Weight Loss Shoes: দুর্ধর্ষ স্মার্ট জুতো, মোবাইল কানেক্ট করে মাস দুয়েকের মধ্যেই মেদ ঝরিয়ে ছিপছিপে গড়ন এনে দিতে পারে, দাম ও ফিচার্স জেনে নিন
Best Shoe For Weight Loss: আপনার স্মার্ট ফোনের সঙ্গেও কানেক্ট করতে পারে, এমন জুতো এসে গিয়েছে বাজারে। আন্ডারের আর্মারের সেই ফ্লো জুতোটি খুব দ্রুত আপনার ওজন কমিয়ে ছিপছিপে গড়ন এনে দিতে পারে।
আচ্ছা ওয়েট লস (Weight Loss Tips) করার কতগুলি পদ্ধতি আপনার জানা আছে? অনেক, তাই না? কখনও কড়া ডায়েট, কখনও আবার হাল্কা ডায়েট। তবে যত ডায়েটই আপনি করুন না কেন, ওজন কমানোর জন্য ব্যায়াম আর দৈনন্দিন দৌড়ের থেকে ভাল উপায় আর কিছু নেই। সেই দৌড় বা ব্যায়াম যে শুধুই আপনার ওজন কমাতে সাহায্য করবে এমনটা নয়। তার থেকেও বড় কথা হল, সুস্বাস্থ্যের অধিকারী হতে যোগাসন, অন্যান্য ব্যায়াম বা দৌড়ের থেকে ভাল পন্থা আর কিছু হতে পারে না। আর ভাল ভাবে ব্যায়াম এবং দৌড়ের জন্য আপনার অতি অবশ্যই একটা ভাল স্পোর্টস শু দরকার। একটা ভাল জুতোই পারে আপনার শরীরের সবথেকে ভাল ভাবে খেয়াল রাখতে। সারা বিশ্বের নামীদামি জুতো প্রস্তুতকারক সংস্থাগুলি ফিটনেস ফ্রিকদের জন্য ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা করেই চলেছে। আমেরিকান জুতো নির্মাতা আন্ডার আর্মার (Under Armour) বা UA একটি চমৎকার জুতো লঞ্চ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই জুতো স্মার্টওয়াচের থেকেও ভাল হতে পারে। আপনার ওয়েট লস করাতে একপ্রকার প্রশিক্ষক হিসেবে কাজ করবে এই জুতোটি। আপনি কত ধাপ হেঁটেছেন, তার সবকিছুই বলে দেবে অ্যাপটি।
মোবাইল কানেক্ট করতে সক্ষম
এই জুতোর সমস্ত স্মার্ট কাজকর্ম যাতে আপনি অনায়াসে করতে পারেন, তার জন্য একটি মোবাইল অ্যাপও নিয়ে এসেছে আন্ডার আর্মার। সেই অ্যাপটির নাম UA MAPMYRUN। প্রতিদিন কতক্ষণ দৌড়চ্ছেন, কতগুলি স্টেপ ফেলছেন, কতটা ফ্যাট বার্ন করতে পারছেন, তার খুঁটিনাটি সব তথ্যই তুলে ধরবে অ্যাপটি। পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে অ্যাপটি এ-ও জানিয়ে দেবে যে, আপনাকে আর কতটা ওয়ার্কআউট করতে হবে। বিশেষ এই জুতোটির নাম দেওয়া হয়েছে আন্ডার আর্মার ফ্লো।
এতদিন যাবাৎ আন্ডার আর্মার ব্র্যান্ডটি বিশ্বের সীমিত কয়েকটি দেশেই উপলব্ধ ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেট। বছর দুয়েক আগে ভারতেও এসেছে আন্ডার আর্মারের জুতো। খুব সম্ভবত এই আন্ডার আর্মার ফ্লো জুতোটিও শীঘ্রই ভারতে আসছে। যদিও কবে নাগাদ এই জুতোটি ভারতে লঞ্চ হবে এবং তার দামই বা কত হতে পারে, সে বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।
এই জুতো পরলে আপনি কী কী সুবিধা উপভোগ করবেন
আন্ডার আর্মার ফ্লো জুতোটি পরে সবথেকে বড় যে সুবিধাটি আপনি পাবেন, তা হল ক্যালোরির কাউন্ট দিতে থাকবে এটি এবং তা রিয়্যাল টাইম ভিত্তিতেই। নির্দিষ্ট একটা দিনে কতটা পথ হাঁটলে আপনার সে দিনের মতো ক্যালোরি বার্ন হবে, কতটা হয়েছে, জানিয়ে দেবে আন্ডার আর্মার ফ্লো জুতোর এই অ্যাপটি।
2019 সালে আন্ডার আর্মার কোম্পানিটি ভারতে তাদের প্রথম জুতো নিয়ে আসে। সংস্থাটি ভারতে এর আগে ব্যবসা করত না। দেশের বেশ কয়েকটি বড় শহরে ইতিমধ্যে স্টোরও খুলে বসেছে আন্ডার আর্মার। প্রসঙ্গত, আন্ডার আর্মার ফ্লো জুতোটি মার্কিন যুক্তরাষ্ট্রে 160 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 12,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এখন ভারতেও এই জুতোটির দাম 12,000 টাকা বা তার বেশিই হয় কি না, সেটাই এখন দেখার।