Lenovo নিয়ে এল IdeaPad Flex 3i, মাত্র 28,939 টাকার ল্যাপটপ ও ট্যাবলেট দুয়েরই কাজ করবে
Lenovo IdeaPad Flex 3i ক্রোমবুক লঞ্চ করা হয়েছে 349.99 মার্কিন ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,939 টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এই লেনোভো ক্রোমবুক 2023 সালের মে মাস থেকে ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Lenovo একটি নতুন Chromebook মডেল লঞ্চ করল, যার নাম IdeaPad Flex 3i। এই ক্রোমবুকের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এটিকে আপনি ল্যাপটপ বা ট্যাবলেট দুরকম ভাবেই ব্যবহার করতে পারবেন। সাধারণত এমনটা দেখা যায় না, আউট অফ দ্য বক্স চিন্তাভাবনাতেই নতুন বছরের ল্যাপটপ বাজার গরম করতে চাইছে লেনোভো। 2023 সালের 5 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত চলবে দ্য কনজ়িউমার ইলেকট্রনিক্স শো। লাস ভেগাসের নেভাদার সেই বার্ষিক শোয়ের আগেই Lenovo-র এই ল্যাপটপ লঞ্চ যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
Lenovo IdeaPad Flex 3i: দাম, উপলব্ধতা
Lenovo IdeaPad Flex 3i ক্রোমবুক লঞ্চ করা হয়েছে 349.99 মার্কিন ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,939 টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এই লেনোভো ক্রোমবুক 2023 সালের মে মাস থেকে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তবে এই ল্যাপটপ কবে নাগাদ ভারতে আসবে, সে বিষয়ে সংস্থার তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
Lenovo IdeaPad Flex 3i: ফিচার, স্পেসিফিকেশন
এই ক্রোমবুক ল্যাপটপে রয়েছে 12.2 ইঞ্চির একটি IPS টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1900X1200 পিক্সেলস। এই ডিসপ্লের ব্রাইটনেস 300 নিটস। TUV Rheiland লো ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত এই ল্যাপটপে রয়েছে 360 ডিগ্রি হিঞ্জ, যার ফলে ডিভাইসটি একটি ট্যাবলেটে ফোল্ড করা যেতে পারে।
পারফরম্যান্সের দিক থেকে এই ল্যাপটপ চালিত হবে Intel Processor N100 বা Intel Processor N200 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 4GB বা 8GB পর্যন্ত RAM এবং 64GB বা 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যারের দিক থেকে লেনোভো চালিত হবে Google-এর Chrome অপারেটিং সিস্টেমের সাহায্যে।
ডিভাইসটি মোট দুটি রঙে কেনা যাবে- ক্লাউড গ্রে এবং অ্যাবিস ব্লু। 12 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ রয়েছে এর, অর্থাৎ একবার চার্জ দেবেন- 12 ঘণ্টা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। লেনোভো লেটেস্ট ডিভাইসের অডিও ফিচারের মধ্যে রয়েছে 2W স্টিরিও স্পিকার্স, যা ম্যাক্সঅডিও সাপোর্ট করবে।