YouTube Latest Feature: এবার ইউজাররা নির্দিষ্ট ভিডিয়োর চ্যাপ্টার স্কিপ করে যেতে পারবেন
চ্যাপ্টার-স্কিপ ফিচারটি তখনই কার্যকরী হবে যখন কন্টেন্ট পাবলিশার নিজে ডেস্ক্রিপশনে চ্যাপ্টারের নাম উল্লেখ করে দেবে।
ইউটিউবের নতুন ফিচারে ইউজাররা চাইলে এবার চ্যাপ্টারও স্কিপ করতে পারবেন। আগের বা পরের অধ্যায়ে যেতে ইউজারকে স্রেফ তাঁর দুই আঙুল দিয়ে ডবল ট্যাপ করতে হবে। চ্যাপ্টার-স্কিপ ফিচারটি তখনই কার্যকরী হবে যখন কন্টেন্ট পাবলিশার নিজে ডেস্ক্রিপশনে চ্যাপ্টারের নাম উল্লেখ করে দেবে। এই সপ্তাহের শুরুর দিকেই ইউটিউব একটি স্লাইড-টু-সিক ফিচার এনেছিল যা ইউজারদের তুলনামূলক অনেক সহজে ভিডিয়ো স্ক্রাব করতে সাহায্য করেছে।
ইউটিউবের এই নতুন ফিচারটি প্রথমে একটি রেডিট ইউজার আবিষ্কার করেছিলেন (/u/magnatronmusic31)। ইউজার জানিয়েছেন, “এই নতুন ফিচারে ভিডিয়োর চ্যাপ্টারগুলি এড়িয়ে যাওয়ার জন্য দুটি আঙুল দিয়ে ডবল ট্যাপ করতে হবে।” Gadget 360 স্বাধীনভাবে ভিডিয়ো স্ট্রিমিং অ্যাপের এই নতুন ফিচার যাচাই করতে সক্ষম হয়েছিল।
যখন ইউজার ভিডিয়ো প্লেয়ারের ডানদিকে ডবল ট্যাপ করেন, তখন এটি পরবর্তী চ্যাপ্টারে চলে যায়। আর ইউজার যদি স্ক্রিনের বামদিকে ডবল ট্যাপ করেন তাহলে আগের চ্যাপ্টারে ফিরে যেতে পারবেন। এটি কাজ করার জন্য, কন্টেন্ট ক্রিয়েটারকে ভিডিয়োর ডেস্ক্রিপশনে চ্যাপ্টারগুলিকে মেনশন করতে হবে।
নতুন এই ফিচারটি খুব তাড়াতাড়িই বিশ্বের সমস্ত ইউজার পেয়ে যেতে পারেন। আপাতত এই আপডেট কয়েকটা সার্ভারেই হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে নতুন স্লাইড-টু-সিইক ফিচারটিও একটি রেডিট ইউজার (/u/FragmentedChicken) আবিষ্কার করেছিলেন। এই ফিচারটি ব্যবহার করার জন্য, ইউজারদের প্রথমে ভিডিয়ো স্ক্রিনে যেকোনো জায়গায় ট্যাপ করে ধরে রাখতে হবে এবং একই আঙুল ব্যবহার করে বাম বা ডানদিকে স্লাইড করতে হবে। এই স্লাইড-টু-সিক ফিচারটি ব্যবহারের সময় ইউজাররা ভিডিয়োর স্কিপড অংগুলির একটা ছোট থাম্বনেল দেখতে পাবেন যা তাঁদের সেই ভিডিয়োটির কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে সাহায্য করবে।
আরও পড়ুন: নিজের টুইটার অ্যাকাউন্ট উড়িয়ে দিলেন ভুয়ো প্রচারকারী