Realme Buds Air 3: ভারতে আসতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৩, মার্চেই লঞ্চের সম্ভাবনা
Realme Buds Air 3: রিয়েলমি বাডস এয়ার ২- (Realme Buds Air 2)এর সাকসেসর মডেল রিয়েলমি বাডস এয়ার ৩ (Realme Buds Air 3)। নতুন এই ইয়ারবাডসে আগের মতো ইন-ইয়ার (In-ear Design) ডিজাইন থাকতে পারে।
রিয়েলমি বাডস এয়ার ৩ (Realme Buds Air 3), ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি (Realme) সংস্থার এই নতুন ইয়ারবাডস (Earbuds)। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছে। তাঁর দাবি রিয়েলমি বাডস এয়ার ৩ মার্চ মাসে ভারতে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। সূত্রের খবর, দুটো রঙে এই ইয়ারবাডস লঞ্চ হতে পারে ভারতে। গ্যালাক্সি হোয়াইট এবং স্টারি ব্লু, এই দুই রঙে রিয়েলমি বাডস এয়ার ৩ লঞ্চের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি রিয়েলমি সংস্থা তাদের টুইটারে এই নতুন ইয়ারবাডসের লাইভ ছবিও প্রকাশ করেছে।
ভারতে রিয়েলমি বাডস এয়ার ৩, এই ইয়ারবাডসের দাম কত হতে পারে?
শোনা যাচ্ছে ভারতে রিয়েলমি বাডস এয়ার ৩- এর দাম হতে পারে চার হাজার টাকার কম। তবে নির্দিষ্ট ভাবে এই ইয়ারবাডসের দাম ভারতের বাজারে কত হতে চলেছে তা জানা যায়নি।
রিয়েলমি বাডস এয়ার ৩- এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি বাডস এয়ার ২- এর সাকসেসর মডেল রিয়েলমি বাডস এয়ার ৩। নতুন এই ইয়ারবাডসে আগের মতো ইন-ইয়ার ডিজাইন থাকতে পারে। এছাড়াও এই ইয়ারফোনে ট্রিপল মাইক্রোফোনের সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি বাডস এয়ার ৩- এ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ট্রান্সপারেন্ট মোড এবং কাস্টমাইজড অডিয়ো এক্সপিরিয়েন্স করার সুবিধা।
এই ইয়ারবাডসে থাকতে পারে low latency game mode। এর সাহায্যে গেম খেলার সময় রিয়েলমি বাডস এয়ার ৩- এ দারুণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এর সঙ্গে থাকতে পারে Bass Boost+ মোড এবং ইন-ইয়ার ডিটেকশন ফিচার। এই ফিচারের সাহায্যে কান থেকে ইউজার ইয়ারবাডস খোলা মাত্রই প্লেব্যাক আপনাআপনি থেমে যাবে বা পজ হয়ে যাবে। কানেক্টিভিটি ফিচার স্বরূপ এই ইয়ারবাডসে ডুয়াল ডিভাইস কানেকশন ফিচার রয়েছে। অর্থাৎ একইসঙ্গে দুটো ডিভাইস সংযুক্ত করা সম্ভব হবে।
রিয়েলমি বাডস এয়ার ৩ ইয়ারবাডসে মোট ৩০ ঘণ্টার ব্যাটারি লাইফ থাকতে পারে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার ছাড়া। টাইপ- সি চার্জিং পোর্টের সাহায্যে এই ইয়ারবাডসে চার্জ দেওয়া সম্ভব হবে বলে শোনা গিয়েছে। এই ইয়ারবাডসে ৪৮ ডেসিবেলে বেস্ট ইন ক্লাস অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকতে পারে। সেই সঙ্গে ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি থাকারও সম্ভাবনা রয়েছে। ভাল ভয়েস কোয়ালিটির জন্য থাকতে পারে তিনটি মাইক্রোফোনের কনফিগারেশন। এই ইয়ারবাডসে রিয়েলমি লিঙ্ক অ্যাপের সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।