বারবার অজানা নম্বর থেকে ফোন আসছে? খুবই বিরক্তিকর! এদিকে আবার কিছু করারও নেই। ফোন তো আপনাকে ধরতেই হবে। কারণ সেই অজানা নম্বর থেকে আসা ফোনটি তো আবার গুরুত্বপূর্ণও হতে পারে। সেই সঙ্গেই আবার নম্বরটি ব্লক করাও দুষ্কর ব্যাপার। তার উপরে আবার সবথেকে বড় সমস্যার বিষয়টি হল, অযাচিত ফোন কল বন্ধ করাটাও মুশকিল। তবে তার একটা সহজ সমাধান মিলেছে। সমাধানসূত্রটি জেনে নিতে এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
অজানা নম্বর থেকে ফোন কল বা অযাচিত ফোন কল যে গ্রাহকের কাছে পৌঁছচ্ছে, তার অত্যন্ত সতর্ক থাকা জরুরি। কারণ স্ক্যামিংয়ের রমরমা মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। আর সেই প্রতারকরা ওঁত পেতে থাকার কারণেই আপনাকে অজানা যে কোনও নম্বর থেকে ফোন এলে অতি সতর্ক হতেই হবে।
যে কোনও কলার ফোন নম্বর লুকিয়ে রাখতে পারেন, কী ভাবে?
বিষয়টি বেশ মজার। এখনও পর্যন্ত দুনিয়ায় এমন কোনও কলার আইডি আবিষ্কার হয়নি, যেখানে কোনও কলার তার নম্বরটি লুকিয়ে রাখতে পারে। তাহলে অজানা নম্বর বা Unknown Caller কেন দেখানো হয়? কারণ সেই নম্বর সেভ করা থাকে না। অসৎ উদ্দেশ্য রয়েছে এমন কলার আবার সাধারণ মানুষকে হয়রানি এবং অবৈধ কাজের জন্য সেই নম্বরের অপব্যবহার করে থাকেন।
তাহলে অজানা কলার খুঁজে পাবেন কী ভাব?
প্রতিটি টেলিকম সংস্থার কাছে আমাদের সমস্ত ফোন কল রেকর্ড করা থাকে। সে ক্ষেত্রে কোনও অজানা কলারের সন্ধান করতে হলে সবথেকে ভাল উপায় হল টেলিকম সংস্থার সঙ্গে যোগাযোগ করা।
আইফোনে অযাচিত কল ব্লক করবেন কী ভাবে
প্রথমেই ‘সেটিংস’ অপশনে চলে যান।
নীচের দিকে স্ক্রল করুন।
‘ফোন’ অপশনে ট্যাপ করুন।
‘সাইলেন্স আননোন কলার’ অপশনে ক্লিক করুন।
সবশেষে ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
অ্যান্ড্রয়েডে অযাচিত কল ব্লক করবেন কী ভাবে
প্রথমেই ‘ডায়ালার’ খুলুন।
তার পরে তিনটি ভার্টিকাল ডটে ক্লিক করুন।
‘সেটিংস’ অপশন সিলেক্ট করুন।
‘ব্লক নম্বর’ অপশনে ট্যাপ করুন।
সবশেষে ‘ব্লক আননোন কলার’ অপশনে ক্লিক করুন।
নির্দিষ্ট কোনও নম্বর ব্লক কী ভাবে করবেন
এই ফিচারটি আপনার স্মার্টফোনেই থাকে। বেশির ভাগ ফোনেই নম্বরে ক্লিক করে সেখান থেকে ব্লক করার অপশনটি দেখানো হয়।
আইফোনে নির্দিষ্ট নম্বর কী ভাবে ব্লক করবেন
‘ডায়ালার’ অপশনে চলে যান।
যে নম্বরটি ব্লক করতে চান, তাতে স্ক্রল করুন।
একটা ‘i’ অপশন দেখতে পাবেন।
স্ক্রল ডাউন করে ‘ব্লক’ অপশনটি বেছে নিন।
অ্যান্ড্রয়েড ফোনে নির্দিষ্ট নম্বর কী ভাবে ব্লক করবেন
ডায়ালার অপশনে চলে যান প্রথমে।
এবার ‘রিসেন্ট’ অপশনে ট্যাপ করুন।
যে নম্বরটি ব্লক করবেন, সেটি বাছাই করুন।
এখানেও সেই ‘i’ অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।
স্ক্রল ডাউন করুন।
এবার ‘ব্লক’ অপশনে ট্যাপ করুন।
আরও পড়ুন: পুরনো চ্যাট না হারিয়েও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন কী ভাবে? জেনে নিন
আরও পড়ুন: নির্দিষ্ট জায়গা সেভ করে রাখতে ডক টু বটম ফিচার যোগ হল গুগল ম্যাপে
আরও পড়ুন: বডি টেস্টিং এবং ECG মনিটরিং সাপোর্টেড নতুন স্মার্টওয়াচ নিয়ে আসছে রিয়েলমি