Instagram Tips and Tricks: ডিলিট হয়ে যাওয়া কনটেন্ট ইনস্টাগ্রামে ফেরাবেন কীভাবে? শিখে নিন সহজ পদ্ধতি
Instagram Tips and Tricks: কীভাবে ইনস্টাগ্রামের ডিলিট হয়ে যাওয়া কনটেন্ট রিস্টোর বা পার্মানেন্টলি ডিলিট করবেন? দেখে নিন কয়েকটি পদ্ধতি।
ইনস্টাগ্রাম (Instagram), সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম। ছবি, ভিডিয়ো, রিলস সবই শেয়ার করা যায় এই ইনস্টাগ্রামে (Instagram Restore)। এবার যদি কখনও আপনার আপলোড করা কমেন্ট আচমকা ডিলিট হয়ে যায়, তাহলে কীভাবে সেটা ফিরে পাবেন? অনেকে হয়তো ভাবছেন একবার ডিলিট হয়ে যাওয়া কনটেন্ট ইনস্টাগ্রামে আর ফিরে পাওয়া সম্ভব নয়… বিষয়টা তেমন নয়। কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলেই ভুল করে ডিলিট হয়ে যাওয়া ইনস্টাগ্রাম কনটেন্ট আবার ফিরে পাওয়া সম্ভব। ইউজারদের জন্য এটা সত্যিই সুখবর। ডিলিট হয়ে যাওয়া কনটেন্ট ইনস্টাগ্রামে রিস্টোর করতে পারবেন ইউজাররা। এর জন্য আপনার ফোনে ইনস্টাগ্রামে একদম লেটেস্ট অর্থাৎ সাম্প্রতিক আপডেটেড ভার্সান থাকতে হবে। এরপর ইনস্টাগ্রাম অ্যাপে আর কী কী করবেন দেখে নিন।
ফোন, ভিডিয়ো, রিলস কিংবা স্টোরি— ইনস্টাগ্রাম সবই রিস্টোর করা সম্ভব হবে। সেটিংস থেকে ডিলিট হয়ে যাওয়া এই সমস্ত জিনিস ফের ইনস্টাগ্রামে রিস্টোর করা সম্ভব হবে। তবে একটা কথা জেনে রাখা প্রয়োজন যে ইউজার যখন কনটেন্ট ডিলিট করছেন তখন সেটা সরাসরি পৌঁছে যাবে রিসেন্টলি ডিলিটেড অংশে। সেখান থেকে ৩০ দিন পর মুছে যাবে ওই কনটেন্ট। ইনস্টা স্টোরির ক্ষেত্রে বিষয়টা ২৪ ঘণ্টার মধ্যে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এই ৩০ দিনের মধ্যে এবং ইনস্টা স্টোরির ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে ইউজার ডিলিটেড কনটেন্ট থেকে ইনস্টাগ্রামের কনটেন্ট রিস্টোর করতে পারবেন নিজের অ্যাকাউন্টে।
তবে ছবি, ভিডিয়ো, রিলস বা স্টোরি রিস্টোর করা গেলেও ইনস্টাগ্রামে ডিলিট হয়ে যাওয়া মেসেজ আর ফিরিয়ে আনা অর্থাৎ পুনরায় উদ্ধার করা সম্ভব নয়। এর পাশাপাশ এটাও জেনে রাখা প্রয়োজন যে আপনি কনটেন্ট রিস্টোর করার পাশাপাশি পাকাপাকি ভাবে ডিলিটও করতে পারবেন।
কীভাবে ইনস্টাগ্রামের ডিলিট হয়ে যাওয়া কনটেন্ট রিস্টোর বা পার্মানেন্টলি ডিলিট করবেন?
স্টেপ ১- প্রথমে ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। তারপর নিজের প্রোফাইল খুলুন। ইনস্টাগ্রাম অ্যাপে ঢোকার পর দেখতে পাবেন উপরে ডানদিকে আপনার প্রোফাইল পিকচার রয়েছে। সেখানে ট্যাপ করলেই অ্যাকাউন্ট খুলে যাবে।
স্টেপ ২- এবার প্রোফাইলে ঢুকে ‘মোর’ অপশনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে যেতে হবে সেটিংসে।
স্টেপ ৩- তৃতীয় ধাপে এসে সেটিংসে ঢোকার পর অ্যাকাউন্টে ট্যাপ করার পর যেতে হবে রিসেন্টলি ডিলিটেড অপশনে। যদি আপনি এই অপশন দেখতে না পান তাহলে বুঝতে হবে যে আপনি সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে কোনও কনটেন্ট ডিলিট করেননি।
স্টেপ ৪- যদি রিসেন্টলি ডিলিটেড অপশন পান তাহলে সেখান থেকে বেছে নিতে হবে কোন ধরনের কনটেন্ট আপনি রিস্টোর করতে চান সেটা। একদম উপরের দিকেই এই অপশন পাবেন আপনি।
স্টেপ ৫- বেছে নেওয়ার পর সেই নির্দিষ্ট ছবি, ভিডিয়ো বা স্টোরিকে রিস্টোর বা পার্মানেন্টলি ডিলিট করার জন্য ট্যাপ করতে হবে।
স্টেপ ৬- এবার উপরের ডানদিকে থাকা ‘মোর’ অপশনে ক্লিক করলে আপনি পছন্দ অনুযায়ী বেছে নেওয়া কনটেন্ট রিস্টোর বা ডিলিট করতে পারবেন। এখানে তিনটি অপশন থাকবে।