Mini Rechargeable Fan: বিদ্যুৎ ছাড়াই চলবে এই ফ্যান, ৩৭০ টাকায় এসি-কুলারকেও টেক্কা দিচ্ছে, কোথায় কিনবেন, কী কী ফিচার্স, জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 15, 2022 | 7:58 PM

Hevir Portable USB Fan: মাত্র ৩৭০ টাকার একটি ফ্যান বাজারে এই মুহূর্তে ঝড় তুলছে! সেই ফ্যান চালাতে আপনার বিদ্যুৎ খরচ হবে না। চার্জ দিলেই সেটি চালাতে পারবেন। যেখানে-সেখানে বহনও করতে পারবেন ফ্যানটি।

Mini Rechargeable Fan: বিদ্যুৎ ছাড়াই চলবে এই ফ্যান, ৩৭০ টাকায় এসি-কুলারকেও টেক্কা দিচ্ছে, কোথায় কিনবেন, কী কী ফিচার্স, জেনে নিন
রিচার্জেবল ফ্যান।

Follow Us

কী গরমটাই না পড়েছে বলুন তো! বাড়ি থেকে বেরোতে না বেরোতেই কলকল করে ঘামছেন মানুষজন। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে সাধারণ মানুষের একবারে প্রাণ ওষ্ঠাগত। এদিকে আবার জিনিসপত্রের দামও ব্যাপক হারে বেড়েছে। একটা এয়ার কন্ডিশনার যে কিনবেন, তারও উপায় নেই। ৩০,০০০ টাকারও বেশি খরচ হয়ে যাচ্ছে এক্কেবারে সাদামাটা এসি কিনতে গিয়ে। কুলার কিনতে যাবেন, তার দামও সেই আকাশছোঁয়া। তার থেকেও বড় কথা হল, এ বাংলার গরমে কুলার কখনই মানুষকে পরিশ্রান্তির স্বাদটা দিতে পারে না। এদিকে আবার বাড়িতে যে দীর্ঘক্ষণ ফ্যান (Fan) চালিয়ে রাখবেন, তারও উপায় নেই। কারণ, মাসের শেষে ইলেকট্রিক বিলটা দেখে চক্ষু ছানাবড়া হতে পারে। যদি ধরে নিই আপনি বাড়িতে সারাক্ষণ ফ্যান চালিয়ে রাখলেন, কিন্তু বাইরে বেরিয়ে কী করবেন? মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা চালিয়ে রাস্তায় ঘুরতে পারবেন না! আবার টেবিল ফ্যান নিয়েও রাস্তাঘাটে চলাফেরা করার উপায় নেই। তাহলে উপায়? চমৎকার একটি পোর্টেবল ফ্যানের সন্ধান পেয়েছি আমরা, যার জন্য আপনাকে এক পয়সা ইলেকট্রিক বিল খরচা করতে হবে না। কারণ সেই ফ্যান চার্জ (Rechargeable Fan) করলেই চলতে পারে। পোর্টেবল সেই ফ্যানটি এতটাই ছোট যে, আপনি যে কোনও জায়গায় অনায়াসে নিয়ে ঘুরতে পারবেন।

কোথায় পাবেন এমন ফ্যান

হেভির নামক একটি সংস্থা এই ধরনের রিচার্জেবল পোর্টেবল হ্যান্ড হেল্ড ফ্যান তৈরি করে, যা আপনি অ্যামাজনেই পেয়ে যাবেন। ফ্যানটির নাম হেভির মিনি পোর্টেবল ইউএসবি হ্যান্ড ফ্যান। এই ধরনের মিনি পোর্টেবল ফ্যান আপনি যেমন বাড়িতে ব্যবহার করতে পারবেন। তেমনই আবার যে কোনও জায়গায় বহনও করতে পারবেন। একটা ব্লুটুথ স্পিকারের থেকেও ছোট এই ফ্যান। খুব সহজেই বহনযোগ্য হওয়ার কারণে আপনি বাসে-ট্রেনে চলাচল করার সময় একদিকে নিজেও হাওয়া খেতে পারেন, আবার অন্য যে কাউকেও হাওয়া খাওয়াতে পারেন।

দাম কত

এই কুলিং ফ্যানের জন্য আপনাকে ইলেকট্রিক বিলে মোটা টাকা খরচ করতে হবে না। পাশাপাশি আবার এই ধরনের ফ্যান চার্জ করতে গেলে যে পরিমাণ ইলেকট্রিক বিল খরচ হবে, তা একটা স্মার্টফোন চার্জ করার থেকেও কম। স্বাভাবিক ভাবেই আন্দাজ করতে পারছেন যে, সামান্য একটা রিচার্জেবল পোর্টেবল হাতপাখা কত দিক থেকে আপনাকে সুবিধা দিতে পারে। তার থেকেও বড় কথা হল, এই হেভির মিনি পোর্টেবল ইউএসবি হ্যান্ড ফ্যানটির দাম অ্যামাজনে মাত্র ৩৭০ টাকা।

কী বিশেষত্ব রয়েছে এই ফ্যানের

ব্যবহারকারীর হাতের তালুর ডিজ়াইনের এই পোর্টেবল ফ্যানটি ভাঁজও করা যেতে পারে, যাতে কোনও জায়গায় সহজেই বহন করা যায়। আপনি এটিকে ঘরে, রান্নাঘরে, ভ্রমণের সময় যে কোনও জায়গায় নিয়ে যেতে পারেন। উচ্চ মানের এবিএস দিয়ে তৈরি এই মিনি পোর্টেবল ফ্যান। কম্প্যাক্ট ডিজ়াইনের এই পাখায় রয়েছে তিনটি স্পিডের সেটিংস – নিম্ন, মাঝারি এবং উচ্চ গতি। একটি চার্জিং তার বা ইউএসবি কেবেলও দেওয়া হচ্ছে এই হ্যান্ড হেল্ড ফ্যানের সঙ্গে। আপনার ছোট্ট ব্যাগে ফ্যানটি ভাঁজ করে নিয়ে যাওয়া যেতে পারে। পাখাটির অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্স দেখে নিন।

১) মাল্টিফাংশনাল এবং প্র্যাক্টিক্যাল – ইউজার ফ্রেন্ডলি এই ফ্যানটি ব্যবহার করতে আপনাকে কোনও ঝক্কি পোহাতে হবে না। ডেস্কটপ ফ্যান বা হ্যান্ডহেল্ড ফ্যান হিসেবেই ব্যবহার করা যাবে এটি।

২) প্রিমিয়াম কোয়ালিটি ও অনন্য ডিজ়াইন – উচ্চমানের এবিএস দিয়ে তৈরি এই ফ্যান কখনও চাপের কারণে ভেঙে পড়বে না। কারণ, এর স্ট্রাকচার সলিড ও এটি প্রেসার রেজিস্ট্যান্ট। পাশাপাশি এই ফ্যান ব্যবহার করা যথেষ্ট নিরাপদও বটে।

৩) অ্যাডজাস্টেবল স্পিড – মোট তিনটি অ্যাডজাস্টেবল স্পিড রয়েছে এই ফোনের। সবথেকে কম ৩৩০০আরপিএম স্পিড ঘুরবে পাখাটি, তার পরে মাঝারি থেকে উচ্চতর স্পিডে ঘুরবে ৫৮০০আরপিএম স্পিডে, যা আপনাকে মৃদুমন্দ বাতাসের ফিল দিতে পারবে।

৪) মাউন্টিং টাইপ – এই ফ্যানের মাউন্টিং টাইপ হল টেবিলটপ এবং তার মেটিরিয়াল টাইপ প্লাস্টিক। হ্যান্ডফ্যানটির সঙ্গে দেওয়া হচ্ছে একটি ইউএসবি চার্জার কেবেল, একটি স্ট্যান্ড ও একটি ম্যানুয়াল।

আরও পড়ুন: ফুলের পাপড়ির মতো লুক! ঘর ঠান্ডা করে আলোও জ্বালবে সস্তার এই সিলিং ফ্যান, অনবদ্য ডিজ়াইনে জিতে নিল পুরস্কারও

আরও পড়ুন: কী এমন রয়েছে! এই ছবি তুলেই অ্যাপলের কাছ থেকে পুরস্কার জিতলেন ভারতীয় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার

আরও পড়ুন: নববর্ষে নতুন ফোন নিয়ে এল ইনফিনিক্স, দাম মাত্র ৮,৯৯৯ টাকা, দুর্দান্ত সব ফিচার্স

Next Article