Aayush Sharma Trolling: ‘অপরাধ’ তিনি সলমনের আত্মীয়, ‘সাদা কুকুর’-এর তকমা আয়ূষের গায়ে

Bollywood Controversy: অভিনয় আসার ইচ্ছে ছিল প্রথম থেকেই। তবে নিজের সেরাটা তিনি যতই দর্শকের সামনে তুলে ধরুক না কেন নেপোটিজমের ট্যাগ যেন তাঁর গা থেকে মুচ্ছে না।

| Edited By: | Updated on: Dec 25, 2022 | 11:52 AM
বয়স ৬০ ছুঁই-ছুঁই। তবুও সলমন খানের বিয়ের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?

বয়স ৬০ ছুঁই-ছুঁই। তবুও সলমন খানের বিয়ের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?

1 / 6
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কেও এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। শাহরুখ সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কেও এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। শাহরুখ সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।

2 / 6
পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

3 / 6
কেউ দিয়েছিলেন সাদা কুকুরের তকমা, কেউ আবার সলমন খানের জিজু এই নামে ডাকতেন আয়ূষকে। তবে আয়ূষ এ বিষয়ে বর্তমানে ধাতস্থ। তার কথায় তিনি যেটুকু করার চেষ্টা করছেন নিজের ক্ষমতায়।

কেউ দিয়েছিলেন সাদা কুকুরের তকমা, কেউ আবার সলমন খানের জিজু এই নামে ডাকতেন আয়ূষকে। তবে আয়ূষ এ বিষয়ে বর্তমানে ধাতস্থ। তার কথায় তিনি যেটুকু করার চেষ্টা করছেন নিজের ক্ষমতায়।

4 / 6
দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতা অপেক্ষায় তিনি আগেও ছিলেন এখনও রয়েছেন। তবে শুরুর দিতে নিজেকে সকলের সামনে আনতে তাঁকে যেভাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, তা আজও ভোলেননি আয়ূষ।

দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতা অপেক্ষায় তিনি আগেও ছিলেন এখনও রয়েছেন। তবে শুরুর দিতে নিজেকে সকলের সামনে আনতে তাঁকে যেভাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, তা আজও ভোলেননি আয়ূষ।

5 / 6
তবে আয়ূষের ভক্ত সংখ্যাও নেহাতই কম নয়। একের পর এক বাল কাজ করে তিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিতে মরিয়া। অন্তিম ছবি তৈরিতে নিজেকে যেভাবে তিনি ভেঙে গড়েছিলেন, তা নিয়ে চর্চাও হয়ে সিনেপাড়ায়। তবে নেটিজ়েনদের কথায়, স্বজনপোষণ প্রসঙ্গে আজও তার নাম উল্লেখ্য।

তবে আয়ূষের ভক্ত সংখ্যাও নেহাতই কম নয়। একের পর এক বাল কাজ করে তিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিতে মরিয়া। অন্তিম ছবি তৈরিতে নিজেকে যেভাবে তিনি ভেঙে গড়েছিলেন, তা নিয়ে চর্চাও হয়ে সিনেপাড়ায়। তবে নেটিজ়েনদের কথায়, স্বজনপোষণ প্রসঙ্গে আজও তার নাম উল্লেখ্য।

6 / 6
Follow Us: