হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ তাদের ফিচার ‘ডিলিট ফর এভরিওয়ান’- এর সময়ের মেয়াদ বাড়ানোর জন্য কাজ শুরু করেছে। সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই শোনা গিয়েছে। এর পাশাপাশি আর একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে যে, ফেসবুক (বর্তমানে মেটা) অধিকৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের তরফে একটি নতুন ভিডিয়ো প্লেব্যাক ইন্টারফেসের রোল আউট শুরু হয়েছে আইওএস ভার্সানে। এর মাধ্যমে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এ জাতীয় আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিয়ো নিয়ে কাজ হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, চার বছর আগে ২০১৭ সালে মেসেজ ডিলিট করার জন্য ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার চালু করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। প্রাথমিক ভাবে এই ফিচারের জন্য সাত মিনিট সময়সীমা ছিল। কয়েকমাস পরে এই সময়সীমা বাড়িয়ে এক ঘণ্টার বেশি করা হয়। শোনা যাচ্ছে, এবার ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের ক্ষেত্রে সময়সীমা আরও বাড়ানো হবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড বিটা ভার্সান ভি২.২১.২৩.১- র ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের সময়সীমা সম্ভবত বাড়ানো হবে।
সূত্রের খবর, এবার indefinite পিরিয়ড বা অনির্দিষ্ট সময়ের জন্য এই ফিচার আপডেট করা হবে। ২০১৮ সালে এই সময়সীমা ছিল ৪০৯৬ সেকেন্ডের। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম চালু হয়েছে। অর্থাৎ ডেভেলপিং পর্যায়ে রয়েছে এই ফিচার। কবে হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার এই নতুন ফিচার লঞ্চ হবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
এই ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপের যেকোনও গ্রুপ বা ব্যক্তিগত চ্যাটে ভুল করে পাঠিয়ে ফেলে মেসেজ ওই নির্দিষ্ট ইউজার দেখার আগেই মুছে ফেলতে পারেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, মেসেজ ডিলিট হয়ে গেলে সেই জায়গায় একটি নোটিফিকেশন আসবে। আর সেখানে লেখা থাকবে যে হোয়াটসঅ্যাপ মেসেজটি সফলভাবে ডিলিট হয়ে গিয়েছে। এই ‘ডিলিট ফর এভরিওয়ান’ ছাড়াও হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিটের জন্য রয়েছে আরও একটি ফিচার। তাকে বলা হয়ে ‘ডিলিট ফর মি’। এক্ষেত্রে যে ইউজার মেসেজ পাঠাচ্ছেন শুধু তার জন্যই মেসেজ ডিলিটের অপশন রয়েছে।
এদিকে আবার হোয়াটসঅ্যাপ পেমেন্ট পদ্ধতিতে যুক্ত হয়েছে ক্যাশব্যাকের পরিষেবা। এই ফিচারের মাধ্যনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠালে ৫১ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। কেবলমাত্র অ্যানড্রয়েড বিটা ভার্সানেই সেই ফিচার পাওয়া যাবে।
আরও পড়ুন- Facebook Name Change: ফেসবুকের নাম বদল, কী পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে?
আরও পড়ুন- WhatsApp Payments: হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠালেন গ্রাহকরা পাবেন ৫১ টাকা ক্যাশব্যাক