SIM Cards: নয়ের বেশি সিম কার্ড থাকলেই কানেকশন বাতিল, কেন্দ্রের বড় ঘোষণা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 09, 2021 | 7:09 PM

SIM Cards India New Rules: সিম কার্ড নিয়ে একগুচ্ছ নতুন নিয়ম লাগু করল কেন্দ্রের টেলিকমিউনিকেশনস মন্ত্রক। সবিস্তারে জেনে নিন।

SIM Cards: নয়ের বেশি সিম কার্ড থাকলেই কানেকশন বাতিল, কেন্দ্রের বড় ঘোষণা
সিম কার্ড নিয়ে কেন্দ্রের নতুন নিয়ম

Follow Us

এই মুহূর্তে মোট কটা সিম কার্ড রয়েছে আপনার কাছে? সর্বাধিক কতগুলি সিম কার্ড আপনার কাছে রাখতে পারেন? এই সব কিছু নিয়েই এবার নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফ থেকে এ দিন পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, নয়টির বেশি সিম কার্ড ব্যবহার করলে এবার থেকে সেই ইউজারের মোবাইল কানেকশন বাতিল করা হবে। পাশাপাশি দেশের টেলিকমিউনিকেশন মন্ত্রকের তরফ থেকে আরও জানানো হয়েছে, একাধিক সিম কার্ড যাঁদের রয়েছে, তাঁদের প্রতিটি নম্বর ভেরিফাই করা হবে।

নন-ভেরিফায়েড যতগুলি সিম থাকবে, সেগুলির মধ্যে একটি বাদ দিয়ে বাকি সব ডিলিট করা হবে। জম্মু ও কাশ্মীর, উত্তরপূর্ব ভারতের ইউজারদের ক্ষেত্রে ছয়টি সিম কার্ড পুনরায় ভেরিফাই করা হবে। অর্ডারে আরও বলা হয়েছে, সাবস্ক্রাইবারদের কাছেই অপশন দেওয়া হবে, কোন টেলিকম সংস্থার সিম তাঁরা রিটেন করবেন এবং কোন সংস্থার সিম ডিঅ্যাক্টিভেট করবেন। অর্ডারে টেলিকম মন্ত্রকের তরফে পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছে, “ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, ডেটা অ্যানালিটিক্স করার সময় কোনও ব্যক্তির কাছে যদি নয়টির অধিক সিম কার্ড (জম্মু-কাশ্মীর, উত্তরপূর্ব, অসমের ক্ষেত্রে ছয়টি) পায়, তাহলে প্রতিটি সিম কার্ডই রি-ভেরিফাই করা হবে।”

টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কেন এমনতর সিদ্ধান্ত নেওয়া হল? আর্থিক তছরুপ, গ্রাহকের কাছে উপদ্রব সৃষ্টিকারী ফোন কল এবং বিভিন্ন ভুয়ো কার্যকলাপ বন্ধ করতেই এই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার। পাশাপাশি এই বিশেষ মন্ত্রকের (DoT) তরফ থেকে পরিষ্কার করে টেলিকম অপারেটরগুলিকে বলা হয়েছে, যে সমস্ত মোবাইল নম্বর নিয়ে সংশয় দেখা যাবে এবং একাধিক অভিযোগ থাকবে, ডেটাবেস থেকে সেই সব নম্বর মুছে ফেলতে হবে।

নিয়ম অনুসারে, ফ্ল্যাগড মোবাইল কানেকশনের (যেগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে) আউটগোয়িং সুবিধা, যার মধ্যে ডেটা সার্ভিসও রয়েছে, তা বাতিল করা হবে ৩০ দিনের মধ্যেই এবং ইনকামিং সার্ভিস বাতিল করা হবে ৪৫ দিনের মধ্যে। এখন গ্রাহক যদি ভেরিফিকেশনের জন্য নিজের নম্বরটি নথিভু্ক্ত করেন এবং মোবাইল সংযোগ বিচ্ছিন্ন বা ট্রান্সফার করার জন্য আত্মসমর্পণ করেন, তাহলে সেক্ষেত্রেই এই নিয়ম লাগু হবে। তবে রি-ভেরিফিকেশনের জন্য যদি কোনও ইউজারই নম্বর নথিভুক্ত না করেন, তাহলে সেই ফ্ল্যাগড নম্বর ৬০ দিনের মধ্যেই ডি-অ্যাক্টিভেট করা হবে। প্রসঙ্গত, কানেকশন বাতিল করার জন্য ৭ ডিসেম্বর থেকে দিন গণনা করবে দেশের টেলিকমিউনিকেশনস মন্ত্রক।

অর্ডারে আরও বলা হয়েছে, “এখন কোনও সাবস্ক্রাইবার যদি আন্তর্জাতিক রোমিংয়ের আওতায় থাকেন বা তিনি যদি হাসপাতালে ভর্তি থাকেন বা অন্য কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে তাঁকে আরও অতিরিক্ত ৩০ দিন সময় দেওয়া হবে।” এদিকে আবার কোনও ফোন নম্বর যদি ভুয়ো কলার হিসেবে কোনও আইন প্রয়োগকারী সংস্থা বা আর্থিক প্রতিষ্ঠানের দ্বারা চিহ্নিত হয়, তাহলে তা ৫ দিনের মধ্যে বাতিল করা হবে। এছাড়াও ইনকামিং কানেকশন ১০ দিনের মধ্যে বিচ্ছিন্ন করা হবে এবং ভেরিফাই না করা হলে ১৫ দিনের মধ্যেই সেই নম্বরে সমস্ত কানেকশন বাতিল করা হবে।

আরও পড়ুন: Smart Home Devices: পাঁচ হাজারের কম দামের ১৫টি ইলেকট্রনিক্স ডিভাইস, বাড়িকে বানাবে ঝাঁ-চকচকে স্মার্ট হোম

আরও পড়ুন: Microsoft Windows 11: নোটপ্যাডের ডার্ক মোড পরীক্ষা করছে মাইক্রোসফট, মাল্টি-লেভেল আনডু ফিচার পাচ্ছে উইন্ডোজ ১১

আরও পড়ুন: Telegram New Privacy Features: কনটেন্টের সুরক্ষা এবং ডিলিট বাই ডেট-সহ একাধিক ফিচার্স যোগ হল টেলিগ্রামের লেটেস্ট আপডেটে

Next Article