Apple iPad Pro 11 Inch News: আইপ্যাডের নতুন মডেলে থাকছে M1 চিপ, সাথে আরও নতুন ফিচার

আইপ্যাড প্রো ১১ ইঞ্চির মডেলটি আপনার ল্যাপটপের পরিবর্তে ব্যবহার করা যাবে কি না সেই বিষয়ে আপনি নিজেই বুঝতে পারবেন। তবে, M1 চিপের জন্য আইপ্যাড এখন অনেক উন্নত হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

Apple iPad Pro 11 Inch News: আইপ্যাডের নতুন মডেলে থাকছে M1 চিপ, সাথে আরও নতুন ফিচার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 1:42 PM

আইপ্যাডের নতুন মডেলগুলি এবার M1 চিপ সংশ্লিষ্ট হবে। এর ফলে আপনি ম্যাকবুকের মতোই আইপ্যাডগুলিকে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন। M1 চিপ থাকায় ব্যাটারিও আরও উন্নতমানের হয়েছে আইপ্যাডে। যেটা নিয়ে অ্যাপেল ইউজাররা হতাশ হতে পারেন তা হল, আইপ্যাডের নতুন এই মডেলটি ২০১৮ এবং ২০২০ এডিশনের মতোই দেখতে। কিন্তু আইপ্যাড প্রো ১১ ইঞ্চির বেশ কিছু বিশিষ্ট দিক আছে।

ভারতে আইপ্যাড প্রো ১১ ইঞ্চির একদম বেস মডেলের দাম ৭১,৯০০ টাকা থেকে শুরু। এতে শুধুমাত্র WiFi আছে আর ১২৮ জিবি স্টোরেজ আছে। এরই ২ টিবির মডেলের দাম ১,৭০,৯০০ টাকা পর্যন্ত যায়। WiFi + সেলুলার কানেকশনের ১২৮ জিবি মডেলের দাম ৮৫,৯০০ টাকা থেকে শুরু হয় এবং এর ২ টিবি ভ্যারিয়েশনে দাম হয় ১,৮৪,৯০০ টাকা।

আইপ্যাড প্রো ১১ ইঞ্চির মডেলটি আপনার ল্যাপটপের পরিবর্তে ব্যবহার করা যাবে কি না সেই বিষয়ে আপনি নিজেই বুঝতে পারবেন। তবে, M1 চিপের জন্য আইপ্যাড এখন অনেক উন্নত হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। M1 চিপ ইতিমধ্যেই ম্যাকবুকে একটা বিস্তর প্রশংসনীয় জায়গা করে ফেলেছে। তাই স্বাভাবিক ভাবেই আইপ্যাডে এই চিপ আসায় যে অনেকেই শুধুমাত্র তুলনামূলক বেশি পোর্টেবিলিটি পাওয়ার জন্য ল্যাপটপের পরিবর্তে এটি ব্যবহার করবেন সেই নিয়ে বিশেষ সন্দেহ নেই। আইপ্যাড প্রো ১১ ইঞ্চির এই মডেলটিতে একটি চমৎকার ডিসপ্লে আছে এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এতে সেন্ট্রাল স্টোরেজও আছে। এটি একটি বিশেষ ফিচার যা অন্যান্য আইপ্যাডে ছিল না।

যদিও, ইউজাররা যদি সাশ্রয়ের কথা ভেবে আইপ্যাড কিনতে চান তাহলে কাজের সুবিধার জন্য ২৭,৯০০ টাকার ম্যাজিক কিবোর্ড কিনতে হবে। সেক্ষেত্রে সামগ্রিক দাম ম্যাকবুকের আশেপাশেই পড়বে। তবে, দিনের শেষে একটি আইপ্যাড একটি ম্যাকবুকের চেয়ে অনেক বেশি পোর্টেবল। 

আরও পড়ুন: এবার ইউজাররা নির্দিষ্ট ভিডিয়োর চ্যাপ্টার স্কিপ করে যেতে পারবেন