AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Noise Sense: নেকব্যান্ড স্টাইলের এই ব্লুটুথ ইয়ারফোনের দাম ভারতে কত? কী কী ফিচার রয়েছে?

এই ইয়ারফোনে রয়েছে ডুয়াল পেয়ারিং ফিচার। অর্থাৎ একই সঙ্গে দু'টি ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা সম্ভব এই ইয়ারফোন। 

Noise Sense: নেকব্যান্ড স্টাইলের এই ব্লুটুথ ইয়ারফোনের দাম ভারতে কত? কী কী ফিচার রয়েছে?
নয়েজ সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ইয়ারফোন কিনতে পারবেন গ্রাহকরা। 
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 8:06 AM
Share

নয়েজ সংস্থার নতুন ব্লুটুথ নেকব্যান্ড লঞ্চ হয়েছে ভারতে। জানা গিয়েছে, নয়েজ Sense ব্লুটুথ নেকব্যান্ড স্টাইলের এই ইয়ারফোনে রয়েছে দুটো আলাদা রঙের অপশন। অর্থাৎ দু’টি রঙে দেশে লঞ্চ হয়েছে এই ইয়ারফোন। এই ইন-ইয়ার ব্লুটুথ ইয়ারফোনে রয়েছে ভয়েস অ্যাসিসট্যান্ট কন্ট্রোল। এর সঙ্গে থাকছে একটি ভাইব্রেশন অ্যালার্ট। অর্থাৎ যখন ইউজারের ফোনের ফোন আসবে, সেই সময় এই ইয়ারফোন যদি ইউজারের স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে ইউজার ফোনকলের জন্য ভাইব্রেশন অ্যালার্ট পাবেন।

ওয়্যারলেস এই ইয়ারফোন একটি IPX5 রেডেট অডিয়ো ডিভাইস। অর্থাৎ এই ইয়ারফোন জলের ক্ষেত্রে রেসিসট্যান্ট বা ওয়াটার রেসিসট্যান্ট। অন্যদিকে জানা গিয়েছে, নয়েজ সংস্থার এই সেন্স ব্লুটুথ ইয়ারফোনে রয়েছে কোম্পানির অত্যন্ত গুরুত্বপূর্ব ফাস্ট চার্জিং টেকনোলজি। এর সাহায্যে মাত্র আট মিনিট চার্জ দিলে আট ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যায় বলে দাবি করেছেন নয়েজ কর্তৃপক্ষ।

ভারতে নয়েজ সেন্স ব্লুটুথ নেকব্যান্ড স্টাইল ইয়ারফোনের দাম কত?

জানা গিয়েছে, এই ইয়ারফোনের দাম দেশে ১০৯৯ টাকা। তবে এটা ছাড়যুক্ত দাম। কারণ এই ইয়ারফোনের আসল দাম ২৪৯৯ টাকা। নয়েজ সংস্থা অবশ্য জানায়নি এ কতদিন পর্যন্ত এই বিপুল পরিমাণ ছাড় বজায় থাকবে। কালো এবং নীল রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজ সেন্স ব্লুটুথ নেকব্যান্ড স্টাইল ইয়ারফোন। নয়েজ সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ইয়ারফোন কিনতে পারবেন গ্রাহকরা।

নয়েজ সেন্স ব্লুটুথ নেকব্যান্ড স্টাইল ইয়ারফোনের বিশেষ কয়েকটি ফিচার

  • এই ইয়ারফোনে রয়েছে একটি ইনবিল্ট মাইক। এর সাহায্যে ফোন এলে কথা বলতে সুবিধা হবে ইউজারদের।
  • এছাড়াও রয়েছে টাচ কন্ট্রোল। ফোন এলে তা ধরা-ছাড়ার ক্ষেত্রে কিংবা আওয়াজ কমানো-বাড়ানোর ক্ষেত্রে অথবা গান পরিবর্তনের জন্য এই টাচ কন্ট্রোল ব্যবহার করা যাবে।
  • এই ইয়ারফোনে রয়েছে ডুয়াল পেয়ারিং ফিচার। অর্থাৎ একই সঙ্গে দু’টি ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা সম্ভব এই ইয়ারফোন।
  • ব্লুটুথ ভি৫ কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে নয়েজের এই নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনে।
  • নয়েজ সেন্স ব্লুটুথ নেকব্যান্ড আসলে একটি IPX5 রেটেড ডিভাইস। ঘাম এবং জলের ক্ষেত্রে এই ডিভাইস রেসিসট্যান্ট।
  • এছাড়াও জানা গিয়েছে, নয়েজের এই ইয়ারফোনে চার্জ দেওয়ার জন্য রয়েছে একটি টাইপ- সি ইউএসবি পোর্ট।
  • ব্যাটারি লাইফের ক্ষেত্রে নয়েজ সংস্থার দাবি মাত্র ৮ মিনিট চার্জ দিলে ৮ ঘণ্টা চলার মতো ব্যাটারি লাইফ পাওয়া যায়। এক্ষেত্রে ব্যবহার করা হয় Instacharge ফাস্ট চার্জিং প্রযুক্তি। পুরো চার্জ থাকলে মোট ২৫ ঘণ্টা প্লেটাইম সাপোর্ট দিতে পারবে এই ইয়ারফোন। এর ওজন ৩০ গ্রাম।

আরও পড়ুন- WhatsApp Latest News: বেশ কিছু স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ! তালিকায় দেখে নিন আপনার ফোন আছে কি না…