AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oppo Air Glass: এবার স্মার্ট চশমা বাজারে নিয়ে আসছে ওপ্পো, দারুণ লুকের পাশাপাশি রয়েছে চমক লাগানো ফিচার…

এই এয়ার গ্লাস পরিধানকারীরা টাচ, ভয়েস এবং মাথার অঙ্গভঙ্গি ব্যবহার করে নোটিফিকেশনগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি, তারা এয়ার গ্লাসের টাচ বারটিতে ট্যাপ করে সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখতেও পাবেন।

Oppo Air Glass: এবার স্মার্ট চশমা বাজারে নিয়ে আসছে ওপ্পো, দারুণ লুকের পাশাপাশি রয়েছে চমক লাগানো ফিচার...
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 8:45 AM
Share

নির্ধারিত সময়েই চিনে ভার্চুয়ালি অনুষ্ঠিত হল Oppo Inno Day ২০২১ বার্ষিক ইভেন্টটি। ইভেন্টের প্রথম দিনেই Oppo-তাদের দুটি বিশেষ প্রোডাক্ট, Oppo Air Glass স্মার্টগ্লাস এবং MariSilicon X ইমেজিং নিউরাল প্রসেসিং ইউনিট (NPU) প্রকাশ্যে নিয়ে এল। জানা গিয়েছে, হালকা ওজনের এয়ারগ্লাসটি সিঙ্গল গ্লাস ডিজাইন সহযোগে মার্কেটে আসতে চলেছে। গ্লাসটিকে একটি কাস্টম প্রজেক্টরের সাথে লাগানো হয়েছে।

এছাড়াও, সুরক্ষার জন্য এটির উপরের অংশে যুক্ত করা হয়েছে একটি স্যাফায়ার ক্রিস্টাল গ্লাসও। অন্যদিকে, MariSilicon X-এর উদ্দেশ্য হল Oppo-র স্মার্টফোনে আরও উন্নত মানের ফটোগ্রাফি অফার করা। সংস্থাটির দাবি অনুযায়ী, সদ্য চালু হওয়া এই NPU টি যথেষ্ট শক্তি সাশ্রয়ী। এটির বিশেষ ফিচারগুলির মধ্যে একটি হল, রাতে 4K ভিডিয়ো রেকর্ড করার ক্ষমতা। পোর্টেবেল এয়ারগ্লাসটিতে কোয়ালকম স্ম্যাপড্রাগন ওয়ার ৪১০০ প্ল্যাটফর্ম ব্যবহার করা রয়েছে।

Oppo Air Glass

এছাড়া, সিঙ্গল গ্লাস ডিজাইনবিশিষ্ট এয়ার গ্লাসটিতে একটি মাইক্রো-এলইডি ও একটি স্পার্ক মাইক্রো প্রজেক্টরও বর্তমান, যা স্ক্র্যাচ-প্রতিরোধী স্যাফায়ার ক্রিস্টালটির দুটি স্তরে তথ্য পাঠাতে সক্ষম হবে। প্রজেক্টরটি আবার একটি পাঁচ-লেন্সের প্রোজেকশন সিস্টেম দ্বারা নির্মিত। অন্যদিকে, স্যাফায়ার ক্রিস্টালটিতে একটি বিচ্ছুরণকারী অপটিক্যাল ওয়েভগাইড ব্যবহার করা হয়েছে, যা সম্ভবত ১,৪০০ নিট ব্রাইটনেসের সাথে সাথে ২৫৬-লেভেল গ্রে স্কেল ডিসপ্লে এরিয়া অফার করবে।

ওপ্পো এয়ার গ্লাস, সব ধরনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। এমনকী, যারা চশমা পরে তাদের জন্যও এটি সমান ভাবে ব্যবহার উপযোগী হবে বলে জানা গিয়েছে। সিলভার ও ব্ল্যাক, দুই কালার বিকল্প সহ এই গ্লাসটি বাজারে আসতে চলেছে। এই এয়ার গ্লাসটি, ওপ্পো স্মার্টফোন অথবা ওপ্পো স্মার্টওয়াচে ইনস্টল করা স্মার্ট গ্লাস অ্যাপটির মাধ্যমেও খুব সহজে অপারেট করা যাবে।

আবার এই এয়ার গ্লাস পরিধানকারীরা টাচ, ভয়েস এবং মাথার অঙ্গভঙ্গি ব্যবহার করে নোটিফিকেশনগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি, তারা এয়ার গ্লাসের টাচ বারটিতে ট্যাপ করে সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখতেও পাবেন। সর্বোপরি, রিয়েল-টাইম নোটিফিকেশনের সতর্কতা ছাড়াও, এয়ার গ্লাসটি, আবহাওয়ার আপডেট কিংবা ক্যালেন্ডার মিটিং সম্পর্কিত তথ্যগুলি জানার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে ।

অন্যান্য ফিচারগুলির মধ্যে Oppo Air Glass-এ রয়েছে একটি টেলিপ্রম্পটার মোড এবং একটি অনুবাদ মোড। এটি ভয়েসকে টেক্সটে রূপান্তর করার পর সেটিকে পছন্দের ভাষায় অনুবাদ করতে সক্ষম। তবে, আপাতত কেবল ইংরাজী এবং চীনা ভাষাতেই অনুবাদ করতে পারবে এই বিশেষ পরিধানযোগ্য গ্লাসটি। পাশাপাশি, এটি একটি নেভিগেশন ফিচারও অফার করবে, যা হাঁটা বা দৌড়ানোর সঙ্গে সঙ্গে সাইকেল চালানোর সময়েও বেশ উপযোগী হবে।

আরও পড়ুন: Covid Kilos: কোভিডকালে অতিরিক্ত ওজন? জাস্ট একটা আইফোনেই কেল্লাফতে! ফিরে পাবেন ছিপছিপে গড়ন…

আরও পড়ুন: Samsung Galaxy Tab A8: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে এই ট্যাব, দেখে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন