Google For India 2021: ‘হিংলিশ’ ফিচার পেতে চলেছে গুগল পে, হিন্দি-ইংরেজিতে ভয়েস রেকর্ড করেই সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 18, 2021 | 7:00 PM

Google Pay Hinglish Feature: এবার ভয়েস রেকর্ড করেই গুগল পে থেকে যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা। হিন্দি বা ইংরেজি অথবা দুই ভাষা মিলিয়ে ভয়েস রেকর্ড করতে পারবেন গ্রাহকরা।

Google For India 2021: হিংলিশ ফিচার পেতে চলেছে গুগল পে, হিন্দি-ইংরেজিতে ভয়েস রেকর্ড করেই সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে
হিংলিশ ফিচারের ঘোষণা করে একপ্রকার নজির সৃষ্টি করল গুগল পে

Follow Us

ডিজিটাল পেমেন্ট পরিষেবা সরলীকরণে ভারতের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল গুগল। এদিন গুগল ফর ইন্ডিয়া ২০২১ শীর্ষক ইভেন্টে গুগল পে পেমেন্ট অ্যাপের জন্য নতুন ‘হিংলিশ’ (Hinglish) অপশনের পরিচয় করাল এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। ‘হিংলিশ’ শব্দটায় খটকা লাগবে যে কারও! হিন্দি এবং ইংরেজির সংমিশ্রণে কথোপকথনের এক নতুন মাত্রা যোগ হতে চলেছে Google Pay পেমেন্টে অ্যাপে। সারা বিশ্বে এই প্রথম এমনতর নজির সৃষ্টি করল গুগল। ইন্ডাস্ট্রিরও প্রথম পদক্ষেপ বলা যেতে পারে।

গুগল পে-তে এই ‘হিংলিশ’ অপশন ২০২২ সালের প্রথম দিক থেকেই চালু হয়ে যাবে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। গুগল পে-র মাধ্যমে ইন্টার‌্যাকশন আরও স্বজ্ঞাত এবং স্বাভাবিক করার জন্যই কোম্পানির প্রচেষ্টা হল ‘হিংলিশ’-এর প্রবর্তন।

গুগল ইন্ডিয়া-র তরফ থেকে আরও ঘোষণা করা হয়েছে যে, স্পিচ-টু-টেক্সট ফিচারও খুব শিগগিরই লঞ্চ করে যাবে। এর মাধ্যমে ইউজাররা ভয়েস ইনপুট দিয়েই সরাসরি অন্য কোনও ইউজারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। অ্যাকাউন্ট নম্বর এন্টার করার জন্য অ্যাপের মধ্যেই হিন্দি বা ইংরেজিতে তা ভয়েস রেকর্ড করতে পারবেন গ্রাহকরা। কোথাও কোনও ভুলচুক থেকে গেল কি না, পরবর্তীতে গ্রাহককে তা যাচাই করে নেওয়ারও সুযোগ দেবে গুগল পে।

ভারতে গুগল পে-র ভবিষ্যৎ কী? কোন দিকে ফোকাস করে এগিয়ে চলেছে এই পেমেন্ট অ্যাপ? এদিন ভারতে গুগল পে-র প্রডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট অম্বরিশ কেঙ্ঘে এই বিষয়ে বলছিলেন, “ব্যবসার জন্য Google Pay-এ এখন ১০ মিলিয়নেরও বেশি ব্যবসায়ী এবং আরও অনেকে প্রতিদিন ডিজিটাল পেমেন্ট পরিষেবায় আগ্রহ প্রকাশ করছেন। আমরা ব্যবসায়ী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার জন্য গুগল পে অ্যাপ থেকে সরাসরি অনলাইনে উপস্থিতি তৈরির কাজটি আরও সহজ করে দিচ্ছি।”

আগামী কয়েক মাসের মধ্যেই মাই শপ (My Shop) এবং আরও একাধিক ফিচার্স লাইভ হতে চলেছে গুগল পে অ্যাপে। ভারতে সংস্থার ভাইস প্রেসিডেন্ট আরও বলছিলেন, বার্ষিক ভিত্তিতে ১৫ বিলিয়নের বেশি লেনদেনের সঙ্গে, গুগল পে এখন গ্রুপ ফিচার ব্যবহার করে খরচ ভাগাভাগি করে নেওয়ার ক্ষমতাকে সাপোর্ট করে। অর্থের সঙ্গে মানুষ কী ভাবে ইন্টারঅ্যাক্ট করে তা প্রতিফলিত করার জন্য মূল ফিচারটি ঘোষণা করা হয়েছিল, যার নাম বিল স্প্লিট (Bill Split)। এই ফিচার আদতে গুগল পে ব্যবহারকারীদের ব্যয়ভার ভাগাভাগি করতে এবং নিষ্পত্তি করতে সহায়তা করবে।

পাশাপাশি গুগল পে একটি মাই শপ নামক ফিচার নিয়ে হাজির হতে চলেছে, যেখানে ছোট ব্যবসায়ীরা অ্যাপ থেকেই নিজেদের উদ্ভাবনী প্রতিভা শোকেজ় করার সুযোগ পেয়ে যাবেন।

অম্বরিশ কেঙ্ঘে আরও যোগ করে বলছেন, “মাই শপ ফিচার চালু করার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীরা অনায়াসে একটি স্টোরফ্রন্ট তৈরি করতে সক্ষম হবেন, যেখানে তাঁরা ছবি, তাঁদের পণ্যের বিবরণ এবং দামগুলি সহজ এবং স্বজ্ঞাত উপায়ে যোগ করতে পারবেন। তারপর লিঙ্কটি তাঁদের ব্যবসায়িক প্রোফাইলের মাধ্যমে শেয়ার করারও সুযোগ পেয়ে যাবেন। গুগল-এর সমস্ত প্ল্যাটফর্ম এবং অন্যান্য সমস্ত সোশ্যাল সাইটেই লিঙ্ক শেয়ার করতে পারবেন ইউজাররা।”

আরও পড়ুন: ভিডিয়ো মিটিংয়ে এবার ৫০০ জন যোগ দিতে পারবে, নতুন ফিচার যোগ করল গুগল মিট

আরও পড়ুন: শহরের কোথায় ভিড়ভাট্টা, রেস্তরাঁয় ফাঁকা জায়গা আছে তো? উৎসবের মরশুমে সব প্রশ্নের উত্তর গুগল ম্যাপ-এর কাছে

আরও পড়ুন: ভয়ংকর প্লেন ক্র্যাশ! আইপ্যাড-এর সিগন্যালে প্রাণ বাঁচল বাবা-মেয়ের

Next Article