AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Microwave Cleaning Tips: অপরিষ্কার মাইক্রোওভেনে বিস্ফোরণের বড্ড ঝুঁকি! সাফ রাখার সহজ কিছু টিপস

Tips and Tricks: দেখে নিন আপনার স্বাধের মাইক্রোওয়েভ পরিস্কার রাখবেন কীভাবে।

| Edited By: | Updated on: Dec 23, 2022 | 9:30 AM
Share
সবার আগে মাইক্রোওভেনের প্লাগ খুলে নিন। আর দেখে নিন মাইক্রোওয়েভের কোন কোন অংশ খুলে নেওয়া যেতে পারে। এতে পরিষ্কার করতে আরও সহজ হবে। তারের মধ্যে ময়লা থাকলে পরিষ্কার করে নিন। কারণ তারের মাধ্যমেই যেহেতু বিদ্যুৎ যায় তাই এটি পরিষ্কার রাখা খুব দরকার। দেখে নিন আপনার স্বাধের মাইক্রোওয়েভ পরিস্কার রাখবেন কীভাবে।

সবার আগে মাইক্রোওভেনের প্লাগ খুলে নিন। আর দেখে নিন মাইক্রোওয়েভের কোন কোন অংশ খুলে নেওয়া যেতে পারে। এতে পরিষ্কার করতে আরও সহজ হবে। তারের মধ্যে ময়লা থাকলে পরিষ্কার করে নিন। কারণ তারের মাধ্যমেই যেহেতু বিদ্যুৎ যায় তাই এটি পরিষ্কার রাখা খুব দরকার। দেখে নিন আপনার স্বাধের মাইক্রোওয়েভ পরিস্কার রাখবেন কীভাবে।

1 / 7
1. ভিনিগার: মাইক্রোওয়েভের ভিতর রান্নার যে দাগ থাকে তার জন্য ভিনিগার আর জলের মিশ্রণ তৈরি করে সেটা দিয়ে মুছে নিন। মাইক্রোওয়েভে ব্য়বহৃত হয় এমন একটি পাত্র নিন। তার মধ্যে ভিনিগার আর জল মিশিয়ে নিন। এবার এটি মাইক্রোওয়েভের মধ্যে রেখে হাই মোডে ৫ মিনিট রেখে দিন। সেটা থেকে যে স্টিম তৈরি হবে তা মাইক্রোওয়েভের শক্ত ময়লা নরম করে আনবে। তারপর ওই পাত্র বের করে নিয়ে পেপার টাওয়েল দিয়ে মাইক্রোওয়েভটি ভাল করে পরিষ্কার করে নিন।

1. ভিনিগার: মাইক্রোওয়েভের ভিতর রান্নার যে দাগ থাকে তার জন্য ভিনিগার আর জলের মিশ্রণ তৈরি করে সেটা দিয়ে মুছে নিন। মাইক্রোওয়েভে ব্য়বহৃত হয় এমন একটি পাত্র নিন। তার মধ্যে ভিনিগার আর জল মিশিয়ে নিন। এবার এটি মাইক্রোওয়েভের মধ্যে রেখে হাই মোডে ৫ মিনিট রেখে দিন। সেটা থেকে যে স্টিম তৈরি হবে তা মাইক্রোওয়েভের শক্ত ময়লা নরম করে আনবে। তারপর ওই পাত্র বের করে নিয়ে পেপার টাওয়েল দিয়ে মাইক্রোওয়েভটি ভাল করে পরিষ্কার করে নিন।

2 / 7
2. বেকিং সোডা: মাইক্রোওয়েভ পরিষ্কার করার জন্য বেকিং সোডা আর জলের মিশ্রণ বেস্ট। এটি খুব সহজেই রান্নার দাগ তুলে দেয়। একটি পাত্রে বেকিং সোডা আর জল মিশিয়ে নিন। এটি দাগের ওপর লাগিয়ে রেখে ৫ মিনিট রেখে দিন। এবার একটা কাপড় দিয়ে ওই সোডা মুছে নিলেই মাইক্রোওয়েভ পরিষ্কার হয়ে যাবে।

2. বেকিং সোডা: মাইক্রোওয়েভ পরিষ্কার করার জন্য বেকিং সোডা আর জলের মিশ্রণ বেস্ট। এটি খুব সহজেই রান্নার দাগ তুলে দেয়। একটি পাত্রে বেকিং সোডা আর জল মিশিয়ে নিন। এটি দাগের ওপর লাগিয়ে রেখে ৫ মিনিট রেখে দিন। এবার একটা কাপড় দিয়ে ওই সোডা মুছে নিলেই মাইক্রোওয়েভ পরিষ্কার হয়ে যাবে।

3 / 7
3. ভিজে পেপার টাওয়েল: মাইক্রোওয়েভ পরিষ্কার করার আরও একটি সবচেয়ে সহজ পদ্ধতি হল ভিজে পেপার টাওয়েল দিয়ে মুছে নেওয়া। পেপার টাওয়েলটি আগে ভাল করে জলে ভিজিয়ে নিন। টাওয়েলটি সব জল শুষে নেবে। এবার এটি মাইক্রোওয়েভের মধ্যে রেখে হাই মোডে দিয়ে দিন 5 মিনিট। তারপর টাওয়েলটি বের করে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে মাইক্রোওয়েভ।

3. ভিজে পেপার টাওয়েল: মাইক্রোওয়েভ পরিষ্কার করার আরও একটি সবচেয়ে সহজ পদ্ধতি হল ভিজে পেপার টাওয়েল দিয়ে মুছে নেওয়া। পেপার টাওয়েলটি আগে ভাল করে জলে ভিজিয়ে নিন। টাওয়েলটি সব জল শুষে নেবে। এবার এটি মাইক্রোওয়েভের মধ্যে রেখে হাই মোডে দিয়ে দিন 5 মিনিট। তারপর টাওয়েলটি বের করে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে মাইক্রোওয়েভ।

4 / 7
4. পাতিলেবু এবং নুন: লেবু এবং নুন খুব সুন্দর মাইক্রোওয়েভ পরিষ্কার করে। একটি পাতিলেবু নিয়ে অর্ধেক করে নিন। কাটা অংশটা নুনে ঠেকিয়ে মাইক্রোওয়েভের ভিতর ও বাইরের অংশ ভাল ভাবে ঘসে নিন। তারপর একটি কাপড় দিয়ে মাইক্রোওয়েভের দেওয়াল পরিষ্কার করে নিন। লেবুর জন্য় একটা সুন্দর গন্ধ আসে। আর রান্নার গন্ধটা চলে যায়।

4. পাতিলেবু এবং নুন: লেবু এবং নুন খুব সুন্দর মাইক্রোওয়েভ পরিষ্কার করে। একটি পাতিলেবু নিয়ে অর্ধেক করে নিন। কাটা অংশটা নুনে ঠেকিয়ে মাইক্রোওয়েভের ভিতর ও বাইরের অংশ ভাল ভাবে ঘসে নিন। তারপর একটি কাপড় দিয়ে মাইক্রোওয়েভের দেওয়াল পরিষ্কার করে নিন। লেবুর জন্য় একটা সুন্দর গন্ধ আসে। আর রান্নার গন্ধটা চলে যায়।

5 / 7
5. ডিশ সোপ: বাসন মাজার সাবান দিয়েও মাইক্রোওভেন পরিষ্কার করতে পারেন। এর জন্য একটি ওভেন প্রুফ বাটিতে হাল্কা গরম জল নিন। এর মধ্যে মিশিয়ে দিন বাসন মাজার লিকুইড সাবান। ভাল করে মিশিয়ে ওভেনে দিয়ে হিট করে নিন এক মিনিট মতো। তারপর একটি ভিজে কাপড় মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে মাইক্রোওয়েভ। এতে মাইক্রওয়েভ খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়।

5. ডিশ সোপ: বাসন মাজার সাবান দিয়েও মাইক্রোওভেন পরিষ্কার করতে পারেন। এর জন্য একটি ওভেন প্রুফ বাটিতে হাল্কা গরম জল নিন। এর মধ্যে মিশিয়ে দিন বাসন মাজার লিকুইড সাবান। ভাল করে মিশিয়ে ওভেনে দিয়ে হিট করে নিন এক মিনিট মতো। তারপর একটি ভিজে কাপড় মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে মাইক্রোওয়েভ। এতে মাইক্রওয়েভ খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়।

6 / 7
6. বেকিং সোডা ও লেবু : একটি পাত্রে জলের সঙ্গে লেবুর রস এবং বেকিং সোডা মিশিয়ে নিন। তারপর একটি কাপড় বা স্পঞ্জ তাতে ভিজিয়ে মুছে নিলেই একেবারে ঝকঝকে হয়ে যাবে মাইক্রোওয়েভ।

6. বেকিং সোডা ও লেবু : একটি পাত্রে জলের সঙ্গে লেবুর রস এবং বেকিং সোডা মিশিয়ে নিন। তারপর একটি কাপড় বা স্পঞ্জ তাতে ভিজিয়ে মুছে নিলেই একেবারে ঝকঝকে হয়ে যাবে মাইক্রোওয়েভ।

7 / 7