ইদানিং কালে গুগল ফটো প্রায় সকলেই ব্যবহার করেন। আর তার সবথেকে বড় কারণ হল, অনলাইনে ব্যাকআপ রেখে দেয় গুগল ফটো। তার ফলে যে কোনও ছবি বা ভিডিয়ো সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকে। পাশাপাশি আবার পুরনো ফোনটি ছেড়ে নতুন ফোন ব্যবহার করলে এই গুগল ফটোই আপনার সব পুরনো ছবি বা ভিডিয়ো ফিরিয়ে দেবে।
অনেক সময় দেখা যায়, ভুলবশত অনেক জরুরি ছবি বা ভিডিয়ো আমরা ডিলিট করে ফেলি। গুগল ফটো কিন্তু সে সব ব্যাকআপ করে রেখে দেয়। কিন্তু গুগল ফটো থেকেও যদি আপনি কোনও ছবি ডিলিট করে ফেলেন? কী হবে তাহলে? রিকভার করার কি কোনও অপশন আছে? অবশ্যই আছে। গুগল ফটো থেকে কোনও ছবি ডিলিট করে ফেললে তা রিকভারও করতে পারবেন। কী ভাবে, জেনে নিন।
ডিলিট হওয়া ছবি গুগল ফটোজ়ে রিকভার কী ভাবে করবেন
পদ্ধতি ১ – অ্যান্ড্রয়েড মোবাইল, অ্যান্ড্রয়েড ট্যাবলেট থেকে কোনও ছবি বা ভিডিয়ো রিস্টোর করতে গুগল ফটো অ্যাপটি খুলুন।
পদ্ধতি ২ – নীচে লাইব্রেরি অপশনে ট্যাপ করে ট্র্যাশ ফোল্ডারে চলে যান।
পদ্ধতি ৩ – যে ছবি বা ভিডিয়ো রিস্টোর করতে চাইছেন, সেটি সার্চ করুন। একটি ছবি বা ভিডিয়ো টাচ এবং হোল্ড করুন।
পদ্ধতি ৪ – নীচে রিস্টোর অপশনে প্রেস করুন।
পদ্ধতি ৫ – ফোনের গ্যালারি অ্যাপ, গুগল ফটো লাইব্রেরি এবং সর্বোপরি যে অ্যালবামে তা ছিল, সেখানেই ছবি বা ভিডিয়ো মুভ করে যাবে।
পদ্ধতি ৬ – আপনার কম্পিউটারে photos.google.com চলে যান।
পদ্ধতি ৭ – এবার ট্র্যাশ ফোল্ডারে ক্লিক করুন, যা উইন্ডোর ঠিক বাঁ দিকেই দেখত পাবেন।
পদ্ধতি ৮ – এবার যে ছবি বা ভিডিয়ো রিস্টোর করতে চান, সেখানেই কারসর রাখুন এবং তার পরে সিলেক্ট অপশনে ক্লিক করুন।
পদ্ধতি ৯ – উপরের ডান দিকে রিস্টোর অপশনে ক্লিক করুন।
পদ্ধতি ১০ – সেই ডিলিট হওয়া ছবি বা ভিডিয়ো আপনার গুগল ফটো অ্যাকাউন্টে রিস্টোর হয়ে যাবে এবং আগে যে অ্যালবামে ছবিটি ছিল ঠিক সেখানেই পৌঁছে যাবে।
আরও পড়ুন: WhatsApp Tips: শিডিউল করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন কী ভাবে? টিপস জেনে নিন