AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

iPhone Call Recording: এবার আইফোনেও করুন কল রেকর্ডিং, জানতে পারবে না কেউ

iPhone Call Recorder: অ্যান্ডরয়েড ফোনে কল রেকর্ডিং থাকলেও, আইফোনে এই ফিচার না থাকায় বেশ সমস্যাতেই পড়েন অনেক ব্যবহারকারী। কারণ এটি এমন একটা ফিচার যা কোনও না কোনও সময় প্রয়োজন পড়েই। কিন্তু আইওএস ব্যবহারকারীরা এই ফিচারটি পেতে চেয়েও কোনও দিন পাননি। এবার সেই সমস্যার সমাধান দেওয়া হবে।

iPhone Call Recording: এবার আইফোনেও করুন কল রেকর্ডিং, জানতে পারবে না কেউ
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 11:36 AM
Share

অ্যান্ডরয়েডে এমন অনেক ফিচার থাকে, যা আইফোন ব্যবহারকারীরা পায় না। তারই মধ্যে একটি হল কল রেকর্ডিং। অ্যান্ডরয়েড ফোনে থাকলেও, আইফোনে এই ফিচার না থাকায় বেশ সমস্যাতেই পড়েন অনেক ব্যবহারকারী। কারণ এটি এমন একটা ফিচার যা কোনও না কোনও সময় প্রয়োজন পড়েই। কিন্তু আইওএস ব্যবহারকারীরা এই ফিচারটি পেতে চেয়েও কোনও দিন পাননি। এবার সেই সমস্যার সমাধান দেওয়া হবে। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কোনও সফটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপের সম্পর্কে জানানো হবে কি না। কিন্তু একেবারেই তা নয়, আপনাকে এমন একটি ডিভাইস সম্পর্কে জানানো হবে, যাতে আপনি কোনও সফটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কল রেকর্ড করতে পারবেন।

আইফোনের জন্য ম্যাগনেটিক কল রেকর্ডার: ম্যাগমো (Magmo)

ম্যাগমো (Magmo) নামের এই ডিভাইসটি এতই পাতলা এবং দেখতে সুন্দর যে চুম্বকের মতো আপনার ফোনের পিছনে লেগে থাকে। এতে আপনার ফোনে কোনও খারাপ প্রভাব পড়ে না। এর পিছনে একটি বোতাম রয়েছে, আপনি এটি চাপলে কল রেকর্ডিং শুরু হবে। এর সবথেকে বড় সুবিধা হল, আপনি কারও কল রেকর্ড করলেও সে জানতে পারবে না। বর্তমানে অ্যান্ডরয়েড ফোনগুলিতে এই ফিচারটি অপরজন ব্যবহার করলেই তার কাছে “Call Recorded” বলা হয়। এই ডিভাইসটিতে তেমন কোনও সমস্যাই হবে না। এর আরও একটি সুবিধা হল,আপনি অনেকক্ষণের জন্য কল রেকর্ড করতে পারবেন।

কোথা থেকে কিনবেন?

আপনি সহজেই এই ডিভাইসটি বাজারে পাবেন। এমনকি আপনি যদি চান, এটিকে অনেক কম দামে অনলাইনেও কিনে নিতে পারেন। আপনি এটি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ 58 শতাংশ ছাড় সহ 5,900 টাকায় পেয়ে যাবেন। যদিও এই ডিভাইসটির আসল দাম ছিল 13,990 টাকা, কিন্তু আপনি এটিকে Amazon থেকে 51 শতাংশ ডিসকাউন্টে মাত্র 6,900 টাকায় কিনতে পারবেন। এতে আপনি কালো ধূসর রঙ পাবেন। এছাড়া সাদা রঙের অপশনও রয়েছে, সেখান থেকেই আপনার পছন্দ মতো একটি রং বেছে নিতে পারবেন।

রেকর্ডিং কোথায় দেখা হবে?

এখন আপনি ভাবছেন যে কল রেকর্ড করা হবে কিন্তু শো কোথায় হবে? আপনি যদি এটিকে আপনার ল্যাপটপের সঙ্গে চার্জারের মতো কানেক্ট করেন, তবে এটি আপনার ল্যাপটপের সমস্ত ফাইল পেনড্রাইভের মতো খুলে দেয়। এখান থেকে আপনি সব রেকর্ডিং শুনতে পারবেন এবং শেয়ার করতে পারবেন।