WhatsApp Tricks and Tips: অ্যাপ না খুলেই কীভাবে হোয়াটসঅ্যাপে আসা মেসেজ পড়বেন?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Mar 26, 2022 | 9:53 PM

WhatsApp Tricks and Tips: স্মার্টফোনের (Smartphone) পাশাপাশি হোয়াটসঅ্যাপ ওয়েব (Whatsapp Web) থেকেও চ্যাটবক্স না খুলে কারও পাঠানো মেসেজ পড়া যায়।

WhatsApp Tricks and Tips: অ্যাপ না খুলেই কীভাবে হোয়াটসঅ্যাপে আসা মেসেজ পড়বেন?
ছবি প্রতীকী।

Follow Us

হোয়াটসঅ্যাপ (Whatsapp) না খুলেই কোনও কনট্যাক্ট থেকে আসা মেসেজ পড়তে পারবেন আপনি। বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে হোয়াটসঅ্যাপে (Instant Messaging App Whatsapp) রয়েছে অনেক ট্রিকস (Whatsapp Tricks And Trips)। এইসব সহজ কৌশল শিখে নিতে পারলে উপকারী হবেন আপনিই। অন্যান্য ইউজারদের তুলনায় স্মার্ট হয়ে উঠবেন আপনি। অনেকসময়েই হোয়াটসঅ্যাপে একসঙ্গে অনেক মেসেজ আসে। তখন হয়তো ইউজার সেইসব মেসেজ না খুলেই কী মেসেজ এসেছে সেটা পড়ে নিতে চান। কিন্তু এই ট্রিকস জানা না থাকায় হয়তো মেসেজবক্স খুলে তবেই আপনাকে মেসেজ পড়তে হয়। তাই এই সহজ পদ্ধতি শিখে নিন, যার সাহায্যে হোয়াটসঅ্যাপ না খুলেও সেখানে আসা মেসেজ পড়তে পারবেন আপনি। বেশ সহজেই এই কাজ সম্ভব। কয়েকটি সহজ স্টেপ ফলো করলেই চ্যাট না খুলেও হোয়াটসঅ্যাপে আসা মেসেজ পড়তে পারবেন আপনি।

হোয়াটসঅ্যাপের এই ফিচার যার সাহায্যে অ্যাপ না খুলেও মেসেজ পড়া যায়, সেই সুবিধা পেতে হলে কয়েকটি সহজ অপশন বা স্টেপ অনুসরণ করতে হবে ইউজারদের

১। প্রথমে ইউজারকে নিজের স্মার্টফোনের হোম স্ক্রিনে যেতে হবে। সেই স্ক্রিন খানিকক্ষণ প্রেস করে হোল্ড করে রাখলে widgets অপশনগুলো আপনার সামনে আসবে। সেখানে ক্লিক করতে হবে।

২। এবার আপনি বিভিন্ন সেটিংস বা অ্যাপের জন্য শর্টকাট দেখতে পাবেন। সেখানে হোয়াটসঅ্যাপের জন্যও শর্টকাট অপশন দেখতে পাবেন আপনি।

৩। আপনি যখন হোয়াটসঅ্যাপের 4×1 Widget- এ ক্লিক করবেন তারপর সেটাকে হোম স্ক্রিনে নিয়ে আসতে হবে। এর জন্য খানিকক্ষণ ওটাকে প্রেস করে হোল্ড করে রাখতে হবে।

৪। এবার ওই হোয়াটসঅ্যাপ হোম স্ক্রিনে এসে গেলে সেটিকে এক্সপ্যান্ড করার জন্য আবার কিছুক্ষণ widget- এর উপর প্রেস করে থাকতে হবে। এর পরেই আপনার হোয়াটসঅ্যাপে আসা মেসেজ ওই অ্যাপ না খুলেও পড়তে পারবেন আপনি।

হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেও চ্যাটবক্স না খুলে কারও পাঠানো মেসেজ পড়া যায়। সেক্ষেত্রে-

ইউজারকে মাউসের কারসার ওই চ্যাটবক্সে আসা মেসেজের উপরে নিয়ে যেতে হবে। তাহলে পুরো মেসেজ শো করবে, অর্থাৎ পড়ে নিতে পারবেন আপনি। আর আপনাকে চ্যাটবক্স খুলতেও হবে না। এছাড়াও যদি আপনার ফোনে ডিসপ্লে নোটিফিকেশন অপশন অন থাকে, তাহলেও হোয়াটসঅ্যাপে আসা মেসেজ অ্যাপ না খুলেই দেখতে পাবেন। যখন মেসেজ ঢুকবে তখন নোটিফিকেশন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই মেসেজ দেখা যাবে অ্যাপ না খুলেই।

আরও পড়ুন- WhatsApp tips and tricks: নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপে কীভাবে কাউকে মেসেজ পাঠাবেন?

আরও পড়ুন- Mosquito Killer Lamp: বাড়িতে মশার উপদ্রবে অতিষ্ঠ? এক সেকেন্ডে তাদের গিলে নেবে ২১৭ টাকা দামের ছোট্ট এই ডিভাইস!

Next Article
Daler Mehndi: মেটাভার্সে জমি কিনলেন দালের মেহেন্দি, নাম রাখলেন ‘বল্লে বল্লে ল্যান্ড’
Jio Cricket Add-on Plan: ২৭৯ টাকার অনবদ্য ক্রিকেট প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও, এক বছর বিনামূল্যে ডিজ়নি+ হটস্টার সাবস্ক্রিপশন