Apple Watch Crash Detection: রাতের রাস্তায় বেপরোয়া গতি! পোলে ধাক্কা মারার পর চালকের প্রাণ বাঁচাল Apple Watch Series 8

Apple Watch Series 8: ইন্ডিয়ানাপলিসের নোলান অ্যাবেল নামের এক ব্যক্তি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে ক্রেডিট দিচ্ছেন তাঁর সদ্য ক্রয় করা Apple Watch Series 8-কে। তিনি জানিয়েছেন, হাই স্পিডে গাড়ি চালাতে গিয়ে তিনি ধাক্কা মারেন একটি পোলে।

Apple Watch Crash Detection: রাতের রাস্তায় বেপরোয়া গতি! পোলে ধাক্কা মারার পর চালকের প্রাণ বাঁচাল Apple Watch Series 8
অ্যাপল ঘড়ি যখন দুর্ঘটনা থেকেও মানুষকে বাঁচিয়ে নিয়ে আসে। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 2:25 PM

Crash Detection Feature: সম্প্রতি ক্র্যাশ ডিটেকশন ফিচার নিয়ে এসে চমক দিয়েছে অ্যাপল। আর এই ফিচারটি কেবল মাত্র পাওয়া যাবে Apple Watch Series 8 এবং Ultra এই দুই অ্যাপল ওয়াচে। কী সুবিধা ফিচারটির? এই অ্যাপল ওয়াচ ফিচারের সাহায্যে গ্রাহকরা গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হলে তাঁকে উদ্ধারের জন্য কেউ আসবেন। ইন্ডিয়ানাপলিসের নোলান অ্যাবেল নামের এক ব্যক্তি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে ক্রেডিট দিচ্ছেন তাঁর সদ্য ক্রয় করা Apple Watch Series 8-কে। তিনি জানিয়েছেন, হাই স্পিডে গাড়ি চালাতে গিয়ে তিনি ধাক্কা মারেন একটি পোলে। ঘড়িটি মাত্র এক সপ্তাহ আগেই তিনি ক্রয় করেন। কিন্তু সেই এক সপ্তাহ পুরনো অ্যাপল ওয়াচই তাঁর প্রাণ বাঁচাল, যা ব্যবহার করে তিনি দুর্ঘটনার পর কল করতে সক্ষম হন।

সচেতন থাকার জন্য লড়াই করার সময়, নোলান অ্যাপল ওয়াচের হ্যাপটিক প্রতিক্রিয়া অনুভব করেছিলেন। তিনি দুর্ঘটনাস্থলেই আছেন কি না, তা জিজ্ঞেস করছে এমন একটি ভয়েসও শুনতে পান। এবিসি নিউজ়ের কাছে নোলান বলেন, “যদি এই ঘড়িটি না থাকত, কে জানে আমার কাছে কারও আসতে কতক্ষণ সময় লাগত।” “কেউ অবশেষে আমাকে খুঁজে পাওয়া গেল দুর্ঘটনার এটি পাঁচ মিনিটের মধ্যেই, কারণ আমার কাছে EMS ছিল।”

অ্যাপলের তরফ থেকে এই ঘড়িটির ক্র্যাশ ডিটেকশন ফিচার হিসেবে বলা হচ্ছে, “যদি আপনার আইফোন বা অ্যাপল ওয়াচ একটি গুরুতর গাড়ি দুর্ঘটনা সনাক্ত করে, আপনার ডিভাইস আপনাকে জরুরি পরিষেবার সঙ্গে সংযোগ করতে সাহায্য করবে।”

“ক্র্যাশ ডিটেকশনকে ডিজ়াইন করা হয়েছে গুরুতর গাড়ির ক্র্যাশ সনাক্ত করার জন্য— যেমন সামনে প্রভাব, পার্শ্ব-প্রতিক্রিয়া, পিছনের-প্রান্তে সংঘর্ষ এবং রোলওভার-সেডান, মিনিভ্যান, এসইউভি, পিকআপ ট্রাক এবং অন্যান্য যাত্রীবাহী গাড়ি। যখন একটি গুরুতর গাড়ি দুর্ঘটনা সনাক্ত হয়, তখন আপনার iPhone বা Apple Watch একটি অ্যালার্ম বাজায় এবং একটি সতর্কতা প্রদর্শন করে”, বলে আরও যোগ করছে কুপার্টিনোর এই টেক জায়ান্ট।

মনে রাখতে হবে, ক্র্যাশ ডিটেকশন ফিচারটি শুধুই অ্যাপল ওয়াচে দেওয়া হয়েছে এমনটা নয়। প্লাস, প্রো এবং প্রো ম্যাক্স সহ iPhone 14 মডেলগুলির মধ্যেও ক্র্যাশ সনাক্তকরণ ফিচারটি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, সব ঘড়ি যে আইফোন থেকে স্বাধীনভাবে কাজ করে, এমনটা নয়। আপনি যখন আপনার iPhone থেকে দূরে থাকবেন, তখন ক্র্যাশ ডিটেকশন শুধুমাত্র Apple Watch Series 8 এবং Ultra-র সঙ্গে কাজ করবে।

এ বিষয়ে অ্যাপলের ব্যাখ্যা, “আপনার কাছে আইফোন এবং অ্যাপল ওয়াচ থাকলে জরুরি কল স্লাইডারটি শুধুমাত্র আপনার ঘড়িতেই উপস্থিত হয় ও কলটি সংযুক্ত থাকে এবং আপনার ঘড়ি থেকে কলটির অডিও প্লে হয়।”

এদিকে যখন ক্র্যাশ সনাক্তকরণ বন্ধ হয়ে যায়, ব্যবহারকারীর কাছে অ্যালার্টটি ডিসমিস করার জন্য 20 সেকেন্ড সময় থাকে। কারণ, সেই সময় জরুরি পরিষেবাগুলিতে কল করা হয়। অন্য দিকে সাইক্লিং ক্র্যাশের জন্য অপ্টিমাইজেশনের সাম্প্রতিক সংযোজন সহ ফল ডিটেকশনও যোগ করা হয়েছে অ্যাপল ওয়াচে।