ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে জিওবুক ল্যাপটপ। কারণ সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে এই ল্যাপটপের নাম দেখা গিয়েছে। শোনা গিয়েছে, জিওর এই ল্যাপটপের আসন্ন ভ্যারিয়েন্টগুলি বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। জিওবুকের অন্তর্বর্তী কয়েকটি ফিচার ছাড়া এই ল্যাপটপ সম্পর্কে আর বিশেষ কিছু তথ্য BIS ওয়েবসাইটে প্রকাশ হয়নি। উল্লেখ্য, এর আগের বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল যে জিওবুকে থাকতে পারে ৪জি এলটিই কানেক্টিভিটি, একটি স্ন্যাপড্রাগন প্রসেসর, ৪ জিবি LPDDR4x র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। ভারতে জিওবুক দ্রুত লঞ্চ হতে পারে এই ইঙ্গিত পাওয়া গেলেও কবে এই ল্যাপটপ লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে, ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে জিওবুকের নাম দেখা গিয়েছে। শোনা গিয়েছে, জিওর এই ল্যাপটপে আপাতত তিনটি ইন্টার্নাল মডেল ডেজিগনেশন NB1118QMW, NB1148QMW এবং NB1112MM রয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে যে, সম্ভবত তিনটি ভিন্ন ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে জিওবুক।
আরও পড়ুন- সাবধান! আইফোন নিয়ে বাইক চালালে খারাপ হতে পারে ফোনের ক্যামেরা, জানাচ্ছে অ্যাপেল সংস্থা
আরও পড়ুন- WhatsApp Tricks: মেসেজ না লিখেই বার্তা পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে! কিন্তু কীভাবে?
আরও পড়ুন- Google Search Dark Mode: ডেস্কটপ ইউজারদের জন্য চালু হল গুগল সার্চ ডার্ক মোড