WhatsApp Paid Subscription: হোয়াটসঅ্যাপ আর ফ্রি নয়! এই বিশেষ ফিচারটি ব্যবহার করতে এবার টাকা লাগবে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 21, 2022 | 6:13 PM

Multi-Device Support: ১০টি ডিভাইসে একটাই হোয়াটসঅ্য়াপ অ্যাকাউন্ট চালানোর সুবিধা গ্রাহকদের দিতে চলেছে মেটার এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। তবে তার জন্য গ্রাহকদের টাকা খরচ করতে হবে।

WhatsApp Paid Subscription: হোয়াটসঅ্যাপ আর ফ্রি নয়! এই বিশেষ ফিচারটি ব্যবহার করতে এবার টাকা লাগবে
প্রতীকী ছবি।

Follow Us

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) খুব সম্প্রতি মাল্টি-ডিভাইস সাপোর্ট (Multi-Device Support) নিয়ে হাজির হয়েছে। বহু প্রতিক্ষিত এই ফিচারটি অনেক দিন আগেই টেলিগ্রামে দেওয়া হয়েছিল। বেশ কিছুটা পরে হলেও হোয়াটসঅ্যাপ মাল্টি-ডিভাইস সাপোর্ট আসার ফলে বহু ইউজারের সুবিধা হয়েছে। এই ফিচারের সাহায্যে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একই সঙ্গে মোট চারটি ডিভাইসে ব্যবহার করা যায়। তবে এবার গ্রাহকদের এই মাল্টিড-ডিভাইস সাপোর্টেই অন্তত ১০টি ডিভাইসে ইউজারদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সুযোগ দেবে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। অর্থাৎ একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে মোট ১০টি ডিভাইসে। আর এই বিরাট সুবিধার জন্য গ্রাহকদের কাছে টাকাও চার্জ করবে হোয়াটসঅ্যাপ। তার জন্যই নিয়ে আসা হচ্ছে পেইড সাবস্ক্রিপশনও (Paid Subscription)।

কেবল মাত্র বিজ়নেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য নয়, একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি ফোন নম্বরে, দুটি সিম কার্ড ব্যবহারকারীদের জন্যও জনপ্রিয় হয়েছে। এর দ্বারা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা, যাঁরা কোনও ব্যবসা চালান, তাঁরা তাঁদের কাস্টমারদের একাধিক সমস্যার সমাধানও যেমন করতে পারছেন, তেমনই আবার তাঁদের অর্ডার নেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিতে পারছেন।

এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ তার মাল্টি-ডিভাইস সাপোর্টের মাধ্যমে গ্রাহকদের মোট চারটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত করে রাখতে পারে, যা সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ বিজনেস, দুয়ের ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। সম্প্রতি হোয়টাসঅ্যাপ ফিচার্স ট্র্যাকার ডব্লুএবিটা ইনফো-র একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই মাল্টি-ডিভাইস সাপোর্ট অনেকটাউ পরিবর্তিত হতে চলেছে, কারণ বিজ়নেস অ্যাকাউন্টের জন্য একটি পেইড সাবস্ক্রিপশন চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই পেইড সাবস্ক্রিপশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বিজ়নেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে মোট ১০টি ডিভাইস ব্যবহারের সুযোগ দেওয়া হবে। এর ফলে হোয়াটসঅ্যাপ বিজ়নেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা কাস্টমার এবং নিজেদের কর্মচারীদের সঙ্গে জুড়ে থাকতে পারবেন নিরবচ্ছিন্ন ভাবে।

তবে হোয়াটসঅ্যাপের এই পেইড সাবস্ক্রিপশনের বিষয়টি কেবল মাত্র বিজ়নেস অ্যাকাউন্টের জন্যই সীমাবদ্ধ থাকবে। রেগুলার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ফিচারটি রোলআউট করা হবে না। এদিকে হোয়াটসঅ্যাপের পাইপলাইনে অন্তত ১১টি ফিচার্স রয়েছে, যেগুলি খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে। সেই তালিকায় রয়েছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটি মেসেজ রিঅ্যাকশন, অ্যাডমিনদের জন্য আরও ক্ষমতা-সহ আরও একাধিক ফিচার্স।

আরও পড়ুন: এবার নিজের হাতেই বানিয়ে ফেলুন একটা কুলার, ঠান্ডায় হার মানতে পারে এসি-ও! পদ্ধতিটা এখনই শিখে নিন

আরও পড়ুন: ছবি তোলার সঙ্গে সঙ্গেই তার প্রিন্ট আউট, বাজারে ঝড় তুলছে ৩,৯৯৯ টাকায় ফুজিফিল্মের এই ইনস্ট্যান্ট ক্যামেরা

আরও পড়ুন: মূল্যবৃদ্ধির সময়ে লাগামছাড়া ইলেকট্রিক বিল! ৫০ শতাংশ পর্যন্ত কমাতে পারেন এই ৩ উপায়ে

Next Article