1,799 টাকায় Wave Electra স্মার্টওয়াচ নিয়ে এল boAT, রিস্ট থেকেই গেমিং-BT কলিং

boAT Wave Electra স্মার্টওয়াচটি ভারতে লঞ্চ করা হয়েছে 1,799 টাকায়। বোটের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনে এই স্মার্টওয়াচ ক্রয় করতে পারবেন কাস্টমাররা। স্কিন-ফ্রেন্ডলি সিলিকন স্ট্র্যাপ দেওয়া হচ্ছে এর সঙ্গে।

1,799 টাকায় Wave Electra স্মার্টওয়াচ নিয়ে এল boAT, রিস্ট থেকেই গেমিং-BT কলিং
বোটের নতুন দুর্দান্ত স্মার্টওয়াচ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 2:11 PM

Latest Smartwatch: জনপ্রিয় ওয়্যারেবল ব্র্যান্ড boAT ভারতে 2000 টাকা বাজেটে একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। স্মার্টওয়াচ পোর্টফোলিও আরও বিস্তৃত করে boAT Wave Electra লঞ্চ হয়ে গেল ভারতে। সস্তার এই স্মার্টওয়াচে একাধিক জরুরি ফিচার রয়েছে। তার মধ্য়ে উল্লেখযোগ্য হল, ব্লুটুথ কলিং, যা আজকের প্রায় বেশির ভাগ বাজেট এবং মিড-রেঞ্জ স্মার্টওয়াচে রয়েছে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে 2.5D কার্ভড্ HD ডিসপ্লে, যা 550 নিটস পিক ব্রাইটনেস অফার করছে। পাশাপাশি আপনার ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য 100-রও বেশি স্পোর্টস মোড রয়েছে। লেটেস্ট স্মার্ট হাতঘড়িটির দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

boAT Wave Electra: দাম ও উপলব্ধতা

boAT Wave Electra স্মার্টওয়াচটি ভারতে লঞ্চ করা হয়েছে 1,799 টাকায়। বোটের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনে এই স্মার্টওয়াচ ক্রয় করতে পারবেন কাস্টমাররা। স্কিন-ফ্রেন্ডলি সিলিকন স্ট্র্যাপ দেওয়া হচ্ছে এর সঙ্গে। লাইট ব্লু, ব্লু, ব্ল্যাক এবং চেরি ব্লসম- এই কয়েকটি কালার অপশনে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

boAT Wave Electra: স্পেসিফিকেশন, ফিচার

boAT Wave Electra স্মার্টওয়াচে রয়েছে একটি 1.81 ইঞ্চির HD ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 550 নিটস। এই ডিসপ্লে দিনের আলোতেও খুব ভাল ভিজ়িবিলিটি প্রদান করতে পারে। boAT মোবাইল অ্যাপের সঙ্গে স্মার্টওয়াচটি পেয়ার করে ব্যবহারকারীরা 100+ ওয়াচ ফেস, উইজেট ব্যবহার করতে পারেন। সেই সঙ্গেই আবার রয়েছে দুটি সুইচেবল মেনু স্টাইল। লেটেস্ট ব্লুটুথ চিপ দেওয়া হয়েছে, যা পেয়ারিং এবং বিশেষ করে ভয়েস কলিংয়ের সময় আলট্রা-সিমলেস কানেক্টিভিটি দিতে পারে। প্রায় 50-এরও বেশি কন্ট্যাক্ট স্মার্টওয়াচটিতে সেভ করে রাখতে পারেন আপনি। রয়েছে অনবোর্ড HD মাইক এবং স্পিকার, যার মাধ্যমে আপনার স্মার্টওয়াচে একবার টাচ করেই ইনস্ট্যান্ট কল করা যেতে পারে।

গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি-র সঙ্গে ডিভাইসটি কম্প্যাটিবল। আপনার রিস্ট থেকেই খুব সহজে স্মার্টফোনের মিউজ়িক এবং ক্যামেরা কন্ট্রোল করতে পারেন। একাধিক সেন্সর রয়েছে স্মার্ট হাতঘড়িটিতে, যা আপনার দৈনন্দিন যাবতীয় অ্যাক্টিভিটি ট্র্যাক করতে দেয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 100+ স্পোর্টস মোড এবং হেলথ ট্র্যাকিং সেন্সর। এই হেলথ ট্র্যাকিং সেন্সরগুলির মধ্যে রয়েছে হার্ট রেট, স্লিপ, SpO2।

ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকার দেওয়া হয়েছে বোটের লেটেস্ট স্মার্টওয়াচে। ওয়েভ ইলেকট্রা আপনাকে সেডেন্টারি অ্যালার্ট এবং হাইড্রেশন রিমাইন্ডার দিতে থাকবে। এছাড়া এই boAt Wave Electra স্মার্টওয়াচে রয়েছে ইনবিল্ট গেমস। আপনি কখনও গাড়ির জন্য অপেক্ষা করলে বা কোথাও গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকলে, রিস্ট থেকেই গেম খেলে নিতে পারবেন। এই সব স্মার্ট সেন্সরগুলিকে লম্বা সময়ের জন্য অ্যাক্টিভ রাখতে স্মার্টওয়াচটিতে বেশ বড় একটি ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে 7 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।