বড় AC-কে হার মানাবে 409 টাকার এই Portable AC, একটু বরফ আর জল দিলেই ঘরে হাড় কাঁপানো ঠান্ডা

এই পোর্টেবল এসি আপনি পেয়ে যাবেন Amazon-এ। এমনিতে hYwecy Portable AC-র দাম 12,499 টাকা। Amazon ছোট্ট এই এসির উপরে 32% ছাড় দিচ্ছে। ফলে, মাত্র 8,551 টাকা খরচে হবে এই এসি ক্রয় করতে।

বড় AC-কে হার মানাবে 409 টাকার এই Portable AC, একটু বরফ আর জল দিলেই ঘরে হাড় কাঁপানো ঠান্ডা
ছোট্ট এসি, তার ক্ষমতা বিরাট।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 7:23 PM

hYwecy Portable AC: চমৎকার একটি Portable AC হাজির হয়েছে। যা আপনি বেডরুম থেকে শুরু করে অফিস, কলেজ সর্বত্র ব্যবহার করতে পারবেন। গরমটা কীরকম পড়েছে বলুন তো! প্যাচপ্যাচে গরমে বাড়িতে শুধু পাখা চললেই হবে না। দরকার একটা Air Conditioner-এরও। কিন্তু সবার পক্ষে তো আর AC কেনা সম্ভব নয়। অত টাকা খরচ করে একটা এসি কেনা অনেকের কাছেই বিলাসিতা হয়ে যায়। তাই, বিকল্প হিসেবে বাজারে রয়েছে একাধিক Portable Mini AC। তেমনই একটি ছোট্ট এসি আপনার জন্য নিয়ে এসেছে hYwecy নামের একটি ব্র্যান্ড। এখন এই পোর্টেবল এসি কিনতে আপনার কত টাকা খরচ হবে, তার পরিবর্তে কী-কী ফিচার ও স্পেসিফিকেশন ব্যবহার করতে পারবেন, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

hYwecy Portable AC: কত দাম, কোথায় পাবেন?

এই পোর্টেবল এসি আপনি পেয়ে যাবেন Amazon-এ। এমনিতে hYwecy Portable AC-র দাম 12,499 টাকা। কিন্তু আপনি এই এসি বাড়ি নিয়ে আসতে চাইলে, আপনাকে এত টাকা খরচ করতে হবে না। কারণ, Amazon ছোট্ট এই এসির উপরে 32% ছাড় দিচ্ছে। ফলে, মাত্র 8,551 টাকা খরচে হবে এই এসি ক্রয় করতে।

পাশাপাশি দুই ধরনের EMI অফারই রয়েছে এই এসির সঙ্গে। স্ট্যান্ডার্ড EMI অপশনে এই পোর্টেবল এসির জন্য প্রতি মাসে আপনাকে 409 টাকা খরচ করতে হবে। এছাড়াও আপনার কাছে যদি Amazon Pay ICICI কার্ড থাকে, তাহলে আপনি No Cost EMI-এ এই ডিভাইসটি ক্রয় করতে পারবেন প্রতি মাসে 361.73 টাকা।

এরপরেও রয়েছে আরও একাধিক ব্যাঙ্ক অফার। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই এসি কিনলে আপনি পেয়ে যাবেন 750 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আবার, HSBC Cashback Credit Card ব্যবহার করে এই এসি কিনলে আপনি পেয়ে যাবেন 250 টাকা ক্যাশব্যাক।

Portable AC

hYwecy Portable AC: ফিচার্স ও কীভাবে কাজ করে?

সবুজ রঙের এই পোর্টেবল এসি আপনি কন্ট্রোল করতে পারবেন বাটনের সাহায্যে। 5 লিটারের রিজ়ার্ভার ক্যাপাসিটির এই এসির ওয়াটেজ 18। মোট তিনটি স্পিডে চলবে এসিটি। পোর্টেবল এয়ার কন্ডিশনারটি 4 in 1 মাল্টি ফাংশনের। এর ভিতরে রয়েছে একটি নর্ম্যাল ফ্যান। হিউমিডিফায়ার এবং পিউরিফায়ার হিসেবেও কাজ করে এটি। এর ওয়্যারলেস ডিজ়াইনের জন্য আপনি এটিকে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন।

200ML ওয়াটার ট্যাঙ্ক রয়েছে পোর্টেবল এসিটিতে। সেখানেই আপনাকে জল ও বরফের টুকরো দিতে হবে, যাতে খুব দ্রুত এই এসি থেকে আপনি ঠান্ডা হাওয়া পেতে পারেন। হিউমিডিফায়ারের মতো এটি আপনার ত্বক কখনই শুষ্ক করবে না,বড় বড় এসির ক্ষেত্রে যেমনটা হয়। সাধারণ ফ্যানের থেকে এটি অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি কুলিং ইফেক্ট দিতে পারে।

তিনটি গিয়ার রয়েছে এই এসির, যার সাহায্যে আপনি উইন্ড স্পিড অ্যাডজাস্ট করতে পারবেন। রয়েছে অ্যাডজাস্টেবল এয়ার আউটলেট ডিরেকশন। আপনি যখন ঘুমোবেন, তখন এই পোর্টেবল এসি এক ফোঁটাও আওয়াজ করবে না।

এর ডিসপ্লেতে টাচ করেই আপনি চালাতে পারবেন। টাচ স্ক্রিনটি আপনাকে উইন্ড স্পিড এবং হিউমিডিফিকেশন ফাংশন অ্যাডজাস্ট করতে দেবে কোনও বাটনে প্রেস করা ছাড়াই। টাইপ-সি ইন্টারফেস চার্জিংয়ে ক্ষমতাসম্পন্ন এই পোর্টেবল এসির ব্যাটারি আপনাকে কখনও রিপ্লেস করতে হবে না। পাওয়ার স্টোরেজ 4000mAh , একবার ফুল চার্জ দিলেই তা 5-8 ঘণ্টা চলতে থাকবে

শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে