Samsung Grand Sale: স্মার্ট টিভি থেকে স্মার্টফোন, Republic Day Sale-এ হাজার হাজার টাকার ছাড় দিচ্ছে Samsung
Samsung Grand Republic Day Sale: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্যামসাং একটি 'গ্র্যান্ড সেল' ঘোষণা করেছে। এই 'গ্র্যান্ড রিপাবলিক সেল'-এর অংশ হিসেবে বেশ কিছু বিশেষ অফার লাইভ হয়েছে। সেলটি 17 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 21 জানুয়ারি 2023 পর্যন্ত চলবে।
Most Read Stories