Beats Fit Pro: নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে অ্যাপেল, রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার

ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো এই অডিয়ো ডিভাইসে রয়েছে অ্যাপেল এইচ১ চিপ।

Beats Fit Pro: নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে অ্যাপেল, রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার
এই ইয়ারফোনের দাম কত?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 11:20 PM

অ্যাপেলের নতুন ইয়ারবাডস লঞ্চ হয়েছে। কিছুদিন আগেই থার্ড জেনারেশন এয়ারপডস লঞ্চ করেছিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপেল। এবার লঞ্চ হয়েছে Beats Fit Pro। এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। অ্যাপেলের থার্ড জেনারেশন এয়ারপডসে অবশ্য এই ফিচার ছিল না। অন্যদিকে, Beats Fit Pro ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোনে রয়েছে Apple H1 চিপ।

জানা গিয়েছে, Beats Fit Pro- তে রয়েছে স্প্যাসিয়াল অডিয়ো সাপোর্ট। এছাড়াও এই ট্রু ওয়ারলেস ইয়ারফোনে রয়েছে secure-fit wingtip ডিজাইন। অন্যদিকে আবার জানা গিয়েছে, এই অডিয়ো ডিভাইস IPX4 রেটিং সম্পন্ন, অর্থাৎ এই ইয়ারফোন স্প্ল্যাশ রেসিসট্যান্ট। এদিকে Beats সংস্থা আবার তাদের Beats Solo Pro, Beats EP, Powerbeats— এই তিনটি ইয়ারফোনের উৎপাদন বন্ধ করে দিয়েছে। অ্যাপেল বা বিটস, কোনও ওয়াবসাইটেই আর এই তিনটি ইয়ারফোন দেখা যাবে না।

Beats Fit Pro- এর দাম এবং উপলব্ধতা

জানা গিয়েছে, Beats Fit Pro- এর দাম ১৯৯.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা। এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন কেনা যাবে অ্যাপেলের অনলাইন স্টোর থেকে। গত ৪ নভেম্বর থেকে এই ইয়ারফোনের ডেলিভারি শুরু হয়ে গিয়েছে।Beats Black, Beats White, Sage Gray, Stone Purple— এই চারটি রঙে লঞ্চ হয়েছে Beats Fit Pro।

দেখে নিন Beats Fit Pro- তে কী কী ফিচার রয়েছে

  • অ্যাপেলের এই নতুন ইয়ারফোনে রয়েছে dual-element diaphragm driver। এর সাহায্যে স্পষ্ট, পরিষ্কার এবং ভাল শব্দ শোনা যায়।
  • এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। এছাড়াও রয়েছে অ্যাপেলের H1 chip। এক ডিভাইস থেকে অন্যটায় যেতে এবং একটা অডিয়ো শেয়ারিং সাপোর্ট থেকে অন্যত্র যেতে সাহায্যে করে এই H1 chip।
  • Beats Fit Pro ইয়ারফোনে রয়েছে Spatial অডিয়ো সাপোর্ট এবং dynamic head ট্র্যাকিং টেকনোলজি। এর পাশাপাশি রয়েছে secure-fit wingtips ডিজাইন।
  • এই ইয়ারফোন একটি IPX4 রেটেড ডিভাইস। অর্থাৎ জল এবং ঘামের ক্ষেত্রে এই ইয়ারফোন রেসিসট্যান্ট ডিভাইস।
  • অ্যানড্রয়েড এবং আইওএস স্মার্টফোনে এই ইয়ারফোনে যুক্ত করা যায় ক্লাস ১ ব্লুটুথ কানেক্টিভিটির সাহায্যে। প্রতিটি ইয়ারবাডে রয়েছে একটি মাল্টি ফাংশন বাটন।
  • অ্যানড্রয়েড ডিভাইসের Beats অ্যাপের মাধ্যমে ইউজাররা one touch pairing, customised controls, Fit Test— এইসব নিয়ন্ত্রণ করতে পারেন। এছাড়াও অ্যাপেলের Find My app- এর সাহায্যে Beats Fit Pro ইয়ারফোন লোকেট করা সম্ভব হয়।
  • একবার চার্জ দিলে এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোনে (এএনসি ফিচার চালু থাকলে) ৬ ঘণ্টার উপর চার্জ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা। আর অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার বন্ধ থাকলে প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে।  ইউএসবি টাইপ- সি কেবলের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব। ৫ মিনিট চার্জ দিলে এই ডিভাইস এক ঘণ্টা পর্যন্ত চালু থাকবে বলে দাবি সংস্থার।

আরও পড়ুন- HTC True Wireless Earbuds Plus: ৮৬ ঘণ্টা পর্যন্ত চলবে এই হেডফোন, এমনই দাবি করল এইচটিসি, বিস্তারিত জেনে নিন…