Medicine Price, Pharma Stock Price: ওষুধের দামে আমজনতার সর্বনাশ, লগ্নিকারীদের পৌষমাস! পিছনে ডোনাল্ড ট্রাম্পের ‘হাত’?
Pharma Stock Price Hike: ওষুধের দাম বাড়ায় সাধারণ মানুষের যখন 'সর্বনাশ'। ঠিক তখনই বৃদ্ধি দেখা গিয়েছে একাধিক ফার্মা সংস্থার শেয়ারের দামে।

নতুন অর্থবর্ষেই বেড়েছে প্রায় ৯০০ ওষুধের দাম। আর ওষুধের এই মূল্যবৃদ্ধির ফলে বেশ বেকায়দায় দেশের সাধারণ মানুষ। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় একাধিক ওষুধের দামও বেড়েছে বলে জানা গিয়েছে। সেই তালিকায় রয়েছে প্যারাসিটামলও। দাম বেড়েছে হার্টে বসানোর স্টেন্টেরও।
কিন্তু ওষুধের দাম বাড়ায় সাধারণ মানুষের যখন ‘সর্বনাশ’। ঠিক তখনই বৃদ্ধি দেখা গিয়েছে একাধিক ফার্মা সংস্থার শেয়ারের দামে। ১ এপ্রিল ওষুধের নয়া দাম ঘোষণার পরের দিন অর্থাৎ এপ্রিল মাসের ২ তারিখ দিনের শুরুতে নিফটি ফার্মা সূচক ছিল ২০,৭৫৫ পয়েন্টে। সেই সূচক ৩ এপ্রিল দিনের শুরুতে লাফিয়ে উঠে যায় ২১,৮৬৩ পয়েন্টে। যা প্রায় ৫.৩ শতাংশ বৃদ্ধি।
হঠাৎ কেন বাড়ছে ভারতের ফার্মা সংস্থাগুলোর শেয়ারের দাম? আসলে ২ এপ্রিল ‘পারস্পরিক কর’ বসানো নিয়ে ঘোষণা করার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। আর সেই করে ছাড় পেয়েছে ভারতীয় ফার্মা সংস্থাগুলো। ২০২৩ সালের হিসাব বলছে প্রায় ১৭৬.৭ বিলিয়ন আমেরিকান ডলার বা ভারতীয় মুদ্রায় ১৫ লক্ষ ১০ হাজার ৪১৪ কোটি টাকার ওষুধ ভারত থেকে আমদানি করেছিল আমেরিকা।
ভারতের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারক সংস্থা সান ফার্মার শেয়ারের দাম এপ্রিলের ২ তারিখ সকাল থেকে এপ্রিলের ৩ তারিখ সকালের মধ্যে বেড়েছে প্রায় ৭ শতাংশ। টাকার অঙ্কে যা প্রায় ১১৮ টাকা। সান ফার্মার বর্তমান মার্কেট ক্যাপ ৪ লক্ষ ১১ হাজার ৩০৬ কোটি টাকা। আর এই সংস্থাকে ৩৫ জন বিশেষজ্ঞের মধ্যে ৩১ জনই গ্রিন সিগন্যাল দিয়েছে।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





