Amazon-এ আরও সস্তা Apple Macbook Air M2, 14,400 টাকার ডিসকাউন্ট

Amazon Discounts: এটির আসল দাম 1,19,900 টাকা। তবে বর্তমানে জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon এই ডিভাইসটিতে প্রচুর পরিমানে ডিসকাউন্ট দিচ্ছে।

| Edited By: | Updated on: Dec 25, 2022 | 3:43 PM
Apple চলতি বছরের শুরুতে এম2 (M2) MacBook Air ল্যাপটপটি লঞ্চ করেছে। এটির আসল দাম 1,19,900 টাকা। তবে বর্তমানে জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon এই ডিভাইসটিতে প্রচুর পরিমানে ডিসকাউন্ট দিচ্ছে। Amazon থেকে Apple-এর এই ল্যাপটপটি বেস সস্তায় কিনতে পারবেন।

Apple চলতি বছরের শুরুতে এম2 (M2) MacBook Air ল্যাপটপটি লঞ্চ করেছে। এটির আসল দাম 1,19,900 টাকা। তবে বর্তমানে জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon এই ডিভাইসটিতে প্রচুর পরিমানে ডিসকাউন্ট দিচ্ছে। Amazon থেকে Apple-এর এই ল্যাপটপটি বেস সস্তায় কিনতে পারবেন।

1 / 6
ম্যাকবুক এয়ার ল্যাপটপটির  উপর বর্তমানে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন 14,400 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। ফলে এই মুহূর্তে অ্যামাজন থেকে ল্যাপটপটি কিনতে হলে আপনাকে 1,04,500 টাকা খরচ হবে।

ম্যাকবুক এয়ার ল্যাপটপটির উপর বর্তমানে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন 14,400 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। ফলে এই মুহূর্তে অ্যামাজন থেকে ল্যাপটপটি কিনতে হলে আপনাকে 1,04,500 টাকা খরচ হবে।

2 / 6
Apple-এর সবকটি ল্যাপটপের দাম খুব বেশি। কারণ ল্যাপটপগুলি প্রিমিয়াম সেগমেন্টের অন্তর্গত। আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে 6,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। ফলে এই সুযোগে আপনি কিনেই ফেলতে পারেন আপনার স্বপ্নের ল্যাপটপটি।

Apple-এর সবকটি ল্যাপটপের দাম খুব বেশি। কারণ ল্যাপটপগুলি প্রিমিয়াম সেগমেন্টের অন্তর্গত। আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে 6,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। ফলে এই সুযোগে আপনি কিনেই ফেলতে পারেন আপনার স্বপ্নের ল্যাপটপটি।

3 / 6
Apple MacBook Air M2-এর ফিচার এবং স্পেসিফিকেশন: ডিভাইসটিতে রয়েছে 13 ইঞ্চি প্রো রেটিনা ডিসপ্লে, যার ব্রাইটনেস 500 নিটস। ল্যাপটপের ওজন প্রায় 1.225 কেজি। এই ল্যাপটপে কানেক্টিভিটির জন্য রয়েছে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, থান্ডারবোল্ট 4 পোর্ট এবং একটি 3.5 মিমি হেডফোন জ্যাক৷

Apple MacBook Air M2-এর ফিচার এবং স্পেসিফিকেশন: ডিভাইসটিতে রয়েছে 13 ইঞ্চি প্রো রেটিনা ডিসপ্লে, যার ব্রাইটনেস 500 নিটস। ল্যাপটপের ওজন প্রায় 1.225 কেজি। এই ল্যাপটপে কানেক্টিভিটির জন্য রয়েছে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, থান্ডারবোল্ট 4 পোর্ট এবং একটি 3.5 মিমি হেডফোন জ্যাক৷

4 / 6
ল্যাপটপে একটি 1,080 পিক্সেল রেজোলিউশনের এইচডি ক্যামেরা রয়েছে। আবার অডিওর জন্য় চারটি স্পিকার সহ সাউন্ড সিস্টেম রয়েছে। ফলে হাই-কোয়ালিটি অডিওর শুনতে পারবান। এছাড়াও এই ল্যাপটপে ডলবি অ্যাটমস সহ ইমার্সিভ স্প্যাটিয়াল অডিও টেকনোলজি সাপোর্ট রয়েছে।

ল্যাপটপে একটি 1,080 পিক্সেল রেজোলিউশনের এইচডি ক্যামেরা রয়েছে। আবার অডিওর জন্য় চারটি স্পিকার সহ সাউন্ড সিস্টেম রয়েছে। ফলে হাই-কোয়ালিটি অডিওর শুনতে পারবান। এছাড়াও এই ল্যাপটপে ডলবি অ্যাটমস সহ ইমার্সিভ স্প্যাটিয়াল অডিও টেকনোলজি সাপোর্ট রয়েছে।

5 / 6
ডিভাইসটিতে একটি অপশনাল 67 ওয়াট টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। ম্যাকবুক এয়ারে ম্যাগসেফ (MagSafe) চার্জিং টেকনোলজির সাপোর্ট রয়েছে। ফলে ল্যাপটপটি মাত্র 1 ঘন্টাতেই সম্পূর্ণ চার্জ হয়ে যায়। Apple MacBook Air M2 ডিভাইসটিতে একটি ম্যাজিক কী-বোর্ড এবং ফোর্স টাচ ট্র্যাকপ্যাডও রয়েছে।

ডিভাইসটিতে একটি অপশনাল 67 ওয়াট টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। ম্যাকবুক এয়ারে ম্যাগসেফ (MagSafe) চার্জিং টেকনোলজির সাপোর্ট রয়েছে। ফলে ল্যাপটপটি মাত্র 1 ঘন্টাতেই সম্পূর্ণ চার্জ হয়ে যায়। Apple MacBook Air M2 ডিভাইসটিতে একটি ম্যাজিক কী-বোর্ড এবং ফোর্স টাচ ট্র্যাকপ্যাডও রয়েছে।

6 / 6
Follow Us: