49,999 টাকার স্মার্টটিভি মাত্র 7490 টাকায়, Amazon-এ এই অফার পরে আর পাবেন না

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Updated on: Mar 26, 2023 | 12:31 PM

Amazon Offers: আপনাকে এমন কিছু দামি স্মার্ট টিভি সম্পর্কে জানানো হবে যেগুলি আপনি Amazon-এ 84 শতাংশ পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন। চলুন তাহলে সেরা 32-ইঞ্চি স্মার্ট টিভি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Mar 26, 2023 | 12:31 PM
বর্তমানে সব ডিভাইসই স্মার্ট হয়ে উঠছে। এই যেমন ধরুন স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি আর স্মার্টফোন তো বহু বছর ধরেই বাজারে রয়েছে। তার একমাত্র কারণ হল, এইসব ডিভাইস গুলিতে উন্নত ধরনের ফিচার ব্যবহার করা হচ্ছে। আর সেই কারণেই মানুষ সাধারণ ফোন, ঘড়ি, টিভি ছেড়ে স্মার্ট ডিভাইসের দিকে ঝুঁকছে।

বর্তমানে সব ডিভাইসই স্মার্ট হয়ে উঠছে। এই যেমন ধরুন স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি আর স্মার্টফোন তো বহু বছর ধরেই বাজারে রয়েছে। তার একমাত্র কারণ হল, এইসব ডিভাইস গুলিতে উন্নত ধরনের ফিচার ব্যবহার করা হচ্ছে। আর সেই কারণেই মানুষ সাধারণ ফোন, ঘড়ি, টিভি ছেড়ে স্মার্ট ডিভাইসের দিকে ঝুঁকছে।

1 / 7
অনেকেই একটি দুর্দান্ত ফিচার সহ স্মার্ট টিভি কিনতে চান। কিন্তু দাম বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে ইচ্ছে থাকলেও কিনে উঠতে পারেন না। অথচ স্মার্ট টিভি বাড়ির সবচেয়ে প্রয়োজনীয় এবং ব্যয়বহুল জিনিসগুলির মধ্যে একটি। এমন পরিস্থিতিতে, যদি কোথাও কিছু ছাড় পাওয়া যায়, তবে সুযোগ কি আর হাতছাড়া করলে চলে। আপনাকে এমন কিছু দামি স্মার্ট টিভি সম্পর্কে জানানো হবে যেগুলি আপনি Amazon-এ 84 শতাংশ পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন। চলুন তাহলে সেরা 32-ইঞ্চি স্মার্ট টিভি সম্পর্কে জেনে নেওয়া যাক।

অনেকেই একটি দুর্দান্ত ফিচার সহ স্মার্ট টিভি কিনতে চান। কিন্তু দাম বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে ইচ্ছে থাকলেও কিনে উঠতে পারেন না। অথচ স্মার্ট টিভি বাড়ির সবচেয়ে প্রয়োজনীয় এবং ব্যয়বহুল জিনিসগুলির মধ্যে একটি। এমন পরিস্থিতিতে, যদি কোথাও কিছু ছাড় পাওয়া যায়, তবে সুযোগ কি আর হাতছাড়া করলে চলে। আপনাকে এমন কিছু দামি স্মার্ট টিভি সম্পর্কে জানানো হবে যেগুলি আপনি Amazon-এ 84 শতাংশ পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন। চলুন তাহলে সেরা 32-ইঞ্চি স্মার্ট টিভি সম্পর্কে জেনে নেওয়া যাক।

2 / 7
LEEMA 32 ইঞ্চি স্মার্ট LED TV: LEEMA 32 ইঞ্চি স্মার্ট LED টিভির MRP 49,999 টাকা, তবে 84 শতাংশ ছাড়ের পরে 7,990 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। ব্যাঙ্ক অফারের কথা বললে, আপনি IDBI ব্যাঙ্ক বা J&K ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 10 শতাংশ (500 টাকা পর্যন্ত) ইন্সট্যান্ট ছাড় পেতে পারেন৷ এছাড়াও এক্সচেঞ্জ অফারে 2,500 টাকা পর্যন্ত বাঁচতে পারে। ব্যাঙ্ক অফারের পরে, দাম হবে 7,490 টাকা।

LEEMA 32 ইঞ্চি স্মার্ট LED TV: LEEMA 32 ইঞ্চি স্মার্ট LED টিভির MRP 49,999 টাকা, তবে 84 শতাংশ ছাড়ের পরে 7,990 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। ব্যাঙ্ক অফারের কথা বললে, আপনি IDBI ব্যাঙ্ক বা J&K ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 10 শতাংশ (500 টাকা পর্যন্ত) ইন্সট্যান্ট ছাড় পেতে পারেন৷ এছাড়াও এক্সচেঞ্জ অফারে 2,500 টাকা পর্যন্ত বাঁচতে পারে। ব্যাঙ্ক অফারের পরে, দাম হবে 7,490 টাকা।

3 / 7
Acer 32 ইঞ্চি S সিরিজ স্মার্ট LED টিভি: Acer 32 ইঞ্চি S Series Smart LED TV-এর MRP 22,990 টাকা কিন্তু 48% ছাড়ের পরে 11,999 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্কের অফারগুলির মধ্যে রয়েছে IDBI ব্যাঙ্ক বা J&K ব্যাঙ্কের কার্ড পেমেন্টে 10 শতাংশ (500 টাকা পর্যন্ত) ইন্সট্যান্ট ছাড় পাবেন৷ এক্সচেঞ্জ অফার থেকে 3,710 টাকা ছাড় পাওয়া যাবে।

Acer 32 ইঞ্চি S সিরিজ স্মার্ট LED টিভি: Acer 32 ইঞ্চি S Series Smart LED TV-এর MRP 22,990 টাকা কিন্তু 48% ছাড়ের পরে 11,999 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্কের অফারগুলির মধ্যে রয়েছে IDBI ব্যাঙ্ক বা J&K ব্যাঙ্কের কার্ড পেমেন্টে 10 শতাংশ (500 টাকা পর্যন্ত) ইন্সট্যান্ট ছাড় পাবেন৷ এক্সচেঞ্জ অফার থেকে 3,710 টাকা ছাড় পাওয়া যাবে।

4 / 7
VW 32 ইঞ্চি ফ্রেমলেস সিরিজ স্মার্ট এলইডি টিভি: VW 32 ইঞ্চি ফ্রেমলেস সিরিজ স্মার্ট এলইডি টিভির MRP 16,999 টাকা কিন্তু 53% ছাড়ে 7,999 টাকায় পাওয়া যাচ্ছে। এই স্মার্ট টিভিটি প্রতি মাসে 382 টাকার সহজ EMI দিয়েও কেনা যাবে। এক্সচেঞ্জ অফারে 2,500 টাকা ছাড় পাওয়া যাবে।

VW 32 ইঞ্চি ফ্রেমলেস সিরিজ স্মার্ট এলইডি টিভি: VW 32 ইঞ্চি ফ্রেমলেস সিরিজ স্মার্ট এলইডি টিভির MRP 16,999 টাকা কিন্তু 53% ছাড়ে 7,999 টাকায় পাওয়া যাচ্ছে। এই স্মার্ট টিভিটি প্রতি মাসে 382 টাকার সহজ EMI দিয়েও কেনা যাবে। এক্সচেঞ্জ অফারে 2,500 টাকা ছাড় পাওয়া যাবে।

5 / 7
Redmi 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড 11 সিরিজ স্মার্ট এলইডি টিভি: রেডমি 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড 11 সিরিজের স্মার্ট এলইডি টিভির আসল দাম 24,999 টাকা। তবে 44% ছাড়ে 13,999 টাকায় বিক্রি করা হচ্ছে। ব্যাঙ্ক অফারের কথা বললে, আপনি IDBI ব্যাঙ্ক বা J&K ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 10 শতাংশ (500 টাকা পর্যন্ত) ইন্সট্যান্ট ছাড় পেতে পারেন৷

Redmi 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড 11 সিরিজ স্মার্ট এলইডি টিভি: রেডমি 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড 11 সিরিজের স্মার্ট এলইডি টিভির আসল দাম 24,999 টাকা। তবে 44% ছাড়ে 13,999 টাকায় বিক্রি করা হচ্ছে। ব্যাঙ্ক অফারের কথা বললে, আপনি IDBI ব্যাঙ্ক বা J&K ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 10 শতাংশ (500 টাকা পর্যন্ত) ইন্সট্যান্ট ছাড় পেতে পারেন৷

6 / 7
Samsung 32 ইঞ্চি ওয়ান্ডারটেইনমেন্ট সিরিজ এলইডি স্মার্ট টিভি: Samsung 32 ইঞ্চি ওয়ান্ডারটেইনমেন্ট সিরিজ এলইডি স্মার্ট টিভির দাম 22,900 টাকা। কিন্তু 39% ছাড়ের পরে 13,990 টাকায় পাওয়া যাচ্ছে । এক্সচেঞ্জ অফারে 3,710 টাকার ছাড় পাওয়া যাবে।

Samsung 32 ইঞ্চি ওয়ান্ডারটেইনমেন্ট সিরিজ এলইডি স্মার্ট টিভি: Samsung 32 ইঞ্চি ওয়ান্ডারটেইনমেন্ট সিরিজ এলইডি স্মার্ট টিভির দাম 22,900 টাকা। কিন্তু 39% ছাড়ের পরে 13,990 টাকায় পাওয়া যাচ্ছে । এক্সচেঞ্জ অফারে 3,710 টাকার ছাড় পাওয়া যাবে।

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla