাররা।

এসার প্রিডেটর হেলিওজ় ৫০০ (পিএইচ৫১৭-৫২) স্পেসিফিকেশনস

এই ল্যাপটপে রয়েছে একটি ১৭.৩ ইঞ্চির 4K মিনি LED ডিসপ্লে। এই ডিসপ্লের পাওয়ারের দিকটি নিশ্চিত করছে AUO AMOLED প্রযুক্তি এবং তার রিফ্রেশ রেট ১২০Hz। পারফরম্যান্সের জন্য এই ল্যাপটপে ওভারক্লকেবল ১১ জেনারেশন ইনটেল কোর আই৯ প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে Nvidia GeForce RTX 3080 GPU-র সঙ্গে। এই মেশিনে রয়েছে এক জোড়া PCIe NVMe SSDs RAID 0 এবং একটি SATA HDD। ভর্টেক্স ফ্লো প্রযুক্তি দেওয়া হয়েছে, যা দুটি ফ্যান ব্যবহার করে। তার মধ্যেই রয়েছে, ফিফথ জেনারেশন AeroBlade 3D ফ্যান।

PredatorSense প্রযুক্তি দেওয়া হয়েছে এই ল্যাপটপে, যা লাইট ক্লাস্টার কাস্টোমাইজ করতে পারে এবং কিবোর্ড পার্সোনালাইজ করতে পারে। বিল্ট-ইন পার কি RGB ব্যাকলাইটিং ব্যবহার করেই এই ফিচার দেখাতে পারে ফোনটি। এই ল্যাপটপে রয়েছে WASD কি অ্যাসেম্বলি, যা এসার-এর ম্যাগফোর্স কি-র সাহায্যে কাজ করতে পারে। এর মধ্যে রয়েছে ম্যাগটেক মেকানিকাল সুইচ, যার সাহায্যে গেমাররা রেগুলার কিপ্রেস ফাংশন ট্রান্সফর্ম করতে পারে জয়স্টিক মেকানিজ়মে।

কানেক্টিভিটির দিক থেকে এই ল্যাপটপে রয়েছে একটি HDMI 2.1, mini-DP1.4, দুটি USB Type-C থান্ডারবোল্ট ৪, তিনটি USB 3,2 জেনারেশন ২ পোর্টস, যেগুলি অফলাইন চার্জিং সপোর্ট করে এবং একটি RJ45 পোর্টও রয়েছে। এই ল্যাপটপে রয়েছে একটি ইনটেল কিলার ই৩১০০ ইথারনেট কন্ট্রোলার, ইনটেল ওয়াই-ফাই AX1650 এবং এনহ্যান্সড কানেক্টিভিটি অভিজ্ঞতার জন্য থাকছে দ্য কিলার ইনটেলিজেন্স সেন্টার।

আরও পড়ুন: Earbuds: ভারতে এই চারটি ইয়ারবাডসের দাম সাধ্যের মধ্যেই, রইল তালিকা, দেখে নিন কোন কোন ইয়ারবাডস রয়েছে

আরও পড়ুন: Oppo Pad: ভারতে লঞ্চ হতে পারে ওপ্পোর প্রথম ট্যাবলেট, কবে এই ট্যাব আসছে দেশে?

আরও পড়ুন: WhatsApp Tips: জাস্ট একটা মিসড কল! রেজিস্টার হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কী ভাবে, জেনে নিন

Next Article